দেখ পড়ন্ত বিকেলে সেই মেয়েটি হাটছে তো একা একা হাটছে,
আহা খোঁপাতে তার একটি গোলাপ বাহ্ কি সুন্দর লাগছে,
লা লা বাহ্ কি সুন্দর লাগছে।
মাঝে মাঝে সেই মেয়ে এমনি করে যায় চলে যায় সে কোন সুদুরে
ঐ পড়নে তাঁর লাল শাড়িটা ধুলছে তো বাতাসে ধুলছে,
আহা খোঁপাতে তার একটি গোলাপ বাহ্ কি সুন্দর লাগছে।
জানিনা সেই মেয়ে কোন সে ছলে গানের ভাষায় কত কথা বলে
ঐ কাজল কালো চোখ দুটো তার ঈশারায় কি যেন বলছে,
আহা খোঁপাতে তার একটি গোলাপ বাহ্ কি সুন্দর লাগছে,
লা লা বাহ্ কি সুন্দর লাগছে।
১২টি মন্তব্য
আরজু মুক্তা
গানটা খুব ভালো লাগলো।
হাঁটছে, দুলছে, ইশারায়। বানান গুলো সম্পাদন করুন
আজাদ রহমান
ধন্যবাদ সম্মানিত
ফয়জুল মহী
সুকোমল অনুভূতির প্রকাশ। একরাশ মুগ্ধতা রইলো।
আজাদ রহমান
ধন্যবাদ সম্মানিত
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ সঙ্গীত নিয়ে পোষ্ট দিলেন। ভালো হয়েছে ভাইয়া। আরো লিখুন এমন পোস্ট। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আজাদ রহমান
অনেক ধন্যবাদ সম্মানিত
আলমগীর সরকার লিটন
সুরালা কণ্ঠে শুনলে আরও ভাল লাগত কবি দা
আজাদ রহমান
অনেক ধন্যবাদ
হালিম নজরুল
ভাল লাগল।
আজাদ রহমান
অনেক ধন্যবাদ সম্মানিত
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইলো।
আজাদ রহমান
অনেক ধন্যবাদ সম্মানিত