প্রমাথিনী মেঘ

ছাইরাছ হেলাল ২৬ জুলাই ২০১৫, রবিবার, ০৯:০৩:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য

অশ্বত্থের মতো প্রতীক্ষায় থাকি, অনড় বিশ্বাসে, বিপন্ন বিষণ্ণতার ভীষন পিছুডাক আমাকে ঘিরে ধরে ঘিরে রাখে। প্রমাথিনী, বিষাদী আকাশ, রোদের ভ্রুকুটি, কুচক্রী বাতাসের কোলে এ কোন সুখের অসুখ? বাসা বাঁধো উৎপাতহীন সবুজে, পিপীপিকা জীবনের ধিঙ্গীপনা ছেড়ে; গোঁয়ার্তুমির দিন শেষেও ‘না’ ‘না’ এর চাষ করে আর কত কাল? রাতবিরেতের নিশি ডাক শুনতে কি পাও?

রাত্রি এসে কড়া নেড়ে জানান দেয় ঘুমের, যাও, বুদ্ধির ঢেঁকি ফেলে ঠায় দাড়িয়ে থাকো। বিদ্যুৎ চমকের কার্নিভালে শব্দেরা আড়ি পাতে, সূর্য্যি উঁকি দেয় কুমতলবে। জলবন্দি মেঘ, নয় দোটানায় কিংবা সাত বা আট/ন’টানায় ও নয়, বাতাসের অবিরত কোলাহল রোদের আঁচে অন্তঃসার শূন্যতায় ভাসা ধীর-চঞ্চল মেঘ, কারুকাজময় কাঠগোলাপ বর্ষায় সেতারের সুর তুলে কী লাভ!

সাঁকো পেরুলেই মুগ্ধতার নকশীকাঁথার মায়াবী ঘ্রাণ,
করুণাময় শান্ত মৃত্তিকা।
মেহজাবিন, ত্রিভুবনে মনোভূমে নেই কেউ,
চাতক অপেক্ষায় আমি ছাড়া।

৩৯৭জন ৩৯৭জন
0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ