প্রত্যাশা – ৩

মানিক পাগলা ১ মে ২০১৪, বৃহস্পতিবার, ০৯:৩৫:২৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

নির্ঘুম রাত্রির গভীরতায়
ডুবে থাকি-
অনাগত সুর্যের প্রত্যাশায়,

রাত জাগা পাখিরা আমায়
গান শুনায়
রাত্রির গান,

রাত জাগা চাঁদ আমায়
আলো দেয়
জোছনার আলো,

রাত জাগা তারা গুলো আমায়
পথ দেখায়
সুর্যের পথ,

রাত্রির গান শুনে
জোছনার আলোয়
হেটে যাই
অনাগত সুর্যের পথে।

৪৫১জন ৪৫১জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ