বরাবর এডমিন সোনেলা সমীপেষু

সঞ্জয় কুমার ১৪ জুন ২০১৪, শনিবার, ১১:৫১:২১পূর্বাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

জীবনের প্রথম বাংলা ব্লগ সোনেলাতেই লিখি ।

এখন কার লেখক এবং পাঠকরা যথেষ্ট সৃজনশীল মার্জিত চরিত্রের ।

এজন্যই সোনেলা কে এত বেশী ভাল লাগে ।

মাননীয় এডমিন সাহেব কে অনুরোধ করব আরও কিছু বিষয় এই ব্লগে এড করা যায় কি না এটা ভেবে দেখতে । যেমন

1) সর্বোচ্চ পঠিত

2) জনপ্রিয়

নামে আরও দুইটি ক্যাটাগরি এবং প্রতিটা লেখায় মন্তব্যের পাশাপাশি কতবার পড়া বা দেখা হয়েছে এটা প্রদর্শন করলে মনে হয় ভাল হত ।

বেশী বেশী বাংলা ব্লগিং করুন ।

সোনেলার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ।

৪৯৩জন ৪৯৪জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ