বিচ্ছিন্নতার যোগসূত্র

ভোরের শিশির ১৩ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ০২:২৫:৩২পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

যে কাঁদছে তাকে কাঁদতে দাও যেমন কাঁদে সূর্য;

যে জয় করছে তাকে ছড়িয়ে যেতে দাও যেমন সেই খন্ডকালীন জোছনা,

যে দেখছে তাকে ভার বইতে দাও যেমন আছে আমার পৃথিবী।

সময়কে গুনতে থাকো ঢেউয়ের মতো;

শান্ত দিঘীতেও সময় বয়ে যায় দন্ডপ্রাপ্ত ঝরা পাতার মতো,

থমকে আছে সব কিছুই ঝড়ো বাদলে দিগন্ত।

হরিণী হয়ে গ্রহণ হয় ঠিক যেমন ছুড়ির ডগায় অশ্রুজল;

ধুতুরা মনে স্মরণ হয় যেমন ছিল পদ্মপাতায় বিছে,

ধীস্থির; ঝিনুক তুমি নীরবে মুক্তো হয়েই কাঁদো।

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ