বঞ্চনা
বড় ছলা কলা জানো তুমি
ছলনার ছলে ছল করে যাও তুমি।
তোমার ছলনা পারিনা বুঝিতে
ওগো ছলনাময়ী।
ছলনার ছলে কত আর রবে
ছলনার খেলা কবে বন্ধ হবে?
শীতল হাওয়ায় হিমেল পরশে
দখিনা বাতাসে মন যে কবে জুড়া বে।
ছলা কলা শেষে বসন্তের নব
কুহ কুহ ডাকে
জীবন উদ্যানে কত ফুল ফুটে
ছলনাতেই অকালে ঝরে পড়ে।
আনন্দ মুখর শোভিত সুন্দর
ছলনার ভুলে যাবে অবহেলায় ডুবে।
কবে?
কবে, বুঝবে ওগো তুমি
নিজেকে বুঝতে না পারার
ছলনার ভুলে নিজের বঞ্চনা।
১১.৪৯pm,১৬-০৯-১৩
৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
একদিন বুঝবে ঠিকই
জি.মাওলা
যখন বুজবে তখন আর লাভ হবে না
আদিব আদ্নান
ছলনার ছল এড়িয়ে গেলেই হয় ।
জি.মাওলা
ছলা কলা বুঝেও যে কিছু করার থাকে না!
ছাইরাছ হেলাল
সাহসী হোন ,
কলা এড়িয়ে চলুন ।
খসড়া
জাগো বঞ্চিত নিপিরিত নির্যাতিত জাগো।
রকিব লিখন
ভাইয়া, তার আর বোঝার দরকার নাই।। আপনে অন্য লাইন ধরেন।।