অস্মিন,
শুনলাম আগামী মাসে তুমি আসছো আমার শহরে? সত্যি অবাক হলাম। যে শহর থেকে তুমি চলে গিয়েছিলে শুধু আমি এখানে আসার কারণে, সেই তুমি নাকি আমায় দেখতে আসছো! আর এ কথা শুনে আমিও বসে গেলাম লিখতে। আসলে তোমাকে আমি বহু আগেই ক্ষমা করে দিয়েছি, তাই তোমার প্রতি আমার কোনো রাগ-ক্ষোভ কিচ্ছু নেই। অনুভূতিহীন হয়ে যাচ্ছি দিনকে দিন। ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থেকে সেইসব মানুষকে নিয়ে গবেষণা করার চেষ্টা করি মনে মনে। কতোজন এলো, চলে গেলো এবং থেকেও গেলো। যারা এখনও থেকে গেছে, কেন আছে, কিছুই তো দিতে পারছিনা তাদের। তবুও কেন আছে? আর যাদের দিয়েছি, তাদের থেকে পেয়েছি অপবাদ, অভিযোগ, নেগেটিভ যতো যা কিছু আছে। তাদেরকে ভেবে এতো হাসি আসে আমার। নিশ্চিন্তের হাসি। বাঁচিয়ে দিয়ে গেছে আমায়। আমাকে শিখিয়েও দিয়েছে অতোটা গলায় জড়িয়ে ধরতে নেই। এসব বলার কারণ, তুমি আসছো। যে চলে যেতে পারে অসহায় মুহূর্তে, তার ফিরে আসার কথা শুনে আমার না খুব হাসি পাচ্ছে!
একটা সময় ছিলো অলিগলি ঘুরে এসেও স্বার্থহীন একজন মানুষ তোমার অপেক্ষায় থাকতো। অবহেলা এড়িয়ে কাউকে কি ভালোবেসে কাটিয়ে দেয়া যায় অস্মিন? নাহ! জীবনের একেকটি অধ্যায় পড়ে শেষ করছি, শুধু শেষ পরিচ্ছদটা অসমাপ্ত থেকে যাবে। অপেক্ষাটার দরোজার চাবি হারিয়ে ফেলেছি। নিজেই নিজেকে লিখেছিলাম,
চলো এবার ফেরা যাক
অনেক তো হলো ঘুরপাক।
অস্মিন তুমি এই শহরে আসছো। তোমার শুভাকাঙ্ক্ষীরা জানে তো? তা নইলে আমি-ই জানিয়ে দেবো। ওহ আমার বাসায়ও আসতে পারো। তবে আগেই জানিয়ো কিন্তু। খুব ব্যস্ততা যাচ্ছে কিনা! সব ছুটি ফুরিয়ে গেছে। তাই শুক্রবার ছাড়া মনে হয়না তোমায় সময় দিতে পারবো!
ঠিক আছে, ভালো থেকো।
স্নিতা
হ্যামিল্টন, কানাডা
২৪ মে, ২০১৮ ইং।
১৮টি মন্তব্য
ইঞ্জা
আপু, মাথার উফ্রে দিইয়া গেলো বুউউউউউউ কইরা। ;?
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাইয়া চিডি মাথার উফ্রে দিয়া গেলো আর আফনে তারে যাইতে দিলেন? 🙁
ইঞ্জা
;(
কিতা হরতামরে বইন, স্যাথ কইরা গেলো ধরতে ফারলামনা।
নীলাঞ্জনা নীলা
😮 🙁
জিসান শা ইকরাম
আস্মিন হোক আর কার্তিক হোক, তার জন্য যেন দরজা খোলা না হয়,
শুক্রবারও বিজি, সপ্তাহের সব দিনই বিজি।
এত আন্তরিক ভাবে মিথ্যে চিঠি লেখো কিভাবে?
ভাল থাকিস নাতনী।
নীলাঞ্জনা নীলা
নানা চিঠি লিখে মজা পাই।
কী চমৎকার একখানা নাম দিলাম ছেলেটার, অস্মিন। আর তুমি কিনা বললে আশ্বিন? 🙁
মৌনতা রিতু
কারো কারো জন্য অপেক্ষা শব্দটা নাকি আপেক্ষিক।
প্রতিক্ষা শব্দটা তাই তাদের জন্য বেশি মানানসই।
তাদের জন্য আমার প্রতিক্ষা করতে ইচ্ছে করে।
এ যেনো কোনো এক অশ্বত্থ গাছের মতো ঠাঁই দাঁড়িয়ে থাকা।
যে বা যারা করেছে তিরষ্কার অবহেলা তাদের দিকে আজ আমি একটিবারও ফিরে তাকাই না। সে যদি রক্তেরও বন্ধন হয় তবু না।
দারুন লিখেছো। ভাললাগা রেখে গেলাম
নীলাঞ্জনা নীলা
অপেক্ষা আর প্রতীক্ষা শব্দদুটোর মানে একই। কিন্তু কবি রফিক আজাদ উনার প্রেমিকার জন্য অপেক্ষায় নয়, প্রতীক্ষায় থাকবেন বলেছিলেন। এমন প্রেমিক কি বাস্তবে পাওয়া যায় আপু?
ভালো থেকো আপু।
খসড়া
আমি সর্বোচ্চ এক কাপ পর্যন্ত অপেক্ষা করতে পারি
নীলাঞ্জনা নীলা
আপু এক কাপ!? আমি কিন্তু এক চামচও না। 🙂
তা নতুন লেখা কোথায়?
মোঃ মজিবর রহমান
আর যাদের দিয়েছি, তাদের থেকে পেয়েছি অপবাদ, অভিযোগ, নেগেটিভ যতো যা কিছু আছে। তাদেরকে ভেবে এতো হাসি আসে আমার।
অঞ্জন দত্ত আর নিমা রহমানের গানে গানে ভালোবাসা একটি ক্যাসেট আছে তাতে একটি গান আছে। ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রতি, ভালোবাসা মানে এলোচুল মাতোয়ারা
https://youtu.be/VPJKwn9H9EU গান গুলো আমার মাঝে মাঝে শুনতে খুবই ভাললাগে।
নীলাঞ্জনা নীলা
নিমা আর অঞ্জনের এই এলবামটা খুবই প্রিয় আমার। গানগুলোও। আহা! আবার শুনতে হবে।
মনে করিয়ে দিলেন মজিবর ভাই।
ধন্যবাদ!
ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
কেমন আছে আপু। গাঙ্গুল খুবই ভালো লাগে হয়তো সব গান সব সময় না। জিসান ভাইয়ার কথায় ঠিক।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই ভালো আছি।
ঠিক বলেছেন সব গান সবসময় ভালো লাগেনা।
ভালো থাকবেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এমনি হয় জীবন বড় অদ্ভুত!কাউকে তাড়িয়ে দিলেও অগোচরে ঠিকই পাশে থাকে আর যাদেরকে কলিজার ভিতরে ঢুকাই তারাই আবার কলিজাকে খন্ড খন্ড করে।এ সব কিছুই সময়ে কথা বলে।
নীলাঞ্জনা নীলা
চমৎকার বলেছেন মনির ভাই।
অশেষ ধন্যবাদ। ভালো থাকুন।
তৌহিদ ইসলাম
এত আবেগ! কত ভালোবাসা!! হায় প্রেম তুমি স্বার্থক -{@
নীলাঞ্জনা নীলা
চিঠি মানেই গভীর আবেগ।
ধন্যবাদ আপনাকে।