পড়ন্ত বিকেলে

আজাদ রহমান ২৪ অক্টোবর ২০২০, শনিবার, ০৩:৪২:৩৭অপরাহ্ন সঙ্গীত ১২ মন্তব্য

দেখ পড়ন্ত বিকেলে সেই মেয়েটি হাটছে তো একা একা হাটছে,

আহা খোঁপাতে তার একটি গোলাপ বাহ্ কি সুন্দর লাগছে,

লা লা বাহ্ কি সুন্দর লাগছে।

মাঝে মাঝে সেই মেয়ে এমনি করে যায় চলে যায় সে কোন সুদুরে
ঐ পড়নে তাঁর লাল শাড়িটা ধুলছে তো বাতাসে ধুলছে,

আহা খোঁপাতে তার একটি গোলাপ বাহ্ কি সুন্দর লাগছে।

জানিনা সেই মেয়ে কোন সে ছলে গানের ভাষায় কত কথা বলে
ঐ কাজল কালো চোখ দুটো তার ঈশারায় কি যেন বলছে,

আহা খোঁপাতে তার একটি গোলাপ বাহ্ কি সুন্দর লাগছে,

লা লা বাহ্ কি সুন্দর লাগছে।

৬৯১জন ৬২৭জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ