সুসময়ের প্রিয় বন্ধু,
অসময়ে করে শত্রুতা!
স্বার্থ ফুরিয়ে গেলে,
ভুলে যায় বন্ধুত্বতা।
কতো ছিল আপনজন–
সামনে আগে পিছে।
সবাই হলো স্বার্থপর,
আসলে দুনিয়াটাই মিছে!
একসময় প্রাণের বন্ধু,
কতো আশ্বাস দেয়!
দুঃসময়ে সেই বন্ধু,
মুখ ফিরিয়ে নেয়!
বন্ধুর মতো বন্ধু
কয়জন আছে হায়!
সবাই বন্ধু বন্ধু–
মুখে বলে যায়!
বন্ধু শব্দের অর্থ
যদি হয় সখা,
তা-কি দিয়েছে কাউকে–
প্রিয়জন হয়ে দেখা?
সুহৃৎ, প্রণয়ী, হিতৈষী;
বন্ধু হয় স্বজন,
বাঁধতে কি কেউ পেরেছে–
এমন বন্ধুত্বের বাঁধন?
বন্ধু মানে একমন,
যাকে বলে প্রিয়জন!
বন্ধু, হইও না বন্দুক,
হইও মনের মতন!
ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে।
২৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
বন্ধুর মত বন্ধু খুবই কম পাওয়া যায়,
বাস্তব ভিত্তিক লেখা,
ভালো লেগেছে।
নিতাই বাবু
মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় গুরুতুল্য দাদা।
ছাইরাছ হেলাল
সময়োত্তীর্ণ বন্ধুত্ব এক কথাই নাই হয়ে গেছে,
প্রকৃত বন্ধুদের সাথে হয় নাকো দেখা।
তবুও বন্ধু আছে, বন্ধুত্ব হয়।
নিতাই বাবু
স্বার্থহীন একজন বন্ধু আজ অবধি পেলাম না তো! তবে অনেক বন্ধু আছে। বান্ধব আমার নেই দাদা।
ছাইরাছ হেলাল
সত্যি-বন্ধু একদিন ঠিক-ই পেয়ে যাবেন।
মোঃ মজিবর রহমান
বন্ধু বন্ধুই যদি হই মনের মত , হই সু ও দু সময়ের, থাকে পাশে সদা।
আরো লেখা চাই।
নিতাই বাবু
নিজের এলাকায় আর নিজের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের মাঝে যারা আছে, তাঁদের চেয়ে বেশি প্রিয় এব ঘনিষ্ঠ আমার অনলাইনে পরিচিত বন্ধুরা। একমাত্র তাঁরা-ই আমার দুঃখসুখের খোঁজখবর নিয়ে থাকে দাদা। তাঁদের মধ্যে আপনিও কিন্তু একজন সম্মানিত ব্যক্তি।
মোঃ মজিবর রহমান
দাদা আমার সাধ্য অনুযায়ী আপনি আমার খুব নিকট মনের একজন। ভাল বাসা রইল।
প্রদীপ চক্রবর্তী
বাস্তবতার নিরিখে লেখনী।
বেশ ভালো লাগলো দাদা।
নিতাই বাবু
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
তৌহিদ
বন্ধু শব্দটাই এখন আর সেই ভারত্ব বহন করেনা। এর জন্য আমাদের সামাজিকতা, মানসিকতা দুটোই দায়ী। বন্ধুর মত বন্ধু খুঁজে পাওয়া মুশকিল।
ভালো লিখেছেন দাদা।
নিতাই বাবু
আমি নিজে কেমন! তা একটু অনুভব করতে পারলেই প্রিয় বন্ধুদের মনোভাব বুঝতে পারবো বলে আশা করি। আমি নিজেই তো কারোর বন্ধু হতে পাড়লাম না। তা হলে আমি পাবো কী করে?
তৌহিদ
ভালো বলেছেন দাদা। ধন্যবাদ।
মনির হোসেন মমি
বন্ধু মানে একমন,
যাকে বলে প্রিয়জন!
বন্ধু, হইও না বন্দুক,
হইও মনের মতন!
বন্ধু এমনি হওয়া উচিত। ভাল লিখেছেন।
নিতাই বাবু
আপনার সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে থাকলো এক সাগর ভালোবাসা।
আশা করি ভালো থাকবেন সবসময়।
সঞ্জয় মালাকার
বন্ধু শব্
সঞ্জয় মালাকার
বন্ধু শব্দের অর্থ যদি হয় সখা
তা- কি দিয়েছে কাউকে প্রিয় জনের দেখা।
বাস্ত কথা অনেক ভালো লিখেছেন দাদ
শুভ কামনা 🌹🌹
নিতাই বাবু
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
নিতাই বাবু
???
নাজিয়া তাসনিম
বন্ধু হওয়ার জন্য দুজনের মধ্যে সবচেয়ে বেশি যেটি দরকার তা হল মনের মিল, মনের মিল নিয়ে বন্ধুত্ব গড়ে উঠলে ভাঙ্গার সম্ভবনাও থাকে কম।
সুন্দর পোস্ট।
নিতাই বাবু
মূল্যবান মন্তব্য দানে অনুপ্রাণিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবা।
আরজু মুক্তা
সেই বন্ধুকে মিস করছি ভীষণ!
শাহরিন
সব গুলো শব্দই বাস্তব। আমার কোন বন্ধু নেই, বন্দুকও নেই।