
উদাস দুপুরে দক্ষিণ সমীরণে মন হঠাৎ কেমন কেমন করে।
তাহারে ভাবিনা আমি, তাহাতে ডুবি না আমি।
অতঃপর তাহারি জন্য হৃদয় ব্যথিত হয় গোপন করিডোরে।
বিচ্ছেদ আমার করিয়াছে পর তাহারি দ্বার হতে,
কেমনে আমি পুষিব আমি হৃদয়ের ক্ষত টারে।
অক্ষি হতে পড়েছিলো তাহার রক্ত অশ্রু জল,
হৃদয়ে তাহার বয়েছিলো বৈশাখী ঝড়,
মস্তিষ্ক তাহার হয়েছিল মাতাল,
তবুও মুখে বলেছিল তুই আমার পর।
আমারো হৃদয় খানি শত সহস্র টুকরো করিয়া
তাহারি লাগিয়েছি জোড়া।
বিচ্ছেদ আমার মানিতে চায় না অজস্র বার ভাবিয়া।
কেমনে আছে সুজন আমারে ছাড়িয়া!
ছবিঃ গুগল
২৫টি মন্তব্য
সাখাওয়াত হোসেন
হৃদয় ভাঙ্গিয়া কেউ কোনদিন সুখী হতে পারে না।
দারুণ একটি হৃদয়বিদারক কবিতা। ভাল থাকবেন আপ।
পপি তালুকদার
হ্যাঁ হৃদয় ভাঙিয়ে সুখে থাকা খুব দুষ্কর!!! তবে কেউ কেউ অভিনয় করে যায় মাত্র।
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।
বন্যা লিপি
ভুলে যেতে চাই আর সব
যেখানে রেখেছি আমার অনুভব!
ভাঙিনি/ ভাঙবনা বিচ্ছেদের কোনো অজুহাতে
তুমি ফেরো বা নাইবা ফেরো
রয়েছি বিলীন তোমাতে…….
সাধু ছন্দের বিচ্ছেদীয় পঙতি মালার উপস্থাপন হৃদয়াগ্রাহী হয়েছে। আগামীর শুভ কামনা রইল।
পপি তালুকদার
এত সুন্দর মন্তব্য করার জন্য আমার অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল।
ভালো থাকুন সবসময়। শুভ রাত্রি।
সাবিনা ইয়াসমিন
বাহ! চমৎকার কবিতা।
বিচ্ছেদ মেনে নেয়া যায় না। যেকোনো বিচ্ছেদই নিদারুণ যন্ত্রণাময়।
এমন করে আরও লিখুন, মিশ্রিত ভাষায় লেখাটি বেশ ভালো লাগলো।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
পপি তালুকদার
প্রথমে জানাই অশে
সাবিনা ইয়াসমিন
কি ছিলো এখানে!! আমি তো অদৃশ্য কিছু পড়তে পারি না 🙁
পপি তালুকদার
মন্তব্য লেখার জন্য উৎসাহিত করে তাই অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল।
ভালো থাকুন। নিরাপদে থাকুন।
শুভ রাত্রি।
সাবিনা ইয়াসমিন
একদম সঠিক বলেছেন 🙂
আপনাকেও শুভ রাত্রি 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
সম্পর্ক যদি হয় হৃদয়ের বন্ধন
আস্থা থাকে সেথা চলনের প্রতি ক্ষণ,
বিশ্বাস খোয়ে কেউ চলে গেলে দূরে
অপরের হৃদ যায় কষ্টানলে পুড়ে
নিরাশায় মান অভিমান তাতে আজীবন খায় কুরে কুরে।
সুন্দর হৃদয়গ্রাহী কবিতায় মুগ্ধতা একরাশ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।
পপি তালুকদার
অভিমান জিনিসটা বড্ড খারাপ যেটা সত্যিই কুরে কুরে খায়!!! এত সুন্দর মন্তব্য করার জন্য সত্যিই অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভালো থাকুন সবসময়।
মোঃ মজিবর রহমান
দুটি হৃদয়ে স্পর্শ্ছোয়া না ভুলিবার পারে
ভগ্নশুন্য ভাবি দুরত্ব ও ছাড়িবার পরে।
পপি তালুকদার
সত্যিই তা ভোলা যায়না।যত বার ভোলা ব্যর্থ চেষ্টা করা হয় ততবারই বেশি মনে পড়ে যায়।
অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিবেন।
মোঃ মজিবর রহমান
হুম! যত কষ্ট যাওতনায় ছাড়ি ছাড়িবার পর ঠিক তত যন্ত্রনায় আবার পরি।
ছাইরাছ হেলাল
অব্যক্ত যন্ত্রণার গাঢ় প্রস্রবণ লেখাটিতে সুন্দর করেই ছাপ ফেলেছে।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ জানাই।লেখনীতে মাঝে মাঝে নিজের ও কিছু ছাপ রয়ে যায়।
তৌহিদ
বিচ্ছেদ বিরহে প্রেম হয়ে ওঠে মধুর। যার ছাপ পেলাম লেখাতেও। মুগ্ধ হলাম আপু।
শুভকামনা রইলো।
পপি তালুকদার
সুপ্রভাত।বিচ্ছেদ প্রেম কে আরো গভীর ভাবে উপলব্ধি করায়।অশেষ ধন্যবাদ রইল।
সুপর্ণা ফাল্গুনী
মুগ্ধ হয়েছি চমৎকার কবিতা পড়ে। বিরহের বিমূর্ত উপস্থাপন দেখলাম সুনিপুণ লেখনীতে। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
পপি তালুকদার
শুভ সকাল। প্রথমে জানাই অশেষ ধন্যবাদ।আপনার মন্তব্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভালো থাকুন।
প্রদীপ চক্রবর্তী
বিচ্ছেদ মানে ভয়ানক যন্ত্রণা।
বিচ্ছেদ মানে করুণ স্মৃতি।
বিচ্ছেদ মানে অক্ষি জুড়ে কেবল জলধারা।
.
ভালো লাগলো।
পপি তালুকদার
বিচ্ছেদ মানে হৃদয়ের ক্ষত।
অসংখ্য ধন্যবাদ।
আরজু মুক্তা
বিচ্ছেদ হলেও চাঁদের মতো কি জানি একটা থেকে যায়।
ভালো লাগলো কবিতাটি
পপি তালুকদার
কি সেটা? অশেষ ধন্যবাদ।
আশরাফুল হক মহিন
বিচ্ছেদ খুবই ভয়ঙ্কর
যাকে বিচ্ছেদে পুড়িয়েছে সে বুঝেছে কেমন জালা
চমৎকার লেখা লিখেছেন প্রিয় কবি ।