বাসন্তী কবিতা

সাবিনা ইয়াসমিন ৬ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ০৬:৪৫:০২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

কতদিন ধরে ভেবে রেখেছি একটি কবিতা লিখবো,
ঠিকঠাক কবিতা।

ভুলচুক বাদ রেখে লাইন গুলো সমান্তরাল করে
শক্ত কথার ভারি ভারি শব্দ দিয়ে লিখে ফেলবো
এক অনুপম মনোহরি কবিতা।

কিছু লেখার আগে যে পড়তে হয়, এই নিয়মটা না মেনে ঠিকঠাক কবিতা হবে কি ?
ভাবতে ভাবতেই পড়তে বসেছিলাম কবি–মহাকবিদের
বিশাল–বিকট কবিতার ভান্ডার।

পড়তে–শিখতে গিয়ে টের পেলাম,
মুখের ভেতর থাকা আক্কেল দাঁত নিখোঁজ!!
আর চোখজোড়া হয়েছে বিদায়ী মাঘের কদম ফুল !

শুধু কী তাই ? শর্ষে ফুলের মালা গাথা শিখতে হবে
সুই–সুতো ছাড়াই।
তবেই না হবে কবিতার মত কিছু একট্টা,

পড়ে শিখবো না ভেবে গেলাম কবিতার খোঁজে,
দেখা হলো এক ধাঁধার কবির সাথে।
কঠিন–কঠিন গণিতের সুত্র ধরে, মিষ্টি করে
ছন্দে আনন্দে বলে দিলেন,
কবিতা খোঁজো ? কবিতাকে খোঁজো ?
হাওয়াকে ভাঁজ করতে পারো ?

এরপরে কবিতা হবে ? ঠিকঠাক কবিতা ?

কপ্পো–কবিতা লিখে কবি হবার স্বাধ যা ছিলো
উধাও হলো এই এক শীতের উঁকি–ঝুঁকিতেই,

তারচেয়ে বরং ক,ব,ত দিয়ে কবিতার এক
কোফতা বানাই।
শীতের রানীময়তায় ডুবে থাকা কবি রাজের দৃষ্টি এখন
আকাশের পেছনে সবুজ–অবুঝ পাখিদের নীড়ে,
কবিতা যদি বাসন্তী না হয়ে কোফতায় পরিনত হয়
তাতে কি, শীতের এখনো আছে বাকি,

৮৬৩জন ৮৬০জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ