এর আগের পোস্টে কিছু অদ্ভুত বাংলা শব্দ সংরক্ষন করেছি যার প্রতি শব্দগুলো আমরা জানি । আজকে আরও কিছু শব্দ মনে এসেছে এগুলো এই পোস্টে সংরক্ষন করলাম ।
গত কয়েকদিনে যে শব্দগুলো মনে এসেছে সেগুলো পালিয়ে যাওয়ার আগেই পেন্সিলে টুকে রেখেছি সোনেলায় সংরক্ষনের জন্য ! 🙂
দেশিক :
এর প্রতিশব্দ হলো পথিক । পর্যটক , ভ্রমন পিপাসু মানুষ এর ক্ষেত্রেও এটা ব্যবহার করা যাবে ।
দেশাচার :
অনাচার অত্যচার এর মতো মিল আছে এই মজার শব্দটির কিন্তু প্রতিশব্দ হলো দেশের রীতি । এখানে বলে রাখা ভালো রীতি বলতে কোন দেশের আইনকে বোঝায় না । সাধারনত সকলে মেনে চলে কিন্তু রাষ্ট্রের চালক-কতৃপক্ষ কতৃক অবশ্য মেনে চলা বাধ্যতামুলক নয় এমন বিষয় গুলো রীতি , যেমন ১লা বৈশাখে অংশ নেওয়া আমাদের রীতি কিন্তু এর জন্য রাষ্ট্র আমাদের বাধ্য করে না ।
অতএব ১লা বৈশাখ আমাদের দেশিক ! বা রীতি ।
দেবত্র :
যারা জমিজমা সংক্রান্ত বিষয়ে ভালো ধারনা রাখেন তারা বুঝবেন । হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মিয় উপাসনা উপলক্ষ্যে জমি দান করলে সেটাকে দেবত্র সম্পত্তি বলা হয় ।
আমি যেখান থেকে শব্দটি শিখেছি সেখানে বলা আছে দেব-সেবার্থ-দত্ত হতে দেবত্র শব্দটি এসেছে । অর্থাত দেব দেবীর সেবায় দান করা মুল্যবান বস্তু (জমি জমা)।
অতএব
প্রেয়সিকে দেবীর সাথে তুলনা করলে নিজেকে দেবত্র ঘোষনা করার সমুহ একটি সুযোগ থেকে যায় বর্তমানের প্রেমের কবিদের :p
গৃহগোধা , গৃহগোধিকা :
শুনতে অদ্ভুদ তাই না ? এর অর্থ হলো টিকটিকি :D)
শ্রীমুখ :
যতোদুর জানি শব্দটির অর্থ শোভামুখ , কিন্তু ছোটবেলায় আমার গ্রামের অনেক বয়স্ক হিন্দু ব্যাক্তিদের চিঠিতে সম্বধনমুলক শব্দ হিসাবে শ্রীমুখ শব্দটির ব্যবহার আমি দেখেছি ।
শৌন্ড :
এর অর্থ হচ্ছে মাতাল বা মদ্যপান এর পরে নিজের উপর নিয়ন্ত্রন হাড়ানো ব্যাক্তি । 😉
শৌন্ডিক :
এর অর্থ হলো যে ব্যাক্তি মদ প্রস্তুত করেন । :p
শ্রব্যকাব্য :
খুব সহজ ভাষায় বলা যায় রেডিওতে আমরা যেসব কবিতা গান নাটক শুনি সেগুলোই শ্রব্যকাব্য । যা চোখে না দেখে কানে শুনি সেটাই শ্রব্যকাব্য । ছোটবেলায় আমি বহু শ্রব্যকাব্য শুনেছি , খুলনা বেতার কেন্দ্র হতে সম্প্রচারিত ছায়াছবির গানের অনুষ্ঠান গিতালী 🙂
ছিদুর :
দুস্টু বুদ্ধি সম্পন্য মানুষ ! ধুর্ত ।
চৈত্রী :
চৈত্র মাসের পুর্নিমার প্রতিশব্দ চৈত্রী । ( এটা আমার প্রিয় শব্দ গুলোর মধ্যে একটি )
আমি যেসব শব্দ এখানে সংরক্ষন করছি তা পুর্বে লিপিবদ্ধ আকারে নেই ! তাই কখনো এমন হতে পারে যে একই শব্দের পুন:সংরক্ষন ভ্রম আমা কতৃক সংঘটিত হতে পারে ! তাই মার্জনা প্রত্যাশি 🙂
৩১টি মন্তব্য
ঘুড্ডির পাইলট
কমেন্ট এর রিপ্লাই দিতে দেড়ী হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ! 🙂
জিসান শা ইকরাম
ব্যাপারনা 🙂
ঘুড্ডির পাইলট
🙂
বনলতা সেন
চৈত্র মাসের পূর্ণিমার প্রতিশব্দটি জেনে আনন্দিত হলাম। আমারাও আপনার সাহায্য প্রত্যাশী।
দেরি হতেই পারে।
ঘুড্ডির পাইলট
মাঝে মাঝে একটু ঢু মেরে যাই ।:)
জিসান শা ইকরাম
দেশাচার, শ্রীমুখ, চৈত্রী শব্দ ব্যাতীত অন্য গুলো নুতন আমার কাছে।
প্রিয় পোষ্ট সংরক্ষনের কোন ব্যবস্থা সোনেলায় নাই।
তীব্র প্রতিবাদ এজন্য।
অতি দ্রুত প্রিয় পোষ্ট সংরক্ষণের অপশন চাই।
ঘুড্ডির পাইলট
আমিও প্রতিবাদে অংশ নিলাম ,
অবশ্য আশা করছি দ্রুত সমাধান হয়ে যাবে , অন্যান্য দেশের মতো সৈরাচারী শাষক নেই এখানে , এদেশ সৈরাচার মুক্ত 🙂
ব্লগার সজীব
আমিও তীব্র প্রতিবাদ জানাইলাম। প্রিয় লেখা রাখতে পারিনা 🙁
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সহমত তীব্র প্রতিবাদ।
নুসরাত মৌরিন
বাহ্। দারুন তো! কত সুন্দর সুন্দর শব্দ বাংলায়,অথচ জানি ই না!!
ঘুড্ডির পাইলট
আমার ইচ্ছা আছে আরও শব্দ সংরক্ষন করার 🙂
লীলাবতী
আমার জন্য খুবই উপকারী পোষ্ট এটি। আমার শব্দের জগত খুব ছোট। ধন্যবাদ পাইলট ভাইয়া।
ঘুড্ডির পাইলট
লীলাবতীরে অর্থ হলো
যে স্ত্রী বিলাসবতি , মানে খুব খড়চা টরচা করে । 🙂
লীলাবতী
ভাইয়া আমি তো এখনো বিয়েই করিনি। স্ত্রী হয়ে খরচা টরচা করবো কিভাবে ?
ঘুড্ডির পাইলট
বিয়ে হওয়ার পরে খড়চা করবেন 🙂
লীলাবতী
একটি পোষ্ট লিখছি ভাইয়া, আপনার এই জবাবটি দিয়ে দেবো সে পোষ্টে 🙂
ঘুড্ডির পাইলট
ইনশা আল্লাহ ,
জবাবের অপেক্ষায়
ব্লগার সজীব
শব্দ মুখস্থ করা শুরু আজ থেকে। কিছু শব্দতো মনে রাখতেই কষ্ট হয়ে যাবে। প্রথম পর্বের লিংক কি এখানে দেয়া যায় পাইলট ভাই ? কাজের পোষ্ট।
ঘুড্ডির পাইলট
এই পোস্ট এর যাস্ট আগের পোস্ট 🙂
ছাইরাছ হেলাল
নিয়তই শিখছি ও শিখছি ।
সময় দিচ্ছেন দেখে ভালই লাগছে।
ঘুড্ডির পাইলট
প্রতি দু একদিনে কোন ব্লগে ঢু না মারলে ভালো লাগে না ! সেই সাথে জরুরী সংরক্ষন প্রকল্পটাও চালিয়ে যাচ্ছি মামা 🙂
মোঃ মজিবর রহমান
আমি অজ্ঞ আমার জানার খুবই দরকার।
পোষ্টের জন্য আন্তরিক ধন্যবাদ।
ঘুড্ডির পাইলট
আমিও অজ্ঞ আমরা সবাই অজ্ঞ 🙂
শুন্য শুন্যালয়
দেশিক আর ছিদুক পছন্দ হইছে। দাঁত ভাঙ্গা শব্দ দেখলেই আমার ডর লাগে। আপনার জন্য কিছু ভরসা পাচ্ছি… আশেপাশে থাইকেন ভাই।
ঘুড্ডির পাইলট
চেস্টা করছি আরও শব্দ সংরক্ষন করার , কিন্তু হতভাগা শব্দগুলো পালিয়ে পালিয়ে থাকে খুঁজে পাওয়া যায় না, যে দুচারটাকে পাই ধরে ধরে এখানে সংরক্ষন করে রাখি ।
মেহেরী তাজ
আমার হোষ্টেলের রুমে একটি বড় গৃহগোধা আছে। গৃহগোধিকাও হতে পারে। লাইটের কাছে গিয়ে পোকা খায়। শব্দ শিখছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
ঘুড্ডির পাইলট
আপ্নার বাক্য রচনা দেখে নেত্রাম্বু তে আমার নয়ন ভিজে গেছে !
এবার বুছতে পেরেছেন নেত্রাম্বু কি ?
এর অর্থ হলো চোখের জল । 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কপি করে X এ রাখছি।ধন্যবাদ এমন পোষ্ট উপহার দেয়ায়।
ঘুড্ডির পাইলট
আপ্নাকেও ধন্যবাদ 🙂
অলিভার
চমৎকার ভাইয়া!
অপরিচিত অনেকগুলি শব্দের অর্থ জানতে পারলাম।
ভাইয়া দেশাচারের শেষ লাইন “অতএব ১লা বৈশাখ আমাদের দেশিক ! বা রীতি ।” টাতে কি দেশিক হবে? একটু কনফিউশন তৈরি হয়েছে এখানে।
মজার শব্দ ছিল “গৃহগোধা” এবং “গৃহগোধিকা”। আর “চৈত্রী” শব্দটার অর্থ আসলেই ভালোলাগার মত।
বাংলা শব্দ ভাণ্ডার চলতে থাকুক প্রতিনিয়ত….
ঘুড্ডির পাইলট
সামনে আরও লিখবো নতুন বাসায় উঠে ।