বাজার করতে যাওয়ার আগে যে কাজ গুলি অবশ্যই করবেন

১) লিষ্ট তৈরি করে নিন । এতে সময় এবং অর্থ দুইটাই বাঁচবে ।

২) লিষ্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম গুলি মার্কিং করে রাখুন ।

৩) পণ্য কেনার সময় সতর্ক এবং সাবধান থাকুন

৪ ) পণ্যের মেয়াদ আছে কিনা দেখে নিন

৫) মূল্য সস্তা হলেই কেনার জন্য অতি আগ্রহী হবেন না । কারণ সস্তায় যা পাওয়া যায় তার মান প্রায়শই খারাপ হয় । কথায় আছে সস্তার তিন অবস্থা ।

৬) প্রয়োজনের অতিরিক্ত কিনবেন না । এতে অপচয় হওয়ার সম্ভাবনা বেশী থাকে

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ।

৪৭৩জন ৪৭৩জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ