আমাদের আর দেখা হয়নি!
বছর পাঁচেক আগের সেই স্মরণসভার পর।
সেদিন তুমি মঞ্চ কাঁপিয়ে তুলেছিলে কণ্ঠের ঝড়, প্রয়াত কবির লেখা কবিতায়।
আমি বসেছিলাম সেই হলরুমে পেছনের সারির ছত্রিশ নাম্বার চেয়ারে।
চুপচাপ শুনছিলাম, তোমার কণ্ঠ কি করে-নদী হয়ে যায় সাগর,চাঁদ ও কেমন প্রেয়সীর মুখের মতই উজ্বল।
রাস্তার কুকুর হয়ে যায় এলাকার অধিপতি।
ছিটকে মাস্তানও প্রেমের বসে নুইয়ে পড়ে লিকলিকে লাউ ডগার মতোই অবিকল।
কিভাবে তুমি প্রয়াত কবির কবিতা ব্যবচ্ছেদ করো আমি বিস্ময়ে দেখছিলাম!
তোমার চুল সিলিং ফ্যানের বাতাসে উড়ছিলো,
আর আমি উড়ে যাচ্ছিলাম সেই বাতাসের পথ ধরে।
তোমাকে কালো শাড়ি,লাল টিপে বেশ মানিয়েছিলো সেদিন।
চশমাটা জানান দিচ্ছিলো
তুমি কতোটা গভীর, কতোটা আত্মপ্রত্যয়ী,
কতোটা দৃঢ়, কতোটা কোমল ভালোবাসার নদী।
শুধু আমি পারিনি ছুঁতে তোমাকে, তোমার নোনা জলের সঙ্গীনি সেই রাতকে।
হঠাৎ বিকট শব্দে থেমে যায় সব!
আমি ও ছিটকে বেরুই স্মৃতির নগরী থেকে।
সবাই এখন মুখরিত কলরবে।
ভূয়সী প্রশংসায় ভাসছে তোমার নাম, ভাসছে প্রয়াত কবির কবিতা খানি।
আমিও ফিরে এলাম নিক্ষিপ্ত উল্কাপিণ্ডের মতো অতীত হতে বর্তমানে।
সেই হলরুমের ছত্রিশ নাম্বার চেয়ারে।
এরপর আর আমাদের দেখা হয়নি, কথা হয়নি।
অভিমানে কেউ কারো ছায়ার ও খোঁজ রাখেনি।
হঠাৎ একদিন, আবারো সেই পুরনো হলরুমে..
তুমি পাঠ করলে সদ্য প্রয়াত আরেক কবির কবিতা।
কবিতার নাম ” ফেলে আসা বিষন্নতা। ”
এতটুকুই পড়তে পারলে ঠিকঠাক,
কবির নামে এসে তুমি হতবাক____
ঠোঁট কাপছে তোমার, তোমার বুকের নদী পাড় ভাঙছে নিশ্চুপ অভিমানে।
চশমা ঝাপসা হয়ে যাচ্ছে, কণ্ঠ বিঁধে যাচ্ছে বুকের হৃদপিণ্ডে।
ছত্রিশ নাম্বার চেয়ারটা শুধু খালি, কবি নেই।
বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সব।
পুরো হলরুম নিথর নিরব।
মনে হচ্ছে সদ্য মৃত কোন এক যুবক।
এরপর আর কোনদিন ছত্রিশ নাম্বার চেয়ারটায় কেউ বসেনি..
কারণ , প্রয়াত কবি আর কোনদিন আসেনি।
❣উৎসর্গ:জয়ীতা জয়ী।
২০টি মন্তব্য
আরজু মুক্তা
সোনেলায় স্বাগতম।
প্রাণ খুলে লিখুন। অন্যদের পোস্ট পড়ুন এবং মন্তব্য করুন।
কমেন্ট নিয়ে আবারও আসবো।
শুভ কামনা।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ আপা।
কৃতজ্ঞতা প্রকাশ করছি এতোবড় একটা প্লাটফর্মের সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
সাবিনা ইয়াসমিন
প্রয়াত কোন কিছুই আর ফিরে আসে না। ছড়িয়ে থাকা বিষন্নতা সময়ের হাত ধরে নদীর মতো বয়ে যায়। নদীও জানে সময় আর স্রোত কখনো ফিরে আসে না।
খুব সুন্দর লিখেছেন। সোনেলায় স্বাগতম। নিয়মিত লিখুন, সোনেলার একজন হয়ে।
শুভ কামনা 🌹🌹
মনিরুজ্জামান অনিক
বাহ! কি চমৎকার বললেন কবিতার ভেতরের কথা।
ভালোবাসা জানিবেন।
খাদিজাতুল কুবরা
চমৎকার এই কবিতাটি আগে ও পড়েছি। আবারও নতুন আবেশে পড়লাম। ভীষণ সুন্দর কবিতা। প্রয়াত কবি কবিতায় জীবন্ত হয়ে থাকবেন চিরকাল। আপনাকে এই আঙ্গিনায় পেয়ে খুব ভালো লাগলো।
সোনেলায় বিচরণ আনন্দময় হবে ইনশাআল্লাহ।
মনিরুজ্জামান অনিক
মানুষ মরে যায়,
বেঁচে থাকে তার কর্ম।
লাশ পঁচে যায়,
সৃষ্টি পঁচে না..
এটাই তার ধর্ম।
ভালোবাসা জানিবেন আপা।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ হৃদয়গ্রাহী নিবেদন।
অনন্য কাব্যিকতায় মুগ্ধ হলাম প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম পাতায়।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ ভাই।
সতত ভালোবাসা জানিবেন।
রোকসানা খন্দকার রুকু
আপনাকে সোনেলায় স্বাগতম। মনোমুগ্ধকর কবিতা। পাঠে মুগ্ধ হলাম। লিখুন নিজের মত করে প্রাণখুলে। মন্তব্যের উত্তর দিবেন এবং অন্যদের পোষ্টেও আসবেন!!!
শুভ কামনা সবসময়!!!
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ আপা।
ভালোবাসা জানিবে।
আমি কবিতার মানুষ, কবিতা আমার নেশা।
সবার লেখা পড়ার ও মন্তব্য করার চেষ্টা করবো ইনশাআল্লা।
পপি তালুকদার
সোনেলার উঠানে আপনাকে স্বাগতম।মনোমুগ্ধ হয়ে কবিতাটি পড়লাম।অনেক ভালো লিখছেন।
একরাশ প্রীতি ও শুভেচ্ছা রইলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালোবাসা জানিবেন।
আমি ভীষণ খুশী এতোবড় একটা প্লাটফর্মে আপনাদের সাথে যুক্ত হতে পেরে।
বন্যা লিপি
স্বাগতম সোনেলার উঠোনে। আপনার লেখনি শক্তি সম্পর্কে আগে থেকেই কিছুটা ধারনা আছে। সোনেলা আপনাকে পেয়ে গর্বিত। নিয়মিত লিখবেন বলে আশা করছি। সবাই আমরা সবার তরে।
সুভ কামনা নিরন্তর।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ আপা।
ভালোবাসা জানিবেন।
কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে সামনে এগুনোর জন্য।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লেগেছে কবিতাটি! আপনাকে পেয়ে সোনেলা গর্বিত। আশা করছি নিয়মিত পাশে থাকবেন। যে চলে যায় সে আর ফিরে আসে না এই চিরন্তন অমোঘ বাণী কবিতায় চমৎকার চিত্রায়ন করেছেন, মনে হলো সবকিছু ছবির মতো ভেসে উঠলো চোখের সামনে। আমি মুগ্ধ, বিমোহিত অনেক দিন পর এতো ভালো একটি কবিতা পড়ে। সোনেলায় সুস্বাগতম। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
মনিরুজ্জামান অনিক
আপা,
ভালোবাসা সমেত বসন্তের শুভেচ্ছা জানিবেন।
“যে চলে যায় সে আসেনাক ফিরে,
পড়ে থাকে স্মৃতি জীবিতদের ভীড়ে।”
আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।
আমাকে বলে- উঠো, কবিতা লিখো।
আরজু মুক্তা
কবিতার প্রেমে পরে পাঠকও একদিন কবি হয়ে যায়। আবৃত্তি করতে গিয়ে স্মৃতিটাও নড়েচড়ে বসে, কারণ কবি শরীরে না থাকলেও রয়ে যায় কবিতার প্রতি লাইন জুড়ে। সৃষ্টিশীল মানুষের কাছে মৃত্যু হয় মৃত্যুর।
অসাধারণ কাব্যিক কবিতা।
মনিরুজ্জামান অনিক
“দূর হতে ভেসে আসে আজানা এক স্লোক,
ওহে কবি, প্রয়ানের আযান শুনতে কি পাও?
তৈরী হও যাপিত জীবন তোমার যেতে হবে ছাড়ি।
কবি তৈরী হয়, কুপির সলতে পুড়ে হয় খাক।
কবি লিখে যায় তার শেষ পৃষ্ঠায়…
যা কিছু আছে থাক পড়ে থাক।
আমার সকল কবিতা,কবিতার রসদ।
মোহ মাখা প্রাণ, ভুলে যাওয়া শপথ।”
ভালোবাসা জানিবেন আপা।
জিসান শা ইকরাম
স্বাগত আপনি সোনেলার উঠোনে।
নিয়মিত লিখুন, আর অন্যদের লেখাও পড়ুন।
শুভ কামনা,
শুভ ব্লগিং।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ ভাই।
ভালোবাসা জানিবেন।
সবার লেখা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
শুভ রাত্রি।