বসন্ত নাকি এসে পড়েছে!

ছাইরাছ হেলাল ৭ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১০:২৭:১১অপরাহ্ন গল্প ৮ মন্তব্য

শুনলাম/শুনতে পাচ্ছি বসন্তের নূপুর ধ্বনি, উৎকৃষ্ট প্রকৃষ্ট প্রাকৃতিক নিয়ম মেনে/নিয়ম করে
যেমন আসে ফি বছর। আসুক।
দহরম মহরম হবে, হয়ত হয়েছে/হচ্ছে গভীরতম গোপনে কিছুটা প্রকাশ্যে, জনারণ্যেও জনেক জনেকে/অনেক অনেকে;
ঔচিত্য অনৌচিত্যেকে কলা (কাঁচা/পাকা) দেখিয়ে, গোমরা মুখে, কেলানো দাঁতে;
প্রজাপতি রঙ বাহারের ডানা দোলাবে, ফুলেরা গন্ধ দেবে/বিলোবে, প্রজাপতি গুঞ্জরিবে;

বসন্ত আসে নব নব রূপে, সবার জন্য নয়,
বিচিত্র শীতান্বেষী প্রেমিক প্রবরের জন্য মোটেই না!
বসন্তের কলায় ছলা থাকে, কুহকের বেশ থাকে, তবুও বসন্ত আসে।
অন্ধ চোখের বন্ধ্যা হৃদয়ে বসন্ত হাওয়া বহে ধীর লয়ে।
তিনশত তেত্রিশটি পদ্ম, লাল/নীল/বেগুনি সে চায়নি, চাইলেও তা পাবে না,
নিশ্চিত তা জানি, সেও জানে।

তবুও বসন্ত আসে,
ফী বছর, ঝাঁজ নিয়ে ঝাঁৎ করে না, চক্রাকারে বিরাশি বছর ধরে,
প্রযত্ন না মেনে, কঠিন-কুটিল দুর্দান্ত-জাদু-জটিল ফাঁদ এঁকে; সুপথে কুপথে;

৬৩৪জন ৬৩৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ