কুয়াশামগ্ন সেই সকালে
চারিপাশ ধোঁয়াটে ছিল বলে
দেখিনি খুব কাছের তোমাকে।
দুপুরের তির্যক রোদ
দু’চোখ পুড়িয়েছে বলে
দেখিনি কাছেই থাকা তোমাকে।
বৃষ্টিমগ্ন সন্ধ্যাটা প্রবল বর্ষণে
ঝাপসা হয়ে এলো বলে
দেখিনি, সত্যিই দেখিনি তোমাকে।
প্রকৃতি আর নিয়তি খেলেছে বলে
কোন খেদ কিংবা নালিশ নেই
আজ আমার ঈশ্বরকে ।
১৬টি মন্তব্য
মশাই
দুপুরের তির্যক রোদ
দু’চোখ পুড়িয়েছে বলে
দেখিনি কাছেই থাকা তোমাকে।
কবিতাটি আগে পড়েছি কিন্তু কিছুই বলতে পারিনি। আবেগ দিয়ে শব্দচয়ন হয় ৷ কিন্তু আবেগ যখন নিয়ন্ত্রণহীন হয়ে যায় তখন তার প্রভাব সবকিছুতেই প্রভাব ফেলতে থাকে ৷ শুভকামনা সতত ৷ -{@
রিমি রুম্মান
শুভকামনা আপনাকেও … ভাল থাকুন
প্রজন্ম ৭১
প্রকৃতিটা ভালোনা, পচা।
রিমি রুম্মান
প্রকৃতি আর নিয়তি এমনই হয়… ভাল থাকুন।
ছাইরাছ হেলাল
প্রকৃতি ও নিয়তির কঠিন থাবা আমারা এড়াতে পারিনা ।
অল্প কথায় কঠিন উপলব্ধি তুলে ধরেছেন ।
রিমি রুম্মান
ধন্যবাদ অশেষ …
শুন্য শুন্যালয়
অদেখা থেকেই যাক কিছু কিছু, প্রকৃতি নাকি বেখেয়ালেই সবার জন্য সুন্দর কিছু রেখে যায়, এ দেখতে পাওয়ার আক্ষেপ কিন্তু আকর্ষণের আরেক নাম… খুব সুন্দর প্রকাশ, মুগ্ধ হলাম আপু।।
রিমি রুম্মান
মন্তব্যে আমিও মুগ্ধ হলেম গো…
প্রিন্স মাহমুদ
সুন্দর
রিমি রুম্মান
সুন্দর থাকুন প্রিন্সেসকে নিয়ে… -{@
অন্তরা মিতু
প্রকৃতি আর নিয়তি খেলেছে বলে
কোন খেদ কিংবা নালিশ নেই
আজ আমার ঈশ্বরকে…
সুন্দর লাগলো………..
রিমি রুম্মান
ভাল থাকুন… সুন্দর থাকুন… শুভকামনা…
খসড়া
দুপুরের খাড়া রোদে খালি চোখ পুড়ে আর মন পুড়ে নিঃসঙ্গ বিকালে।
রিমি রুম্মান
আহা রে ! কেবলই পুড়ে !
জিসান শা ইকরাম
প্রকৃতি আর নিয়তি হচ্ছে দুশমন ।
বাঁধা দেয় সব ইচ্ছেকে ।
ভালো লেগেছে কবিতা ।
রিমি রুম্মান
ভাল লেগেছে মন্তব্য … শুভকামনা রইলো…