বাংলাদেশী অনেক হিম্মতওয়ালা ফেসবুকারদের ফেসবুক অথরিটি যেনো গোনতাতেও ধরছেনা। ফেসবুক তার কমিউনিটি স্ট্যান্ডার্ডে সবসময় একপেশে মনোভাব পোষণ করছে। জাকারবার্গরে এই কথা বলতে বলতে মুখে ফেনা তুলেও কোন কাজ হচ্ছেনা দেখে হয়তো দেশী ফেসবুকার ভাই ব্রাদারেরা দারুণ এক ফন্দি এঁটেছে।
অন্যান্যদের খবর জানিনা তবে আমার লিস্টের অনেকেই মার্ক মামুর প্রোফাইল ঘেটে তার পোস্টে এমনসব মন্তব্য করছেন যেগুলোকে ঠিক গালি বলে সে ধরতেও পারবেনা। আবার গুগল ট্রান্সলেটর ব্যবহার করে খুববেশী হলে হয়তো বুঝবে এদেশীয় শুভাকাঙ্ক্ষীদের তীরের খোঁচাটা আসলে বন্ধুসুলভই ছিলো।
দু’একটা নমুনা শোনেন। তার বার্গার খাওয়া পোষ্টে ভাইয়েরা মন্তব্য করেছে – বার্গার কি বাংলাদেশী ফুডপান্ডা থেকে অর্ডার দেয়া বাবু?
আরেকজন বলেছে- যেমন শুটকি বার্গার তেমন শুকনা শরীর। যেন মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই!
তার জন্মসালের পোষ্টের পোষ্টকৃত তারিখ দেখাচ্ছিলো ১৯৮৪। বললাম ভায়া ৮৪ সালে কি ফেসবুক এসেছিলো?
আরেকজন বলেছে- দুনিয়ায় জন্ম নিয়েই পোষ্ট দিছেন ভাই?
অন্যজন মন্তব্যে বলেছে- জন্ম নিয়েই আকাম করছস মামা, ফেসবুকে কত পাপ কামাইতাছি তার হিসাব আছে? সবগুলার ভাগীদার তুই।
একজন বলেছে- এইচবিডি বেইবী!
কিছুক্ষণ আগে দেখলাম সেই পোষ্টের পোষ্টকৃত তারিখ সে পরিবর্তন করেছে। বললাম- আজ শুধু নিজের সম্পত্তি বলে!!
সেখানেও একজন মন্তব্য করেছে- ব্যাটা জোচ্চোর! নগদে পল্টি নিলি মামা?
আরো আছে। ক’জন রমনীর সাথে ব্রীজে মর্নিং ওয়াক করার ছবিতে একজন বলেছে – গরীবের ওকা ভাই।
একজন বলেছে- ভাই হাতিরঝিলে কবে এসেছিলেন?
আমি বললাম- মামা দেশী ফুচকা খাইবা? গুলশান লেকের পানি মিক্সড আছে, প্রব্লেমটি নট!
এসব দেখে হাসতে হাসতে পেটে খিল ধরেছে। বাংলাদেশে একমাত্র ফেসবুককে ব্লক করে না দেয়া পর্যন্ত এই প্যারা তাকে খেতেই হবে। দেশে যে পরিমান অনলাইন বিজনেস হয় আর ফেসবুক যে মোটা রেভিনিউ পায় তাতে সার্ভিস বন্ধ করার চিন্তা সে কল্পনাতেও করবেনা নিশ্চিত।
ব্রাভো ভাইলোগ! ফেসবুক এইবার বুঝবে দেশী বয়েজ কি চীজ! ফেসবুক আমাদের এটেনশন না দিয়ে যাবে কই!
১৭টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
রম্য ভালো হয়েছে। জন্ম নিয়েই ফেসবুক চালাচ্ছ মামা!!!
আরও রম্য চাই। শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
আপনিও ভালো থাকুন, শুভেচ্ছা জানবেন।
মনির হোসেন মমি
আমারে সতর্ক করেছে একটি কমেন্টসের কারনে।আমি ওর বিরুদ্ধে মামলা করুম।কী কন ভাই।রম্য ভাল হয়েছে।
ছাইরাছ হেলাল
আই-ছি-টি এ্যাক্টে মামলা দেন, হেবি হাত পা ধরা-ধরি শুরু করে দিবে!!
তৌহিদুল ইসলাম
উপযুক্ত আইডিয়া! আইসিটি আইন মামলায় মার্ক মামু কট! ☺
মনির হোসেন মমি
তার আগে আমাকেই কট করে দিবে মামু।মামু বহুত হক্তিশালী।ধন্যবাদ।
তৌহিদুল ইসলাম
এক্কেরে মামলা ঠুকি দেন। মামা বাড়ির আবদার পেয়েছে সে!
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
ফেসবুকে মানুষ খালি খালি চাকুরি নেয় না, বহুৎ কামকাইজ করতে হয় দেখছি।
জুকারবার্গ খলি দ্যাহে আর দ্যাহে, কান্দে খুব!! বুকটা ফাইট্টা যায়।
তৌহিদুল ইসলাম
ফেসবুকে যত কাজ মানুষ বাস্তবে এত সময় একে অন্যকে দিলে অসাধ্যসাধন হতো। কিন্তু ফেবু’র মোহে পড়েছি আমরা যে!
জাকারবার্গ কান্দে তয় খুশিতে। কম ট্যাহা কামাইতে আছে?
আরজু মুক্তা
ফেচবুক হিস্ট্রি ভালোই হইছে। জুকার বার্গ স্বপ্নে দেখছে কেনো বানাইলাম ফেসবুক। ওদিকে বাংলাদেশিরা বললো বানায়া কী ভালো কাজ করেছো।
রম্য কিন্তু আরও চাই।
শুভ কামনা ভাই
তৌহিদুল ইসলাম
ফেসবুকে যে কত জোকারি হয় নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। দিনের অনেকটা সময় নির্বিঘ্নেই কেটে যায় ফেসবুকে। রম্য আসছে।
শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
রম্যের ছলে ফেসবুক নিয়ে ভালো ই একহাত নিলেন। এসব আবাল বাঙালি আর জীবনেও মানুষ হইবো না। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
তৌহিদুল ইসলাম
ফেসবুকে মাঝেমধ্যে কিছু কান্ড দেখে রাগ লাগে। তবে হাসি মনের জন্য ভালো তাই নিজেও মাঝেমধ্যে মজা নেই। সমস্যা হল আমরা যখন অজায়গায় মজা করি অনেক বুঝতেও পারিনা কোন জায়গায় কেমন মন্তব্য করা উচিত, কেমন মন্তব্য করা উচিত নয়। সবার বোধোদয় হোক।
শুভকামনা আপু
সাবিনা ইয়াসমিন
ফেসবুক আছে বলেইতো এত কিছু দেখতে/জানতে আর এত এত হাসতে পারলেন! অর্থনৈতিক কারন তো আছেই, তার সাথে আরেক কারণ হলো ফেসবুক আমাদের দেশে ব্লক করে দিলে তার উপর শাপ লাগবে।
অনেকদিন পর আপনার রম্য পড়লাম।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদুল ইসলাম
বিশ্বাস করুন আপু আমার তো মনে হয় এদেশে ফেসবুক বন্ধ করে দিলে অর্ধেক ফেসবুকার দম বন্ধ হয়ে মারা যাবে। আর এই সুযোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। জীবনেও ফেসবুক বন্ধ করবে না। তারা জানে বাঙালির ফেসবুক ছাড়া চলেই না।
শুভকামনা আপু।
পপি তালুকদার
আহারে ফেসবুক! এ-র আর কত কিচ্ছু করবার বাকি!
রম্যটা ভালো লাগলো ভাইয়া।
তৌহিদুল ইসলাম
ফেসবুক অনেকের কাছে রং ঢং এর জায়গা। আমার মোটেও পছন্দ হয়না অনেকের এই অযাচিত হাসি তামাশা করার বিষয়টি। মজা করবো আনন্দ করবো ঠিক আছে, তবে তা জায়গা ভেদে করা উচিত এটা সবাইকে বুঝতে হবে।
শুভকামনা আপু।