প্রেম

মনির হোসেন মমি ৬ জানুয়ারি ২০১৭, শুক্রবার, ১২:২৭:১৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ১৫ মন্তব্য

imagesআমি তন্দ্রায়ঁ নিজেকে হারাই যখনি
স্বপ্নেরা বাসা বাধে ঐ দূর নীলিমায়
প্রেমময় দুনিয়ার সব সুন্দরকে ম্লান করে
তোমার ঐ পাগল করা হাসি।

আমি লেখার মাঝে যখনি ডুবে থাকি
কিংবা,
রং তুলির আচরেঁ যাই তোমার অনুভুতি
তুমি আসো তখন চুপি চুপি।

একান্ত নীরবে হঠাৎ ঝাপটে ধরলে আমার পৃষ্ট দেশ
ভাবছিলে ভয়ে আমি কেপে উঠব!
ভাবোনি,
আমি যে তোমার সব ইন্দ্রিয় চিনি জানি
তুমি যে আমার প্রথমা,তমা শেষ।

কখনো হতো কথা
চোখের তারাঁয় তারাঁয় নিষ্পলক ঠোট ভঙ্গিমায়
সেই কি তুমি,এখনো অভ্যাসে আছো?
সে আমি নই হয়তো নতুন কেহ যেখানে অনন্ত জীবনের ব্যাখ্যা।

মনে পড়ে কখনো মনে পড়বে কি আমায়
ভুলে যাবে সব ভুলবে না স্মৃতি
স্মৃতির সৃষ্টিতে তোমার তুমিতে উৎপত্তি
করবে ক্ষমা গত হওয়া স্মৃতি৴ না কাদাচ্ছে না আমায়।

ছবিঃ অনলাইন

৭১৭জন ৭১৭জন

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ