#ফানুশ
নীরা
এলোমেলো আর শূণ্যতা ভরা পিচঢালা এই রাস্তা
ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় শহুরে জীবন সস্তা!
আমার হয়েছে যে কী
কি করে তা বলি…
একদিন সব ঘুচে যাবে আর মুছে যাবে সব স্মৃতি
কোলাহলে ঘেরা পথে প্রান্তরে নিভে যাবে সব বাতি।
বারবার মনে তাড়া করে ফেরে
কি করে তাদের ভুলি…
কাগজের ঠোঙা বাতাসে ওড়ে,আকাশে মেঘের ছায়া
ফানুশরূপী মানুষগুলো আদতে বেহায়া
কি করে আঁকি তাদের ছবি
কি করে ভেজাই তুলি…
নেই লজ্জা মিছে সজ্জা কাঠঠোকরার মত
জীবন তাদের সাজিয়েছে যেমন রঙিন ফানুশ যত।
তারা যে চোখে পরেছে ঠুলি
কি করে চোখ খুলি…
আমি কি করে তাদের বলি?
আমি কি করে সব ভুলি?
১৯/০২/২০
১৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“একদিন সব ঘুচে যাবে আর মুছে যাবে সব স্মৃতি
কোলাহলে ঘেরা পথে প্রান্তরে নিভে যাবে সব বাতি।“
এটাই বাস্তবতা
জুড়ে আছে জীবনের পাতা।
ভালো লাগলো। শুভ কামনা।
নীরা সাদীয়া
আপনাদের ভালো লেগেছে জেনে আমি ধন্য। কমেন্ট করে মতামত জানিয়েছেন তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক ভালো থাকবেন। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ফানুসরূপী মানুষগুলো আসলেই বেহায়া। একদিন সব স্মৃতি মুছে যাবে তবুও কত মিথ্যে রঙ তামাশা। ধন্যবাদ আপু খুব সুন্দর হয়েছে কবিতা। শুভ সকাল
নীরা সাদীয়া
মানুষগুলো কতটা যে বেহায়া…
কী করে বোঝাই!
অনেক ভালো থাকবেন। শুভ কামনা।
ত্রিস্তান
বাহ কবিতা তো এমনই হওয়া উচিত। ভালো লাগলো খুব।
নীরা সাদীয়া
আপনাদের ভালো লেগেছে জেনে আমি ধন্য। কমেন্ট করে মতামত জানিয়েছেন তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক ভালো থাকবেন। শুভ কামনা রইলো।
ফয়জুল মহী
চমৎকার
ভালো লাগলো ।
নীরা সাদীয়া
আপনাদের ভালো লেগেছে জেনে আমি ধন্য। কমেন্ট করে মতামত জানিয়েছেন তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক ভালো থাকবেন। শুভ কামনা রইলো।
হালিম নজরুল
সুন্দর কবিতা
নীরা সাদীয়া
আপনাদের ভালো লেগেছে জেনে আমি ধন্য। কমেন্ট করে মতামত জানিয়েছেন তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক ভালো থাকবেন। শুভ কামনা রইলো।
জিসান শা ইকরাম
যারা চোখে ঠুলি পরেছে, তারা আর সঠিক ভাবে কিছুই দেখতে পাবে না।
সুন্দর কবিতা।
শুভ কামনা।
নীরা সাদীয়া
একদম ঠিক বলেছেন।
আপনাদের ভালো লেগেছে জেনে আমি ধন্য। কমেন্ট করে মতামত জানিয়েছেন তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক ভালো থাকবেন। শুভ কামনা রইলো।
বন্যা লিপি
ঠুলি পরা চোখ বাড়ছে দিন দিন।এটাই বাস্তবতা। অনেকদিন পরে এলেন। শুভ কামনা।
নীরা সাদীয়া
ঠিক তাই।।
আপনাদের ভালো লেগেছে জেনে আমি ধন্য। কমেন্ট করে মতামত জানিয়েছেন তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক ভালো থাকবেন। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
একদিন সব ফুরিয়ে যায়। অতীত, বর্তমান, অদেখা ভবিষ্যৎ, সব নিঃশেষ হয়ে যায়। তবুও ফানুসরুপি, দেখতে প্রায় মানুষেরই মত অমানুষ গুলো নির্বিকার হয়ে থাকে। জীবন্ত মানুষেরা এদেরকে দেখার ভয়ে চোখ বন্ধ করে রাখতে চায়। কিন্তু পারে না 🙁
তুমি খুব ভালো লেখো নীরা।
নিয়মিত এসো, আমাদেরও ভালো লাগে তোমার সান্যিধ্যে পেতে।
শুভ কামনা 🌹🌹
নীরা সাদীয়া
আপনাদের সান্নিধ্য পেলে আমারও ভালো লাগে।
অনেক ভালো থাকবেন। শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
স্মৃতিগুচ্ছ বেদনার। ভোলা যায়না।
নীরা সাদীয়া
সত্যিই তাই।
শুভ কামনা জানবেন