বন্ধন!

মোঃ মজিবর রহমান ২৬ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৭:০০:০৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

রক্ত সম্পর্ক নয়ত সম্পর্ক, ক্ষনিকের মায়া, আবেগ ভালোলাগা, ভালোবাসা মিটায় প্রত্যাশা, কতদিন, কতক্ষন! এই ভালোবাসা জন্ম হইতে জন্মান্তর। কিন্তু আমরা কি কেউ কারো হইতে রাখি প্রত্যাশা!
জন্ম-সৃষ্টির জন্মদাতা সব দিয়েও সব থেকে বঞ্চিত করেন! স্থায়িত্ব কতক্ষন!
এই ধরার সকল বন্ধন ক্ষনস্থায়ী। সংগে কি আছে কিই বা যাবে জানি কি কেউ? সকল বিশ্বাস রাখি তার উপর। এই তো সৃষ্টির মায়াজাল। আসে আর যায়। সব খবর তার কাছে।

পৃথিবী চিরস্থায়ী না, সকল মানুষ অবগত। তারপর ও আমরা চিরস্থায়ী অবিনশ্বর হয়ে থাকার বন্দোবস্ত করি। তাই গড়ি ইমারত, ধন সম্পদ, আগমনি সন্তানের ভবিষ্যৎ। কিন্তু কোন ব্যাক্তি কি শিউর দিতে পারবে আগামি এক মুহুর্ত পর এটা আমার ব্যাবহার যোগ্য ? না না না। এটাই আসবে উত্তর।

তবুও কেন বড়াই!!!!

কেনই বা এতো জমানো ইচ্ছে!!!

হে আল্লাহ, হে ইশ্বর, হে ভগবান,মানুষ তোমার সৃষ্টির অমুল্য অবদান।

১১৫৪জন ১০১৮জন

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ