বাঙ্গালীর মাঝি

মোঃ মজিবর রহমান ২৯ ডিসেম্বর ২০১৩, রবিবার, ০৯:৩৭:৫৩পূর্বাহ্ন বিবিধ ১২ মন্তব্য

 

আমার অনেক আগে মনের স্বাদে লিখা বাংলার নায়ককে নিয়ে

এর আগে প্রকাশ করার সাহস পায়নি কারন তাঁকে যদি অবমাননা করা। তবুও করলাম।

 

অপারের আশ্যয় ছাড়িল নৈাকা

অনেক মাঝি ভাইরা,

কাহার তরী পাইলনা কুল,

বঙ্গবন্ধুর তরী ছাড়া।

মাঝ দরিয়ায়

উত্তাল পাত্তাল টেউ

সহ্য হলনা কাহারও ভাই

বঙ্গবন্ধু ছাড়া।

এপার অপার টেউ

ডর করিল সবে

ধরল না হাল কঠিন হাতে

বঙ্গবন্ধু ছাড়া।

বঙ্গবন্ধু র তরী

পাইলরে কুল অবশেষে ।

বঙ্গ থাকতে বন্ধু নামে

স্বরিবে সবে তোমায়।

 

৮২৯জন ৮২৮জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ