পাবলিক বসে ঝুলতে ঝুলতে ভাবছিলাম সোনেলায় নিজের নাম লেখালাম দু’দিন হলো, একটু গপসপ মারা দরকার, কিন্তু কিভাবে? বাসের চাপাচাপিতে প্রাণ যখন উষ্ঠাগত তখন সেই আত্মজিজ্ঞাসার উপর ওহী না আসাটাই স্বাভাবিক। যদি থাকে নসিবে- আপনি আপনি আসিবে এই তত্বে ভেজালাম মনকে। শান্ত হয়ে ঝুলতে থাকলাম হঠাৎ চমকে উঠলো পিলে। পিলে কিভাবে চমকায় তা কোনদিন না দেখলেও অনুভব করে নিলাম যখন বাসের এই চাপাচাপির মাঝে বগলে রাখা ছাতা খুলে দিলো নাম না জানা একই বাসেরই আরেক ঝুলন্ত সহযাত্রী। তবে পিলে যে আমারই চমকেছে তা না চমকেছে ঝুলন্ত সবার।
আরে ভাই বিবেক বলে কি কিছু আছে আপনার? বসে এমনিতেই পিঁপড়া হাঁটার স্থানটুকু নেই সেখানে আপনি খুলে দিলেন ছাতা, প্রায় মারমুখী ভঙ্গিতেই একজন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো।
নিশ্চুপ! কোন জবাব দিলো না লোকটি তখন কিন্তু আরো বেশ কয়েকজন যখন এগিয়ে আসলো তখন ছাতা বন্ধ করে মাথা তুলতেই দেখা গেলো এক-রাজ্যের সকল বিরক্তি তার মুখে লেপ্টে আছে।
খানিকবাদে তার মুখ থেকে বের হলো, ওই ভাই পাবলিক বসে চড়তে বিবেকরে কোনদিন কি দেখেছেন? সে’তো থাকে টিভির পর্দায়, বলিউডের নামকরা সব অভিনেত্রীর সাথেই হরেকরকম অভিনয়ে মত্ত, এই পাবলিক বসে তাকে কেন খুজেন? কাজীর গাই কিতাবে আছে- গোয়ালে নাই। আমার কাছে বিবেক কে এবং কি তা’তো বললাম এবার আপনার বিবেকরে আমাকে একটু দেখানতো!
আমার পিলে চমকানোর মাত্রা যেন ধীরে ধীরে বাড়তেই থাকলো ওই লোকের কথা শুনে, এরই মধ্যে দু’জনকে পিছনে ঠেলে তাজা এক ভুরিওয়ালা এসে সেই লোকটিকে বললো কি ভাই আমার পাওনা টাকাগুলো কখন দিবেন?
ওই লোকের মুখে কথাশুনে বাসের ভেতর ছাতা খোলার কারণ আমার কাছে স্পষ্ট, পেট মোটা সবাইকে এখন চেয়ারম্যান মনে হয়।
বাস থেকে নেমে পড়ার প্রস্তুতি নিচ্ছি কারণ সামনেই বাস স্টপ কিন্তু তার আগে আরেকবার পিলেটা চমকে উঠলো বাস যখন পেট্রোল পাম্পে ঢুকলো আর বাসের হেল্পার জিজ্ঞাসা করলো ড্রাইভারকে “ওস্তাদ তেল কোনডা লমু ফরমালিনওয়ালা নাকি ফরমালিন ছাড়া?
থাক প্রথম দিন প্যাঁচাল বেশি পাইরা লাভ নাই, দুই চার লাইন লেখা শেষ কাঁক-ডাকা ভোরের চিন্তা করতে করতে এখন ঘুমাতে যাই। ও কাঁক-ডাকা ভোরের কথা একটু বলেই যাই। চোখ বন্ধ হতে না হতেই কাঁক-ডাকা ভোর যখন ঘুম থেকে ডেকে তুলে টিপ টিপ করে সূর্যটাও হাসে, এই হাসি দেখে মনে হয় পাশের বাড়ির ময়নার হাসি, দেখলেই গা জ্বালা করে। ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখলে যেমন ভয় পায় তেমন ভোর দেখলে আমারও এমনি মনে হয় কারণ বাড়িওয়ালা যে এই সময়টাতেই আসে, তিন মাসের বাড়ি ভাড়া জমেছে, বেকার হয়ে বাঁচার কোন উপায় ছিলো না যদি না ইনিয়ে বিনিয়ে কঠিন মন গলানোর তত্ত্ব লব্ধ করতে না পারতাম। শুনেছি সংসার সুখের হয় রমনীর গুণে তাই আর ব্যাচলর সংসারে সুখ নাই। রমনীর অবর্তমানে ঘুম থেকে ডেকে তোলার ভার এখন কাঁকের, সে আসলে কাঁকের দ্বায়িত্ব তাকে বুঝিয়ে দেয়া হবে যাইহোক এখন থাক এসব কথা, পোলা যখন এখনও হয়নি হাজামের সাথেও দোস্তির দরকার পরে না আপাতত একটু দরকার ঘুমানোর।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
প্রথম লেখাতেই দেখছি মাৎ করে ফেলছেন।
আবার ঘুমুতে যাওয়ার আগে ঢু মারলেই হবে।
আবির
প্রথম লেখায় প্রথম মন্তব্য আপনিই করলেন ভাইজান আর আমি আপনার শেষ লেখায় শেষ মন্তব্য করছি। ঢু মারা যাবে যত্তদিন ঘরে নুতন কাঁকের আবির্ভাব না হবে।
শুন্য শুন্যালয়
তেলেও ফরমালিন? 😮 আপনার প্যাচাল কিন্তু ফরমালিন মুক্ত মনে হচ্ছে। লাগে রাহো। কাক আর কন্যার মধ্যে দেখি কানেকশন জুরে দিয়েছেন, ভালো ভালো।
স্বাগতম জানাচ্ছি সোনেলায়। এমন প্যাচাল পুচাল জারি রাখবেন।
আবির
হাচা কৈছেন এই প্যাঁচালে ফরমালিন নেই আর তাই কেউ পড়ে না, ফরমালিনের কদর বেশি, স্বাগতমের বদলে ধন্যবাদ তয় প্যাঁচাল পুচালে আবার বিরক্ত হইয়েন না কিন্তু। কাঁক আর কন্যা দুজনেরই সকাল বেলা কা কা করার স্বভাব আছে তাই আর কি একটু জোড়া দিতে চাইলাম। :p
মামুন
সোনেলায় আপনাকে স্বাগতম!
ভালো লাগা রেখে সাথেই আছি… -{@
আবির
গোলাপ ফুল গ্রহণ করলাম আপনিও নেন। -{@ -{@
কি ভাল লাগছে ভাইজান?
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় -{@
সাবলীল উপস্থাপনায় মুগ্ধ
লিখুন নিয়মিত
শুভ কামনা।
আবির
🙂
আবির
আপনাকেও ধন্যবাদ ভাইজান, ইনশাল্লাহ নিয়মিত প্যাঁচাল পাইলেই লেখবো।
স্বপ্ন নীলা
স্বাগতম
প্যাঁচাল কাহিনী ভাল লাগলো
আবির
স্বাগতম জানাইছেন তাই ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
স্বাগতম।প্রথম প্যাচালেই কাত করলেন সোনেলাকে লিখতে থাকুন এবং মন্তব্য করুন অন্যের লেখা মন্তব্যের উত্তর দিন নিজের লেখায় দেখবেন সোনেলা অপ্ল দিনেই আপনার হয়ে গেছে। -{@
আবির
আপনি তো শরমে ফালাই দিলেন বড়ভাই! আপনাদের লেখার কাছে ইতান কিছুই না। সবার লেখা পড়ে কমেন্ট করার ইচ্ছাও আছে বাকিটা দেখা যাক। ধন্যবাদ ভাইজান।
খেয়ালী মেয়ে
তেলও যে ফরমালিনওয়ালা জানা ছিলো না–
আপনার প্রথম পোস্টেই নতুন কিছু জানলাম…
ধন্যবাদ 🙂
আবির
আপনাকেও অনেক ধন্যবাদ, এইবার জানলেনতো ফরমালিনে ভইরা গেছে দেশ।
লীলাবতী
কাকের সাথে কন্যার তুলনা?মানিনা মানবো না। মজা পেয়েছি ভাইয়া। বাসে গিয়েছে বসে হয়ে 🙂 আমাদের সোনেলায় স্বাগতম ভাইয়া।
আবির
আমি কি না কি বলছি তাতেই আন্দোলন শুরু? আজকা থাক আপুনি সামনে আন্দোলনের জন্য। আরো কত কিছু যে আছে তুলনা করার! ধন্নবাদ আপুনি।
ব্লগার সজীব
প্রথম পোষ্টেই তো বাজি মাত করে দিলেন ভাই (y) -{@
আবির
আপনার কমেন্টতো আবার পিলে চমকাইয়া দিলো বড়ভাই।
নুসরাত মৌরিন
হাহাহা!! বিবেক আসলেই বলিউডে নায়িকাদের সাথে লটরপটর করে বেড়াচ্ছে,নয়ত তেলে ফরমালিন আসার কথা না!! 😀
কাক বেচারা দেখি জনগুরুত্বপুর্ন দায়িত্ব পালন করছে!!
যাহোক প্যাঁচাল পড়ে খুবই ভাল লাগলো।
সোনেলায় গপসপ আপনি ভালই জমাতে পারবেন যা বুঝলাম।
কারন প্রথম গপসপটা খুবই মাস্ত হইছে…। (y)