কতদিন ধরে ভেবে রেখেছি একটি কবিতা লিখবো,
ঠিকঠাক কবিতা।
ভুলচুক বাদ রেখে লাইন গুলো সমান্তরাল করে
শক্ত কথার ভারি ভারি শব্দ দিয়ে লিখে ফেলবো
এক অনুপম মনোহরি কবিতা।
কিছু লেখার আগে যে পড়তে হয়, এই নিয়মটা না মেনে ঠিকঠাক কবিতা হবে কি ?
ভাবতে ভাবতেই পড়তে বসেছিলাম কবি–মহাকবিদের
বিশাল–বিকট কবিতার ভান্ডার।
পড়তে–শিখতে গিয়ে টের পেলাম,
মুখের ভেতর থাকা আক্কেল দাঁত নিখোঁজ!!
আর চোখজোড়া হয়েছে বিদায়ী মাঘের কদম ফুল !
শুধু কী তাই ? শর্ষে ফুলের মালা গাথা শিখতে হবে
সুই–সুতো ছাড়াই।
তবেই না হবে কবিতার মত কিছু একট্টা,
পড়ে শিখবো না ভেবে গেলাম কবিতার খোঁজে,
দেখা হলো এক ধাঁধার কবির সাথে।
কঠিন–কঠিন গণিতের সুত্র ধরে, মিষ্টি করে
ছন্দে আনন্দে বলে দিলেন,
কবিতা খোঁজো ? কবিতাকে খোঁজো ?
হাওয়াকে ভাঁজ করতে পারো ?
এরপরে কবিতা হবে ? ঠিকঠাক কবিতা ?
কপ্পো–কবিতা লিখে কবি হবার স্বাধ যা ছিলো
উধাও হলো এই এক শীতের উঁকি–ঝুঁকিতেই,
তারচেয়ে বরং ক,ব,ত দিয়ে কবিতার এক
কোফতা বানাই।
শীতের রানীময়তায় ডুবে থাকা কবি রাজের দৃষ্টি এখন
আকাশের পেছনে সবুজ–অবুঝ পাখিদের নীড়ে,
কবিতা যদি বাসন্তী না হয়ে কোফতায় পরিনত হয়
তাতে কি, শীতের এখনো আছে বাকি,
২৪টি মন্তব্য
তৌহিদ
পড়াশোনা না করে কবিতা কেন কোন লেখালিখিই হয়না। আপনার লেখার মধ্যে একটি চমৎকার শিক্ষণীয় বিষয় আছে। আজকাল কবিতার নামে যে কি সব হচ্ছে, বেশিরভাগ যৌন সুড়সুড়ি মার্কা কবিতা। রুচিতে কুলায়না পড়তে। আমি নিজে কবিতা লিখতে ভয় পাই। ক ব ত দিয়ে কোফতা বানানো কেমন হলো জানাবেন কিন্তু। অদ্ভুত এক ভালোলাগা অনুভব করলাম কবিতাটি পড়ে আপু।
সাবিনা ইয়াসমিন
প্রথমেই বলছি আপনার কবিতা আমি পড়েছি। গল্পের মতো আপনার কবিতা লেখাও অনেক ভালো হয়। অতএব আপনার কবিতা লিখতে ভয় কথাটি একসেপ্ট করতে পারলাম না ভাই।
কবিতা ভালো করে বুঝতে পারিনা তাই কোনটায় সুরসুরি থাকে আর কোনটায় অনুভুতি থাকে সেটাই বোধ করতে পারি না।
লেখাটি পড়ে প্রথম মন্তব্য করার জন্যে অশেষ কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন। শুভ কামনা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কবিতা লিখা!
এ সাহস আমারো নেই তাইতো আমার অধিকাংশ কবিতা টাইপ লেখায় আপনার মত একান্ত অনুভুতিতে রাখি।অনেকে লিখেন তা পড়েও তেমন একটা বুঝতে পারি না।এ ব্লগে অনেক ভাল ভাল কবিগন-গননী আছেন তাদের কবিতা বুঝি আর না বুঝি মাশাল্লাহ বলে দেই।আপনার এ লেখার সাথে এক মত তবে অপেক্ষায় ক ব ত দিয়ে কোফতা বানানো কেমন হয়।
সাবিনা ইয়াসমিন
আপনি আমার দুর্বল জায়গাটি ঠিকঠিক বুঝে ফেলেছেন। যখনই মনে হয় যা লিখছি সেটা কোনো ক্যাটাগরিতে পড়বেনা তখনই একান্ত অনুভুতিতে চালিয়ে দেই। হা,হা,হা আপনি আসলেই আমার ভাই , তাইতো আমার স্বভাবটা ধরতে পেরেছেন।
ক ব ত দিয়ে কোফতা হবে বলে মনে হচ্ছে না। ক ফ ত লাগবে। তবুও যে উৎসাহ দিলেন তা দিয়ে ভবিষ্যতে হয়তো কিছু একটা বানাতে পারবো ভাই।
ভালো থাকুন। শুভ কামনা।
মাহমুদ আল মেহেদী
আমারতো ভাই ভয়ই করে কবিতা পড়তে লিখবো দূরের কথা। তবে শিখার জন্য চেষ্টা করছি। অনেক ভালো লিখেছেন আপু। সুপ্ত মনকে জাগানিয়া।
সাবিনা ইয়াসমিন
আপনার সুপ্ত মনকে জাগাতে পেরে আমিও যারপরনাই আনন্দিত হলাম ভাই। ধন্যবাদ অবিরত থাকবে।
আপনার কবি মহিউদ্দিন সিরিজটার অপেক্ষা করছি। বাকি লেখা গুলো কবে লিখবেন ?
মাহমুদ আল মেহেদী
সময় করতে পারছি না বলে লজ্জিত। তবে চেষ্টা করছি লেখার । অনেক প্রেরনা পেলাম আপু । শিগ্রই দিব আপু।
ছাইরাছ হেলাল
কবিতায় কোপতা হয় কস্মিন কালেও শুনিনি, কেউ শুনেছে তাও শুনিনি।
তবে লিখিয়েরা তমাল তরু আর কদম্ব তরু কোন ব্যাপার না,
লেখক হলে এমন লেখক-ই হয়া উচিৎ!
তবে আপনি যে বিকট কবিদের চিনে ফেলেছেন সেটাই তো অনেক, বিশাল ভাগ্যধারিরাই এটি পায়।
আমরা তো কিছুতেই কিছু চেনা/চিনি করতে পারলাম না।
কোথায় বসন্তের ঘাড় মটকে মহা কিছু লিখে/টিখে ফেলবেন, তা না করে কথাকার
কোন ব-কলম ল্যাখকের ল্যাহা/ফ্যাহা পড়ে/টড়ে মহামূল্যবান সময়াপচয় করছেন!
তা কিন্তু মোটেই ঠিক কাজের কাজ না।
কোবতে/ফোবতে খুব খারাপ, যারা লেখে তারাও,
আমি নিজে এদের এড়িয়ে চলি, আপনিও এদের বয়কট করুন।
সাবিনা ইয়াসমিন
আপনি দেখছি কোবতে/ ফোবতে আর কবি/ কুবিদের উপর আসলেই ত্যাক্ত-বিরক্ত হয়ে উঠেছেন। আপনার ডাইনি গুলো তাদের উপর চালান করে দিন। ভয়ে সব পালিয়ে যাবে,,সোনেলা উঠান একদম ফকফকা হয়ে উঠবে।
বসন্ত হলো ঋতুরাজ। তার ঘাড় মটকানোর ক্ষমতা কেবল মহারাজকেই শোভা পায়। সবাই যদি সব কাজ পারতো তাহলেতো বিনিসুতার মালা গাথার কাজ অনেক সহজ হয়ে যেতো।
ভাগ্য আছে এটা মানি তাইতো ল্যাহা-ল্যাহি পড়ার মতো সময় পাই।
ধন্যবাদ সাধুবাদ এগুলো আসলে মহারাজদের দেয়ার মতো জিনিস না । তাই ওসব দেয়া থেকে বিরত রইলাম।
উপঢৌকন হিসেবে অজস্র শ্রদ্ধা রেখে গেলাম। ভালো থাকবেন অনেক।
মোঃ মজিবর রহমান
নামেই বুঝতে চেয়েছিলা বাসন্তী শুভেচ্ছা ভাললাগার কবিতা হবে। মন আনচান উচাটন করা শুরু করছে, কিন্তু হায়! তাই বলে ক, ব,ত কোপ্তা ভালই বললেন। পড়তেই জানিনা আবার লেখা সম্ভব নয়, অসম্ভব।
আমাকে ব্লগ থেকেই পালাতে হবে। আর পারিনা।
আপনার লেখা থেকে অনেক শেখার আছে আপু।
সাবিনা ইয়াসমিন
মন্তব্য দিয়ে মন কিভাবে জয় করতে হয় তা আপনার চাইতে ভালো আর কেউ জানে ভাইজান !!
আপনি পালাতে চাইলেও সোনেলা আপনাকে পালাতে দিবে না। সোনেলা এক মায়াময় উঠোন। এখানে যে আসে তাকেই মায়ায় বেধে ফেলে। আপনি/ আপনারাও আমায় বেধেছেন সেই মায়ায়।
ভালো থাকবেন ভাই। যেখানে থাকবো শুভাকাঙ্খী হয়ে থাকবো।
মোঃ মজিবর রহমান
আপু, আমি কোন কাজে বলিষ্ঠ ভুমিকা রাখতে পারিনা। আমি অতি অতি নগন্য জানা মানুষ। শাহবাগ আন্দোলনে বিডিব্লগ যখন বন্ধ হল তক্ষণ কোথায় যায় কি করি তা নিয়ে ঘুরে বেড়ায়। একদিন ঘুরতে ঘুরতে এই উঠোনে পোছালাম আর বেরতে পারিনি। এখানেই ভিড়ে রইলাম। আছিও।
আমি এতই অচল যে, ব্লগ কি জানতাম না। যদি শাহবাগ আন্দোলন না হত। আবার এও জানতাম না যে ব্লগাররা নাস্তিক তাও বুঝালেন বি এন পি নেত্রী। অচল গ্রাম থেকে এসেছি তো তাই। মায়ায় মায়া বাড়ায়, বন্ধু হয় সবায়।
সাবিনা ইয়াসমিন
ব্লগার মানে নাস্তিক আর নাস্তিকরা ব্লগে লেখে এই কথাটা শুনেশুনে আমার কান ব্যথা হয়ে গেছে ভাই। এখনো অনেকের সাথে এটা নিয়ে তর্কে যেতে হয়।
জিসান শা ইকরাম
ক ব ত দিয়ে বানিয়ে ফেলুন কোফতা,
আচার সহযোগে ভালোই সাবার করতে পারবো তা।
কবিতা মাথায় ঢোকে না, বুড়ো মাথায় বাড়ি দিলে মাথার চারা শেষ হয়ে যাবে।
তার চেয়ে কোফতা খেলে মস্তিস্কের স্বাস্থ্য ভালো থাকবে।
লিখেছেন কিন্তু দারুণ।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ক ব ত দিয়ে কোফতা হয় না সেটা বুঝতে পেরেছি বানাতে গিয়েই। ক ফ ত আমার হাতে আসছে না এখন। যদি হয় তাহলে বানিয়ে ফেলবো । তখন ওটা আচার সহযোগে খেয়ে বিচার করবেন কেমন হয়েছে।
ধন্যবাদ।
বন্যা লিপি
গণিতের যোগবিয়োগে আজন্মকালের বিবাদ। হাওয়া থেকে ধরেনেই অজ্ঞতার অ আ ক খ।লাইনটা সহজ বলেই শব্দের প্রেমে পড়া। আক্কেল দাঁত নিখোঁজ বহুকাল আগেই।বাতাস কাগজ ভাঁজ করা আপনার আমার কম্মো না। চলুন আমি/আপনি শুধু এলেবেলে ক ব ত দিয়ে বরং কোফতা রেসিপিতেই সন্তষ্ট থাকি।
দারুন লিখলেন কিন্তু!!! সতত শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
হ্যা বন্যা সন্তুষ্ট থাকতে হবে বা সন্তুষ্ট থাকার ভান ধরতে হবে। অজ্ঞতা সকলের সামনে প্রকাশ করা ঠিক না। এই শিক্ষাটা পেয়ে গেছি ঠেকে ,ধাক্কা খেয়ে, শিখে।
ভালোবাসায় কমতি রাখি না তবুও অসম্পুর্ন রয়ে যায়। ভালোবাসা রইলো বন্যা। ভালো থাকবেন।
শাহরিন আক্তার মুক্তা
সুন্দর
সাবিনা ইয়াসমিন
অশেষ ধন্যবাদ। ব্লগে এসে প্রথম মন্তব্যটি আমার পোষ্টে করে সম্মানিত করলেন এই জন্য কৃতজ্ঞতা সহ ভালোবাসা।
স্বাগতম। আর ভালো থাকবেন। ভালোবাসা ❤❤❤❤
শাহরিন আক্তার মুক্তা
ভালবাসা নিলাম
ছাইরাছ হেলাল
এতো দেখছি আমরাই আমরা!!
শাহরিন আক্তার মুক্তা
কোথাও শান্তি দিব না। হা হা
ছাইরাছ হেলাল
অপেক্ষার বীজ বুনেছি-তো!!
সাবিনা ইয়াসমিন
জ্বি, আমরাও চাই আপনি অশান্তি দ্রুত কায়েম করুন। লেখাকি শুরু করলেন না শেষ?