ফেসবুক রম্য

তৌহিদুল ইসলাম ১৭ এপ্রিল ২০২১, শনিবার, ১০:১৪:২৬অপরাহ্ন রম্য ১৭ মন্তব্য

বাংলাদেশী অনেক হিম্মতওয়ালা ফেসবুকারদের ফেসবুক অথরিটি যেনো গোনতাতেও ধরছেনা। ফেসবুক তার কমিউনিটি স্ট্যান্ডার্ডে সবসময় একপেশে মনোভাব পোষণ করছে। জাকারবার্গরে এই কথা বলতে বলতে মুখে ফেনা তুলেও কোন কাজ হচ্ছেনা দেখে হয়তো দেশী ফেসবুকার ভাই ব্রাদারেরা দারুণ এক ফন্দি এঁটেছে।

অন্যান্যদের খবর জানিনা তবে আমার লিস্টের অনেকেই মার্ক মামুর প্রোফাইল ঘেটে তার পোস্টে এমনসব মন্তব্য করছেন যেগুলোকে ঠিক গালি বলে সে ধরতেও পারবেনা। আবার গুগল ট্রান্সলেটর ব্যবহার করে খুববেশী হলে হয়তো বুঝবে এদেশীয় শুভাকাঙ্ক্ষীদের তীরের খোঁচাটা আসলে বন্ধুসুলভই ছিলো।

দু’একটা নমুনা শোনেন। তার বার্গার খাওয়া পোষ্টে ভাইয়েরা মন্তব্য করেছে – বার্গার কি বাংলাদেশী ফুডপান্ডা থেকে অর্ডার দেয়া বাবু?

আরেকজন বলেছে- যেমন শুটকি বার্গার তেমন শুকনা শরীর। যেন মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই!

তার জন্মসালের পোষ্টের পোষ্টকৃত তারিখ দেখাচ্ছিলো ১৯৮৪। বললাম ভায়া ৮৪ সালে কি ফেসবুক এসেছিলো?

আরেকজন বলেছে- দুনিয়ায় জন্ম নিয়েই পোষ্ট দিছেন ভাই?

অন্যজন মন্তব্যে বলেছে- জন্ম নিয়েই আকাম করছস মামা, ফেসবুকে কত পাপ কামাইতাছি তার হিসাব আছে? সবগুলার ভাগীদার তুই।

একজন বলেছে- এইচবিডি বেইবী!

কিছুক্ষণ আগে দেখলাম সেই পোষ্টের পোষ্টকৃত তারিখ সে পরিবর্তন করেছে। বললাম- আজ শুধু নিজের সম্পত্তি বলে!!

সেখানেও একজন মন্তব্য করেছে-  ব্যাটা জোচ্চোর! নগদে পল্টি নিলি মামা?

আরো আছে। ক’জন রমনীর সাথে ব্রীজে মর্নিং ওয়াক করার ছবিতে একজন বলেছে – গরীবের ওকা ভাই।

একজন বলেছে- ভাই হাতিরঝিলে কবে এসেছিলেন?

আমি বললাম- মামা দেশী ফুচকা খাইবা? গুলশান লেকের পানি মিক্সড আছে, প্রব্লেমটি নট!

এসব দেখে হাসতে হাসতে পেটে খিল ধরেছে। বাংলাদেশে একমাত্র ফেসবুককে ব্লক করে না দেয়া পর্যন্ত এই প্যারা তাকে খেতেই হবে। দেশে যে পরিমান অনলাইন বিজনেস হয় আর ফেসবুক যে মোটা রেভিনিউ পায় তাতে সার্ভিস বন্ধ করার চিন্তা সে কল্পনাতেও করবেনা নিশ্চিত।

ব্রাভো ভাইলোগ! ফেসবুক এইবার বুঝবে দেশী বয়েজ কি চীজ! ফেসবুক আমাদের এটেনশন না দিয়ে যাবে কই!

৬৬০জন ৫৭৬জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ