ফিরে এসে ফিরে পাওয়া

ছাইরাছ হেলাল ২৩ জুলাই ২০১৭, রবিবার, ০৬:২৯:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

আমার অপেক্ষার ঝাউ-বন মধ্যরাতেও ফাঁকা
হাঁসফাঁস জল-ডোবা জ্যোৎস্নায়, এখন
আমার ভালোবাসা ছায়াহীন অশরীরী,
আর্য-অনার্য ভুলে সোঁদাদগন্ধময়তায়;
এ-কী!!
সত্যি সত্যিই প্রেম, প্রীতি না ভালোবাসা-বাসি !!
প্রাসাদ সিঁড়ি, নিপীড়িত ক্রীতদাস, খানা-খন্দের সবুজ ঘাসে
বিনম্র কবিতার মত একরাশ অপেক্ষার-উচ্ছ্বাসে!!

ছোট-বড় ঝড়-নদী পেরিয়ে, নকশী কাঁথায় মুড়িয়ে,
গলা জড়িয়ে, গুটিসুটি করে পড়ে ফেললাম দু’জনকে দু’জনে
প্রতিটি অক্ষর-লাইন থেকে ক্রমান্বয়ে পুরো বই-ই।

ময়ূর-প্রশান্তির মত পৃথিবী নামক গ্রহটি ছোট নিতান্তই;
জোড়া-মুখে কুলুপ এঁটে পুড়িয়ে ফেলি কিছু সিগারেট
এবারে, একত্রে-একসাথে;
অত্যন্ত অসুখী-দুশ্চিন্তা ঝেরে শতত-উত্তেজিত আবেগ প্রণয়ে
বিস্মৃতি-হীন অতি-চেনা আগন্তুক,
এসো পুঞ্জিভূত আমার নিটোল যমুনা স্রোতে;
অনচ্ছ চাঁদ লুকাও এবার, আমরা এখন এখানে।

ধুম্র সুন্দরী —–

“Doubt thou the stars are fire,
Doubt that the sun doth move”

যাত্রী ——

“Doubt truth be a lire
But never doubt I love”

************************************************************
ইতিহাসের ধুম্র-সুন্দরীর বয়ান……..৪

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ