ফানুশ

নীরা সাদীয়া ২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৭:৪৬:৩২পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

#ফানুশ
নীরা

এলোমেলো আর শূণ্যতা ভরা পিচঢালা এই রাস্তা
ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় শহুরে জীবন সস্তা!
আমার হয়েছে যে কী
কি করে তা বলি…
একদিন সব ঘুচে যাবে আর মুছে যাবে সব স্মৃতি
কোলাহলে ঘেরা পথে প্রান্তরে নিভে যাবে সব বাতি।
বারবার মনে তাড়া করে ফেরে
কি করে তাদের ভুলি…
কাগজের ঠোঙা বাতাসে ওড়ে,আকাশে মেঘের ছায়া
ফানুশরূপী মানুষগুলো আদতে বেহায়া
কি করে আঁকি তাদের ছবি
কি করে ভেজাই তুলি…
নেই লজ্জা মিছে সজ্জা কাঠঠোকরার মত
জীবন তাদের সাজিয়েছে যেমন রঙিন ফানুশ যত।
তারা যে চোখে পরেছে ঠুলি
কি করে চোখ খুলি…

আমি কি করে তাদের বলি?
আমি কি করে সব ভুলি?

১৯/০২/২০

৫১৬জন ৪৪৭জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ