আমরা যারা অনলাইনে লেখালেখি করি; ব্লগার/লেখকদের লেখা পড়ে নিজের মতামত জানাই, নানা বিষয়ে পোষ্ট পড়ে শেখার চেষ্টা করি তাদের সবার কাছে নতুন একটি ব্লগ সাইট মানে হচ্ছে নতুন স্পেস, একটি খোলা জানালা। লেখা প্রকাশের নতুন প্লাটফর্ম, অনেক লেখক পাঠকের সঙ্গে মিথস্ক্রিয়া তৈরির সম্ভাবনা। নতুন সেই সাইটটি যদি হয় তথ্যপ্রযুক্তির সর্বশেষ সুযোগ সুবিধা সম্বলিত তাহলে-তো কথাই নেই। নতুন সব কিছুই আমাদের মনে দুর্নিবার আকর্ষণ সৃষ্টি করে।

বাংলা ব্লগিং কমিউনিটির নতুন সদস্য হিসেবে (http://nokkhotro.com/) নক্ষত্র ব্লগ তার ডেভেলপম্যান্ট ভার্সন ১.৮ নিয়ে শুরু করেছে।
ব্লগ লিংক: http://nokkhotro.com/

বেশ কিছু নতুন ফিচার সমৃদ্ধ এই ব্লগটি ইতিমধ্যে অনেকের মাঝে আগ্রহের সৃষ্টি করেছে। ব্লগ/ইন্টারনেট ব্যবহারকারীরা ব্লগে রেজিঃ করেছেন ইতিমধ্যে। প্রতিদিন বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা।

নক্ষত্র ব্লগ অন্যান্য ব্লগের তুলনায় বেশ সমৃদ্ধ ফিচার নিয়ে এসেছে; যার মাঝে উল্লেখযোগ্য কিছু হল:

• নক্ষত্র নো মডারেশন ব্লগ। তাই পোষ্ট প্রকাশের আগে অযথা সময় ক্ষেপণের সম্ভাবনা নেই।
• নক্ষত্রে আছে ব্যক্তিগত ব্লগিং এর পাশাপাশি পাবলিক ব্লগিং এর সুবিধা।
• রয়েছে স্ট্যাটাস দেবার সুবিধা।
• সঞ্চালক নির্বাচিত পোষ্টের পাশাপাশি রয়েছে সুপার স্টিকি অপশন।
• ধারাবাহিক লেখার জন্য সিকোয়েন্স পোষ্ট লেখার সুবিধা।
• আছে যুক্তিতর্ক অপশন। তুমুল আলোচনা চালিয়ে যাবার আলাদা সুবিধা।
• ব্লগে রয়েছে চ্যাটিং অপশন। নিবন্ধিত ব্লগার’রা ইচ্ছে করলে একে অন্যের সাথে চ্যাট করতে পারবে।
• ছবি এলবাম আপলোড। প্রোফাইল ছবি, ব্যানার এর ছবি ছাড়াও আলাদা এলবাম করতে পারবেন নিবন্ধিত সবাই।
• ফেসবুক শেয়ারিং। এক ক্লিকেই ফেসবুকে ছড়িয়ে দিতে পারেন আপনার লেখাটি।
• ব্লগ বার্তা। বার্তা আদান প্রদানের সুযোগ রয়েছে।
• পোষ্ট ওয়াইজ রিপোর্টিং এর অপশন। ব্লগারদের নির্দিষ্ট পরিমাণ রিপোর্টের ভিত্তিতে যে কোন পোষ্ট অটো সাসপেন্ড হয়ে যাবার সুযোগ রাখা হয়েছে শালীন সৃজনশীল ব্লগিং এর স্বার্থে।
• ব্লগারদের বন্ধু করার অপশন সহ আকর্ষণীয় আরও কিছু ফিচার।
• এখানে ব্যবহারকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মোবাইল ভেরিফিকেশানের ব্যবস্থা রেখেছেন ব্লগ কর্তৃপক্ষ।

উপরোক্ত ফিচার ছাড়াও আরও বেশ কিছু বিষয়ে ব্লগটিতে রয়েছে নতুনত্বের ছাপ। পরিশীলিত লেখক ব্লগারদের লেখা মান সম্পন্ন পোষ্ট পড়তে রেজিঃ/লগ ইন করুন নক্ষত্র ব্লগে; হয়ে উঠুন আলোর পথের যাত্রী।

ব্লগ সম্পর্কিত যে কোন মতামত/পরামর্শ/উপদেশ/ভাবনা জানাতে ইমেইলে যোগাযোগ করুন: [email protected]

নক্ষত্র ব্লগে স্বাগতম -{@
ধন্যবাদ।

৬৫৭জন ৬৫৭জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ