বজ্রের কুই কুই

ছাইরাছ হেলাল ১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ০৭:১৬:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

হঠাৎ বজ্রের বজ্র হুংকারে/চিৎকারে
বাজের চোখ-ধাঁধানো ঝলকে/বলকে
বিস্ময়ে বিস্মিত হয়েছি;

গোত্তা খেয়ে/মেরে ত্রিশূল ফাঁদে আটকে যেতে দেখেছি,
থেকে-থেকে দেখে-দেখে চোখের মাঝে আঁটকে পড়েছি;
বিস্ময়ের চমকে-ঠমকে থমকে গেছি,
বাক হারা হানি।

হুট-হাট বজ্র আর ত্রিশূলের বিযুক্ততা থেকে
যুক্ততা দেখছি, চোখের পলকে, যখন তখন;
দপ করে নিভে যাওয়া নেতিয়ে পড়ে কুই কুই করা
আকস্মিক কিন্তু অমোঘ পরিণতি
তাও;

হায় ত্রিশূল
হায় বাজ!!

চুব খেয়ে ডুবে যাওয়া
আলুথালু উদ্বাহু-তায় খামচে ধরা,
শব্দ-আলো কেলির অকস্মাৎ হারিয়ে যাওয়া
সুনসান নীরবতা;

=================================================

ত্রিশূল—সুউচ্চ অট্টালিকার মাথায় বসানো সূচালো ত্রিমুখী/বহুমুখী ধাতু শলাকা, যা বজ্র নিরোধ করে, (Lightning Arrestor)

৪৬৯জন ৪৬৯জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ