ফেল উপরি যতসব অকল্যাণ।

মোঃ মজিবর রহমান ৬ নভেম্বর ২০১৬, রবিবার, ১০:২১:৩১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

খোদার ঘরে নালিশ করা ছাড়া নাহি কোন উপায়
শালার রাজনিতির গুষ্টি কিলায়।
ঠেলা ঠেলি দোষা দোষী করে একে অপরে
সন্তান মোর মায়ের আমার ভাই বোনেরা মরে।
আমার ধর্ম মানবতা আমার ধর্ম মানুষের।
ধর্ম কি কচু পাতা উপরের বারি
ঝাকিতেই ধর্ম উপরি ফেলি।
মানুষ মেরে হবে ধর্মের প্রসার!
মানুষে মানুষে হও বাঁধন
তবেই হবে ধর্মের ফসলে ফলন।

তুলে ফেল যতসব অকল্যাণ আর অমঙ্গল জাতিস্বরের জন্য।

 

 

চিন্তাভাবনা করার সময় খুব কম তাই মাথায় জা আসে তাই করি । ভাল না লাগলে  ক্ষমা চাই।

 

৪০৬জন ৪০৬জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ