বাস্তবতার করাল গ্রাসে আজ আমরা বন্ধী
সময়ের ব্যবধানে পরিবর্তনীয় পথের সঙ্গী
জানতে চাইনা কোনটা ঠিক কোনটা ভুল
শুধু নিজেদের সিদ্ধান্তের মাঝেই অনড়
বাস্তবতা খুবই কঠিন শুনতাম লোক মুখে
পারতামনা ভাবতে কেমন হতে পারে
আজ আমি দেখেছি এবং বুঝেছি সবই
বাস্তবতার সকল আচার বিধি
বাস্তবতার চাপে পড়ে হয়ে যায় স্বার্থপর
সবকিছু নিজের বুঝে আর কারোর নয়
১৬টি মন্তব্য
মা মাটি দেশ
বয়সের সাথে বাস্তবতা এসে ধরা দেয়।বাস্তবতা মেনে জীবনকে এগিয়ে নেয়াই বুদ্ধিমানের কাজ।এটাই ক্ষণস্হায়ী আমাদের এ জীবন। -{@ (y)
পুষ্পবতী
আমাদের জীবন ক্ষণস্থায়ী এইটা একটা বড় শান্তনা।যখন মানুষ কষ্ট পায় ভাবে এই জীবন বেশি দিনের নয়।ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
সঞ্জয় কুমার
বাস্তবতাই চরম সত্য
পুষ্পবতী
ধন্যবাদ
জিসান শা ইকরাম
হ্যাঁ , কি আর করা ! !
বাস্তবতা যে এমনিই ।
ভালো লিখেছেন ।
সম্ভবত ওয়ার্ডে লিখে বা অন্য কোথাও থেকে কপি করে এখানে পেষ্ট করেছেন।
কোথায় থেকে কপি করে সোনেলায় পেষ্ট করার আগে এইচটিএমএল এ ক্লিক করে পেষ্ট করুন।
তাতে লাইন গুলোর স্পেস ঠিক থাকবে ।
পুষ্পবতী
ধন্যবাদ ভাইয়া। পরবর্তীতে এইচটিএমএল করে দিবো।
ওয়ালিনা চৌধুরী অভি
বস্তবতাকে মেনে নিতেই হয় । ভালো লিখেছেন পুষ্পবতী ।
পুষ্পবতী
বাস্তবতাকে না মেনে উপায় নাই ।ধন্যবাদ।ভালো থাকবেন।
মশাই
হুম পড়লাম তোমার লেখা। লিখতে শুরু করেছ দেখে ভাল লাগলো।
বাস্তবতা অনেক সময় নিজেকে স্বার্থপর করে তুলে। অন্ধ করে তুলে মানুষকে। তারপরও দেখা যায় কিছুই করার থাকে না আমাদের শুধু অন্ধের মত সবকিছুকেই কাল ভেবে নিতে হয়।
আগে যে বাস্তবতার কথা লোক মুখে শুনতে এখন যেহেতু নিজেই বুঝতে পেরেছ আশা করি বাস্তবতার সকল আচরণ বিধি থেকে বেড়িয়ে আসতে পারবা। সফলতা কামনা করি তোমার জীবনের। পথের সঙ্গীকে আগলে রেখেই তোমার পথ চলা হোক। শুভকামনা অনন্তর।
পুষ্পবতী
ধন্যবাদ মশাই আমার লিখা পড়ার জন্য।
আপনার প্রতিও রইলো শুভ কামনা।আসলে বাস্তবতা খুব কঠিন। অনেক সময় অনেক কিছু করতে বাধ্য করে।চাওয়া পাওয়া থাকলে পূরণ করা যায় না। ভালো থাকবেন সবসময়।
আগুন রঙের শিমুল
ভালো তো 🙂
পুষ্পবতী
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
বাস্তবতা এমনই যে। তবে পথ চলার বন্ধুকে নিয়ে সুন্দর বাস্তবতা ধরা দিক এটাই চাইবো। শুভ কামনা।
পুষ্পবতী
ধন্যবাদ আপু।আপনার প্রতিও শুভ কামনা রইলো।
মিথুন
বাস্তবতার চাপে পড়ে স্বার্থপর হতে চাইনা। 🙁
কথা অবশ্যই সত্যি বলেছেন।
পুষ্পবতী
ধন্যবাদ।আপনাকে যেন স্বার্থপর হতে না হয়।