যে কাঁদছে তাকে কাঁদতে দাও যেমন কাঁদে সূর্য;
যে জয় করছে তাকে ছড়িয়ে যেতে দাও যেমন সেই খন্ডকালীন জোছনা,
যে দেখছে তাকে ভার বইতে দাও যেমন আছে আমার পৃথিবী।
সময়কে গুনতে থাকো ঢেউয়ের মতো;
শান্ত দিঘীতেও সময় বয়ে যায় দন্ডপ্রাপ্ত ঝরা পাতার মতো,
থমকে আছে সব কিছুই ঝড়ো বাদলে দিগন্ত।
হরিণী হয়ে গ্রহণ হয় ঠিক যেমন ছুড়ির ডগায় অশ্রুজল;
ধুতুরা মনে স্মরণ হয় যেমন ছিল পদ্মপাতায় বিছে,
ধীস্থির; ঝিনুক তুমি নীরবে মুক্তো হয়েই কাঁদো।
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর………
নীতেশ বড়ুয়ার লেখক সত্ত্বার সাথে পরিচিত হচ্ছি,
এর পূর্বে অবশ্য এটি খোঁজা হয়নি 🙂
নীতেশ বড়ুয়া
হিহিহি… খুঁজে না পেলেই ভালো 😀 আশাহত হতে হবে নিশ্চিত 😀 এই বেশ ভালো আছি জিসান ভাইয়া 😀
জিসান শা ইকরাম
নীতেশকে এখানে দেখে ভালোই লাগে 🙂
নীতেশ বড়ুয়া
😀 আমারো 😀 তবে ব্লগিং ব্যাপারটা এখনৈ আত্মস্থ হয়নি বলে স্বচ্ছন্দে এখানের সব বারান্দায় উঁকি মারা হয়ে উঠছে না 🙁 কিন্তু আশা করি কাটিয়ে উঠবো 😀 @জিসান ভাইয়া
ফাতেমা জোহরা
ভালো লাগলো…
নীতেশ বড়ুয়া
থ্যাঙ্কিয়ু 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভালো হইছে
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ মনির ভাইয়া 🙂 😀
নীলাঞ্জনা নীলা
আপনি নিয়মিত লেখুন।খুবই ভালো লাগলো আপনার ছোট কবিতাটি (y) -{@
নীতেশ বড়ুয়া
অনেক অনেক ধন্যবাদ ভালো লাগার জন্যে। চেষ্টা থাকবে নিয়মিত হতে 🙂 😀
প্রজন্ম ৭১
ভালো লেগেছে কবি 🙂 (y)
নীতেশ বড়ুয়া
আমি কবি নই 🙂 ধন্যবাদ।
ব্লগার সজীব
যে কাঁদছে তাকে কাঁদতে দাও যেমন কাঁদে সূর্য;
যে জয় করছে তাকে ছড়িয়ে যেতে দাও যেমন সেই খন্ডকালীন জোছনা,
যে দেখছে তাকে ভার বইতে দাও যেমন আছে আমার পৃথিবী। (y) সুন্দর
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ 🙂