নির্ঘুম রাত্রির গভীরতায়
ডুবে থাকি-
অনাগত সুর্যের প্রত্যাশায়,
রাত জাগা পাখিরা আমায়
গান শুনায়
রাত্রির গান,
রাত জাগা চাঁদ আমায়
আলো দেয়
জোছনার আলো,
রাত জাগা তারা গুলো আমায়
পথ দেখায়
সুর্যের পথ,
রাত্রির গান শুনে
জোছনার আলোয়
হেটে যাই
অনাগত সুর্যের পথে।
১০টি মন্তব্য
খসড়া
(y)
মানিক পাগলা
\|/
প্রজন্ম ৭১
(y) (y)
মানিক পাগলা
😀
সীমান্ত উন্মাদ
(y) (y)
মানিক পাগলা
^:^
জিসান শা ইকরাম
শেষ লাইন দুটোতে অনেক ভালোলাগা।
মানিক পাগলা
ধন্যবাদ জিশান ভাই
শুন্য শুন্যালয়
রাত্রি, জোছনা, তারা… সবকিছুর পরে আমরা সূর্যের প্রত্যাশাতেই থাকি… খুব সুন্দর … -{@
মানিক পাগলা
হুম, তারপরেও সূর্য বার বার ফাঁকি দেয়। এসে আবার চলে যায়।