টিভির পর্দা ত্যানা ত্যানা
আলোচনায় উঠছে ঝড়,
বাজেট এবার মানুষ মারার
পুচ্ছে লাগছে উচ্চ ‘কর’!

‘অশোভনীয় আশাবাদের’-
বাজেট এবার বলছে কেউ,
ঘরে বাইরে এই সময়ে
বাজেট বাজেট উঠছে ঢেউ!

আমারো কিছু কথা আছে
বাজেট নিয়ে কইতে দ্যান,
আমার কথায় কি আসে যায়
ভাংবে কি আর কারো ধ্যান?

দু’লাখ আয়ে নেই কোন ‘কর’
তবুও ঘরে শান্তি নাই,
গিন্নীর বায়না সোনার গয়না
ঋণের ভারে আটকে যাই।

গুঁড়ো দুধের দাম বাড়লেও
বৌ’য়ের গলা চড়ছে না,
মেকাপ খরচ আগের মতোই
একটুও দাম বাড়ছে না।

ধ্যাত্তরী ছাই এ্যাঁ কি কান্ড
মোটর গাড়ির কমলো দাম,
নজর এবার চার চাকাতেই
এই বুঝি মোর সারলো কাম।

ধূমপায়ীদের পায়ে কুড়াল
এইটা কেমন বিচার ভাই,
গর্ত এবার খুড়তেই হবে
অন্য কোথাও আশ্রয় নাই।

বিজলী বাতির দাম কমলেও
বিজলী কিন্তু পাচ্ছি না,
চায়ের কাপে দিচ্ছি চুমুক
পটেটো চিপস খাচ্ছি না।

বাড়ছে দাম টিউব-টায়ারের
স্বস্তির কথা এই কি ভাই?
হরতালেতে টায়ার জ্বালাও
একটু হলেও কমবে তাই?

হাত পাখাটার হাতল এখন
সহসা কেউ ধরছে না,
দাম বেড়েছে সিলিং ফ্যানের
কি হয় বুঝা যাচ্ছে না।

মশারা সব বগল বাজায়
কয়েল পাওয়া যাচ্ছে কই?
ফয়েল প্যাকের বিস্কুটে আজ
কামড় দিয়ে সবই সই।

প্রেমের বাজার পড়তি ভীষণ
নড়া চড়া করছে না,
মোবাইল সিমের দাম কমেছে
আশা তবু বাড়ছে না।

পাছায় যদি গন্ধ মিলে
প্লিজ একটু চুপ থাকুন,
টয়লেট টিস্যুর দাম বেড়েছে
টিভির পর্দায় চোখ রাখুন।

গোলাপ ফুলের দামও বাড়লো
গোলাপী আপা নীরব ক্যান?
মানুষ মারার বুডগেট এইটা
দোহাই একটা হরতাল দ্যান।

দাম বেড়েছে অনেক কিছুর
সুঁই সুতোও বাদ যে নাই,
ফাঁসির দড়ির চড়া দামে
মরারও বুঝি উপায় নাই।

সব মিলিয়ে করলে হিসেবে
পাছার কাপড় মাথায় ঠেকে,
উদোম পাছা দেখলে কি আর
লজ্জা ঢাকুক মুখ ঢেকে!

জবরুল আলম সুমন
সিলেট।
৭ই জুন, ২০১৩ খৃষ্টাব্দ।

বাজেট রঙ্গ-২০১৩/১৪
৮৬৭জন ৮৬৭জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ