জীবনের প্রথম বাংলা ব্লগ সোনেলাতেই লিখি ।
এখন কার লেখক এবং পাঠকরা যথেষ্ট সৃজনশীল মার্জিত চরিত্রের ।
এজন্যই সোনেলা কে এত বেশী ভাল লাগে ।
মাননীয় এডমিন সাহেব কে অনুরোধ করব আরও কিছু বিষয় এই ব্লগে এড করা যায় কি না এটা ভেবে দেখতে । যেমন
1) সর্বোচ্চ পঠিত
2) জনপ্রিয়
নামে আরও দুইটি ক্যাটাগরি এবং প্রতিটা লেখায় মন্তব্যের পাশাপাশি কতবার পড়া বা দেখা হয়েছে এটা প্রদর্শন করলে মনে হয় ভাল হত ।
বেশী বেশী বাংলা ব্লগিং করুন ।
সোনেলার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ।
১৩টি মন্তব্য
প্রহেলিকা
Apnar sathe amio shompurno sohomot prokash korchi. Asha kori blog shonchalok bishoyti vebe dekhben.
Ovinondon. Lekha chaliye jan supriyo.
মশাই
নিঃসন্দেহে ভালো প্রস্তাবনা। আমারও সমর্থন।
আশা করবো ব্লগ কর্তৃপক্ষ যথা সম্ভব চেষ্টা নেবেন।সুন্দর একটি ব্লগ নির্বাহ করার জন্য কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ।
শুভ ব্লগিং।
ছাইরাছ হেলাল
অবশ্যই ভাল প্রস্তাব , আমিও বলি আপনার মতই ,এগুলো এ্যাড করলে মন্দ হয় না ।
তবে এখানে কেউ কারও লেখা পড়ে বলে আমার মনে হয় না ।
আপনি কি অন্যদের লেখা পড়ে মন্তব্য করেন ?
সঞ্জয় কুমার
অনেক সময় ব্যাস্ততার কারনে মন্তব্য করা হয় না । । পড়া হয় ঠিকই । । আর এজন্যই একটা লেখা কতবার পঠিত হয়েছে দেখা গেলে ভাল হত । । লেখক বা পাঠক বুঝতেন লেখাটা অন্তত কতজন পড়েছেন । ।
সঞ্জয় কুমার
মশাই এবং প্রহেলিকা আপনাদের কে ধন্যবাদ
জিসান শা ইকরাম
পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ ।
১। সর্বোচ্চ পঠিত ২। জনপ্রিয় এই ফিচারটির সুবিধা এবং অসুবিধা দুটোই আছে । সাধারনত দেখা যায় যে , পুরাতন এবং নিয়মিত ব্লগারগনের লেখা পঠিত হয় বেশি । নতুন ব্লগারদের লেখা কম পঠিত হয় । এত একজন নতুন ব্লগার হতাশ হতে পারেন । মুলত এই কারনে ” কতবার পঠিত ” এই ফিচারটি দেয়া হয়নি ।
তবে সর্বোচ্চ পঠিত এবং জনপ্রিয় ফিচার সোনেলায় দেয়ার চিন্তা করছি আমরা । যদিও নতুন ব্লগারগন এতেও হতাশ হতে পারেন । তাঁর লেখাই সবচেয়ে বেশী জনপ্রিয় হবে , যিনি অন্যের লেখাও পড়েন এবং মন্তব্য দেন ।
জিসান শা ইকরাম
একজনে পাঠক মন্তব্য করার পরে দেখুন , মন্তব্যের নিচেই আছে ” জবাব ” । এই জবাব এ ক্লিক করে আপনার উত্তর লিখুন এবং সেন্ড করুন । তাহলে সবাই যার যার জবাব পাবেন । আপনি জবাব দিচ্ছেন ” মন্তব্য করুন ” এ ক্লিক করে ।
শুভ কামনা ।
সঞ্জয় কুমার
ঠিক বলেছেন
জিসান শা ইকরাম
এবার হয়েছে ।
ওয়ালিনা চৌধুরী অভি
এমন হলে ভালোই হয় ।
শুন্য শুন্যালয়
আমি আসলে জিসান ভাইয়ের সাথে একমত. প্রথমে আমিও আপনার মতো চেয়েছিলাম কিন্তু দেখুন জিসান ভাইয়ের কথা কিন্তু ঠিক.লাইক অপশন চেয়েছিলাম কিন্তু শেষে না আবার ফেসবুকের মতো না পড়েই সবাই লাইক দেয়া শুরু করে. ব্যস্ততার জন্য সময় না পেলে পোস্ট যখন পড়ছিই কস্ট করে একটা দুইটা শব্দ কিন্তু চাইলেই আমরা মন্তব্যে দিতে পারি. এতে সবাই উতসাহ পাবে কারণ এখানে নতুনদের সংখ্যাই বেশি. আমার চাওয়া অবশ্য নোটিফিকেশন এবং প্রিয় অপশন চালু হোক, এই সুযোগে জানিয়ে দিলাম. 🙂
সঞ্জয় কুমার
ধন্যবাদ আপনাকে
শাহ আলম বাদশা
সহমত, আমিও এখানে এসে এ সমস্যা ফেস করছি—এসব প্রস্তাব জরুরিভিত্তিতে চালু কোরা দরকার–