দুটি-দ্বারে দুটি জনপদ-
একজন বিজয়ী অপরজন মানবী,
দুজন দু-দ্বারে বসিয়া লিখিলেন মানবতার কবিতাখানি।
কালের দ্বারায় দুজন আজ বিভক্ত হয়ে একজন হয়েছেন শাসক,
অন্যজন শোষক।
দুজনার সত্য আজ নির্ভর করে বিবেকের উপর,
দুজনার সংশয় থেকে যায় তবুও তারপর।
বিজয়ী ও মানবী দুজনার রক্তে মিশে গিয়েছে শাসক শোষিতের দূষিত রক্ত,
দিনে দিনে দুজনার আজ বাড়ছে ভক্ত।
আত্মহননের আকাঙ্ক্ষায় জেগেছে পাশবিক অস্ত্র,
কবে জেগে উঠবে ক্ষত্রিয়ের নাশকতার ইন্দ্রিয় অস্ত্র।
জেগে উঠবে কবে ভাই ন্যায়ের বিজয়ী আর মানবী,
অনর্গল দুজনার ইন্দ্রিয়ে বইছে আজ নাশকতার দানবী।
শেষের দিনে কে হবে মানবী কে হবে বিজয়ী,
অপর প্রান্তে বসিয়া কবি লেখিতেছেন তাঁহার অমর কবিতাখানি।
২১টি মন্তব্য
নাজমুল হুদা
পরস্পর বিরোধী বিজয়ের মানবী
এজন্যই কবি লিখেন কবিতাখানি
শুভ কামনা দাদা
প্রদীপ চক্রবর্তী
যথার্থ মতামত।
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা দাদা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
মোহাম্মদ দিদার
বাহ্
প্রশংসনীয় কাব্য নির্মান।
প্রদীপ চক্রবর্তী
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা দাদা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
তৌহিদ
বাহ! দারুণতো! শাসক এবং শোষক যখন মিলে যায় সেখানে ভালো কি আর হতে পারে? এমনটাই হচ্ছে এখন। দূষিত রক্ত না হলে কি আর মন্দ লোকের উদ্ভব হয়!!
দাদা ভালো লেগেছে কবিতা।
প্রদীপ চক্রবর্তী
দূষিত রক্তের সাথে বাড়ছে রোজ দূষিত ভক্ত।
যথার্থ মতামত দাদা।
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
আরজু মুক্তা
শাসক আর শোষক হচ্ছে চেনা পৃষ্টার দুই নাম। রক্ত চোষা বাদুর দরকার। এরা নিজেদের নামও ভুলে যায় দাদা।
প্রদীপ চক্রবর্তী
যথার্থ মতামত দিদি।
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
নিতাই বাবু
তা-ই তো হচ্ছে। আমাদের এমনই হচ্ছে, চলছে। চমৎকার কবিতা প্রকাশে আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি।
প্রদীপ চক্রবর্তী
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা দাদা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
চাটিগাঁ থেকে বাহার
কবিতায় সাধু ভাষা আর চলিত ভাষার মিশ্রণ হলে অনেক সময় দৃষ্টিকটু লাগে। এটা নিয়ম নয় বলে অনেকে বলতে চান। যেমন ৩য় লাইনে, ‘বসিয়া লিখিলেন’ এর স্থলে ‘বসে লিখলেন’ লিখলে শ্রুতি মধুরও হয়ে আবার নিয়মও মেনে চলা হয়।
আমি অবশ্য খুব একটা কবিতা বুঝি তাও নয়।
তবে আপনার লেখাটি ভালো হয়েছে।
প্রদীপ চক্রবর্তী
‘হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে’- জীবনানন্দ দাশ
চাটিগাঁ থেকে বাহার
হ্যাঁ, এখানেও সাধু চলিতের মিশ্রণ দেখা যাচ্ছে….!
সাবিনা ইয়াসমিন
বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিকী কবিতা চমৎকার লিখেছো প্রদীপ। শুধু তরুন কবির মনে নয়, প্রশ্ন জেগেছে সবার মনেই, কে হবে বিজয়ী আর কে হবে মানবী!!
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
যথার্থ মতামর।
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা দিদি।
ভালো থাকুন সুস্থ থাকুন।
প্রদীপ চক্রবর্তী
যথার্থ মতামত।
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা দিদি।
ভালো থাকুন সুস্থ থাকুন।
জিসান শা ইকরাম
কেউই মানবী হবে না, যে ই বিজয়ী হোক,
জনতা সব সময়ই পরাজিত হবে।
প্রদীপ চক্রবর্তী
যথার্থ মতামত।
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা দাদা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
মনির হোসেন মমি
চমৎকার কবিতা। প্রাম্ভে যৌবনের তাড়নায় সততা বিনষ্ঠ হলে শেষ জীবনে তার আফসোস থেকেই যায়।
প্রদীপ চক্রবর্তী
একদম।
যথার্থ মতামত।
শুভেচ্ছা ও শুভকামনা দাদা।
সুরাইয়া পারভিন
বিজয়ী ও মানবী দুজনার রক্তে মিশে গিয়েছে শাসক শোষিতের দূষিত রক্ত,
দিনে দিনে দুজনার আজ বাড়ছে ভক্ত।
অসাধারণ উপস্থাপন