শুনলাম/শুনতে পাচ্ছি বসন্তের নূপুর ধ্বনি, উৎকৃষ্ট প্রকৃষ্ট প্রাকৃতিক নিয়ম মেনে/নিয়ম করে
যেমন আসে ফি বছর। আসুক।
দহরম মহরম হবে, হয়ত হয়েছে/হচ্ছে গভীরতম গোপনে কিছুটা প্রকাশ্যে, জনারণ্যেও জনেক জনেকে/অনেক অনেকে;
ঔচিত্য অনৌচিত্যেকে কলা (কাঁচা/পাকা) দেখিয়ে, গোমরা মুখে, কেলানো দাঁতে;
প্রজাপতি রঙ বাহারের ডানা দোলাবে, ফুলেরা গন্ধ দেবে/বিলোবে, প্রজাপতি গুঞ্জরিবে;
বসন্ত আসে নব নব রূপে, সবার জন্য নয়,
বিচিত্র শীতান্বেষী প্রেমিক প্রবরের জন্য মোটেই না!
বসন্তের কলায় ছলা থাকে, কুহকের বেশ থাকে, তবুও বসন্ত আসে।
অন্ধ চোখের বন্ধ্যা হৃদয়ে বসন্ত হাওয়া বহে ধীর লয়ে।
তিনশত তেত্রিশটি পদ্ম, লাল/নীল/বেগুনি সে চায়নি, চাইলেও তা পাবে না,
নিশ্চিত তা জানি, সেও জানে।
তবুও বসন্ত আসে,
ফী বছর, ঝাঁজ নিয়ে ঝাঁৎ করে না, চক্রাকারে বিরাশি বছর ধরে,
প্রযত্ন না মেনে, কঠিন-কুটিল দুর্দান্ত-জাদু-জটিল ফাঁদ এঁকে; সুপথে কুপথে;
৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
বসন্ত এসে পড়েছে দেখতে পেলাম এই রাত-বিরাতেই । কত অপেক্ষার পর হঠাৎ করেই তার আগমন ঘটলো !!
ফাগুনের হাওয়া কিছুই লুকিয়ে রাখতে দেয় না। তাইতো বন্ধ্যা চোখেও হাওয়ায় হাওয়ায় কত কিছুই দেখিয়ে দেয় ! বসন্তকাল কি তাহলে দুষ্টকাল হয়ে গেলো ! কলা কাঁচা/পাঁকা রাখার খবরটিও গোপন থাকতে দিলো না ।
বিরাশিতে আটকে না থেকে তিনশো তেত্রিশটি পদ্ম গুনতে শুরু করে দিন মহারাজ। বলাতো যায় না কবে কার জন্যে পদ্মডালা সাজাতে হবে। লাল/ নীল / বেগুনী যাইহোক এইকালে সব ফুলই বাসন্তী রঙা হয়ে যাবে।
শুভ বসন্ত মহারাজ,, অনেক অনেক ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
বাসন্তী ডাক সবাই শুনতে পায় না, কেউ কেউ আগাম বসন্ত-বাতাসে গা এলায়!!
একশত এগারোই গুনতে পারা যখন কঠিন বিদ্যে তখন তিনশত তের দূর পরাহত।
আগে আপনাদের রংবাহার তো দেখতে দিন এই বসন্তে,
আপনি ভাল থাকুন স্বপনদের নিয়ে এই মৃদু-মন্দ হাওয়ায়, সে কামনাই রাখি।
মোঃ মজিবর রহমান
বসন্ত নাকি এসে পড়েছে! কি দারুন উত্তরীয় হাওয়া বায় বায় করতে করতে , হাক ডাক দিচ্ছে আমি আসছি। তাঁর বহু বহু বহু ঘন্টা পূর্বে আপনার ডোরে আঘাত হানছে তাতেই আমি পাঠক, পড়ে আনন্দ নিচ্ছি/পাচ্ছি। মন উৎফুল্ল থেকে উতফুল্লময় হয়ে রাতে উত্তরীয় বায়ুর শরীর শীতল করা অন্যরকম অনুভুতি জাগানীয়া কাজ করে হ্রিদয়ানতরে।
তয় কাচা-পাকা কলা, ১১১, ২২২ না হয়ে ৩৩৩ কত বাহারী রঙের ফুল শৌভিত হচ্ছে মনান্তরে আনন্দ নিচ্ছেন!!!
আরো প্রকাশ চাই , মানে আমি পড়ে মজা নিতে চাই। বঞ্চিত করবেন অনুগ্রহ করে।
ছাইরাছ হেলাল
বাহ্, বেশ ভালই মন্তব্য করেছেন, খুব সুন্দর ভাবেই বলেছেন।
চেষ্টা করবো লিখে যেতে, আপনাদের আনন্দই আমার আনন্দ।
ভাল থাকবেন অবশ্যই।
মোঃ মজিবর রহমান
আপনাদের মাঝে ভালই আছি ইন শাল্লাহ।
ছাইরাছ হেলাল
এক মাত্র আল্লাহ-ই আমাদের হেফাজতকারী।
জিসান শা ইকরাম
বসন্ত যে কতভাবে আসে তারই হিসেব রাখা কঠিন,
শীত কাল শেষ, বসন্ত তো আসবেই- তবে দেখতে হবে কার কাছে কিভাবে বসন্ত আসে।
আনুষ্ঠানিক ভাবে যদিও বসন্ত আসেনি, তারপরেও অনেকের কাছেই বসন্ত আগে ভাগেই চলে আসে,
টের পাইনা তো 🙂
ছাইরাছ হেলাল
উৎসাহী অনুরাগীদের কাছে বসন্ত হরহামেশাই আসে,
দিন তারিখের দরকার পড়ে না!!
কেউ কেউ টের পায় না তা যেমন সত্য, কেউ কেউ আবার চেপে-চুপেও যায়/রাখে।
যদিও দিন শেষ সব ই ফকফকা!!