
দীপশিখার সোনালি আলোর হাতছানিতে
আগুন রঙা শিমুলের ফাঁক গলে
বাগানবিলাসের মাধুর্য বিলাসিতায়,
ফাগুন এসেছে মায়াডোরের আলিঙ্গনে।
কৃষ্ণচূড়ার আড়ালে, মেঠোপথের বাঁকে
নিঃসঙ্গ দুপুরের আলসেমিতে কিংবা
নতুনের প্রস্ফুটিত সুর মূর্ছনায়,
ফাগুন এসেছে ক্লান্ত দেহের উচ্ছ্বাসিত প্রাণে।
বিরহী কোকিল কোকিলা কুহুতান ব্যঞ্জনে
সকাল-সন্ধ্যার ব্যস্তানুপাতিক অক্ষমতায়
গেরুয়া বসনে অপেক্ষার বাউল গানে,
ফাগুন এসেছে বাতায়নবর্তিকার সরব জয়ধ্বনিতে।
ব্যাস্ততাকে দূরে ঠেলে, সোনেলার পেলব বদান্যতায়
ফাগুন কবিতার উন্মুক্ত আহ্বানে
শতবর্ষী আয়ুর অলিখিত আশীর্বাদ প্রাপ্তিতে,
ফাল্গুনী এসেছে উদীত নক্ষত্রের নতুন বারতায়।
— ব্লগার সুপর্ণা ফাল্গুনীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
৩১টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
কি সুন্দর লেখনীতে জন্মদিনের শুভেচ্ছা বার্তা।
বেশ ভালো লাগলো,দাদা।
.
শুভ জন্মদিন দিদি।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। নিরন্তর শুভকামনা রইলো
তৌহিদ
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময়।
বোরহানুল ইসলাম লিটন
শুভ জন্মদিনে অনন্য শুভেচ্ছা নিবেদন।
ফাগুনের রঙ রাঙিয়ে দিক প্রতিটি অন্তর
শুভ কামনায় আন্তরিক শুভেচ্ছা একরাশ।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
ধন্যবাদ ভাই, শুভকামনা আপনার জন্য।
সুরাইয়া নার্গিস
ভাইয়া চমৎকার একটা লেখা পড়ে সত্যি মুগ্ধ হলাম, ফাল্গুনের কবিতা হৃদয় রাঙিয়ে দিল।
অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা রইল। শতবছর বেঁচে থাকুন, দোয়া রইল।
শুভ জন্মদিন দিদিভাই
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। সোনেলার সবার ভালোবাসায় সিক্ত হই বারবার। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
তৌহিদ
আপনিও ভালো থাকুন সবসময় আপু। শুভকামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
তৌহিদ ভাই আপনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনাদের এমন ভালোবাসার যোগ্য সম্মান যেন সবসময় দিতে পারি ঈশ্বরের কাছে এই প্রার্থনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
তৌহিদ
সহ ব্লগার হিসাবে আপনি অনন্য। আপনার লেখা হৃদয় নাড়া দিয়ে যায়। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। এভাবেই সাথে থাকুন সবসময়।
আরজু মুক্তা
ফাগুনের ফাল্গুনীর জন্মদিন আজ যতো শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুটেছে। সব তার জন্য।
শুভকামনা দিদি।
ভালো থাকবেন মুখের স্মিত হাসি নিয়ে।
সুপর্ণা ফাল্গুনী
এতো সুন্দর করে শুভকামনা জানালেন যে মনটা ভরে উঠলো আপু। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরন্তর শুভকামনা
তৌহিদ
ধন্যবাদ আপু, শুভকামনা জানবেন।
মনির হোসেন মমি
বাহ্।ভাইটির জবাব নেই।কত সুন্দর একটি কবিতায় বোনটির জন্মদিনের শুভেচ্ছা জানালেন।এ কেবল আপনার দ্বারাই সম্ভব।
শুভ জন্মদিন প্রিয় ব্লগার আপু।ভাল থাকুন সুস্থ থাকুন বেচে থাকুন হাজারো বছর।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই ভাইটির কোনো জবাব নেই। এমন শুভেচ্ছা ও শুভকামনা পেলে মনটাই আবেগ আপ্লুত হয়ে পড়ে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকুন সব সময়।
ছাইরাছ হেলাল
ফাগুন সুন্দর করেই ধরা পড়েছে লেখাটিতে।
ফাগুনের ফাল্গুনী শুভেচ্ছা আমরাও জানাচ্ছি।
থাকুক তা চির অম্লান।
সুপর্ণা ফাল্গুনী
একদম, ফাগুন যেন ফাল্গুনীকে রাঙিয়ে দিলো এতো সুন্দর লেখনীতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ রাত্রি
তৌহিদ
অনেক ধন্যবাদ ভাইয়া। কৃতজ্ঞতা অশেষ।
জিসান শা ইকরাম
অতি দ্রুততার সাথে সুপর্ণা ফাল্গুনী সোনেলা ব্লগের অতি পরিচিত এবং সবার প্রিয় ব্লগার হয়ে গিয়েছেন।
সুপর্ণা ফাল্গুনীকে জন্মদিনের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ দাদা ভাই। আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণা আমাকে সতত সামনে এগিয়ে নিয়ে যায়। জয়তু সোনেলা। শুভ রাত্রি
তৌহিদ
ধন্যবাদ ভাই, দোয়া রাখবেন সবসময়।
জিসান শা ইকরাম
তৌহিদ ভাই, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য।
তৌহিদ
সহব্লগারদের নিয়ে শুভেচ্ছা পোস্ট লিখতে ভালোই লাগে। সময়াভাবে সবাইকে নিয়ে লিখতে পারি না। এর জন্য আমার আফসোস এর শেষ নেই। চেষ্টা থাকবে সবসময়। ভালো থাকুন আপনিও।
রেজওয়ানা কবির
প্রথমে বলে নেই,,
শুভ জন্মদিন দিদি ভাই,অনেক অনেক ভালো থাকুন ঠিক যেমনটি আপনি চান। এভাবেই সবাইকে ভালো রাখুন।
এবার আসি তৌহিদ ভাই,অনেক সুন্দর করে শুভেচ্ছা দিয়েছেন ধন্যবাদ আপনাকে, শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ রাত্রি
তৌহিদ
ধন্যবাদ আপু। শুভকামনা আপনার জন্য।
পপি তালুকদার
সুন্দর উপমা আর শুভেচ্ছা সম্বলিত কবিতার জন্য ধন্যবাদ।
দিদি কেও জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা রইল।অনেক অনেক ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দিদি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ রাত্রি
তৌহিদ
ধন্যবাদ আপু, মন্তব্যে প্রীত হলাম। ভাল থাকুন সবসময়।