
মস্তিষ্কের অনুরণনে জমে থাকা ক্ষোভ পুঞ্জীভূত হয়ে দীর্ঘ মেঘের ঘনঘটায় পড়ন্ত বিকেল আচ্ছন্ন;
কষ্টেরা গলে পড়ছে শ্রাবণধারা হয়ে ফেলে রাখা চায়ের কাপে।
স্মৃতির ভাঁজে ভাঁজে ভালোবাসার ন্যাপথলিন ব্যর্থতার গন্ধ ছড়ায়-
বিবর্ণ প্রাচীরের গা বেয়ে মাধবীলতার ঝাড়ে একখণ্ড সবুজের সমারোহ;
নগরায়ণের বুক চিঁড়ে সর্পিলাকারে বয়ে চলা নদীর আরশিতে বায়োস্কোপ চলছে অবিরত।
ব্যস্ত ভাবনাগুলো জট পাকিয়ে হৃদয়ের প্রাচীন কোঠরে অচল বেসাতিতে পড়ে আছে;
ভগ্ন-প্রতিজ্ঞা ঝরে পড়া নক্ষত্রের ন্যায় সারি বেঁধে জমা হয় সৈকতের বালুর খাঁজে-
সেগুলো অতি-সযতনে কাঁচঘেরা ঘরে শোভিত হয় মহামূল্যবানে।
পথের ধারে অখ্যাত বুনোফুলে- সৌন্দর্যের লীলাভূমি বন্দী হয় বিলাসী বাক্সে;
নেতিয়ে পড়া সূর্যটা আকাশচুম্বী জনপ্রিয়তা ছেড়ে সন্ধ্যার আবিরে মুখ লুকায় কোন সে অভিমানে?
জনারণ্য পীচঢালা পথের ল্যাম্পপোস্ট জ্বলে ওঠে প্রতিবাদের মানববন্ধনে।
ছবি-গুগল
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এই প্রথম বানাম বুল লিখতে দেখলাম, আপনাকে!!
অবিন্যস্ত মনের প্রকাশ!! এ এমুন কিচ্ছু না।
এখনকার ল্যাম্প পোস্ট গুলো আর আলো ছড়ায়-না, পথের অন্ধকার পথেই থেকে যায়।
অনেকদিন পর লিখলেন।
সুপর্ণা ফাল্গুনী
বানাম ভুল হইছে তো সেটা কোনটা ? আমি যেমন বলে দেই সেভাবে বললে শোধরানো যেতো। প্রথম মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য অসংখ্য অভিনন্দন ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনার মন্তব্য আমার কাছে পাহাড়সম আশীর্বাদ, অনুপ্রেরণা। ঈশ্বর আপনার মঙ্গল করুন। শুভ রাত্রি
জিসান শা ইকরাম
এমন গভীর ভাবনা মানুষের মাঝে, মাঝে মধ্যেই উঁকি দিতে পারে।
প্রতিবাদ কি আসলে প্রকাশ্যে আসে আজকাল?
অনিয়মিত হয়ে গিয়েছো ব্লগে ছোটদি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
প্রতিবাদ প্রকাশ্যে আসে তো নাই উল্টো ধিক্কার, লাঞ্ছনা সঙ্গী হয়। দাদা ভাই আমার শরীর টা বেশি ভালো যাচ্ছেনা তার উপর কাজের ব্যস্ততা বেড়েছে। তবুও আমি নিয়মিত ব্লগে থাকি। অফুরন্ত শুভকামনা রইলো। শুভ রাত্রি দাদা ভাই
হালিমা আক্তার
ব্যস্ত ভাবনাগুলো জট পেকে যায়। একসময় জট পাকা ভাবনা গুলো খসে পড়ে। চমৎকার উপস্থাপনা। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যের সাথে একমত পোষণ করছি আপু। অফুরন্ত শুভকামনা। শুভ রাত্রি
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া অফুরন্ত শুভকামনা। শুভ রাত্রি
বোরহানুল ইসলাম লিটন
আত্মানুভুতির অসাধারণ চিত্রণ
এমন অনুভুতি সৃষ্টি এতো সোজা নয়
যা গড়ে মনের কোণে নির্জলা আবেশ অভয়।
অনন্য উপমার সমাহার প্রিয় কবি।
যা অনায়াসে কেড়ে নেয় মন,
গড়ে দেয় অনুপ্রেরণায় নিখাদ মনন।
আন্তরিক শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।
সুপর্ণা ফাল্গুনী
সবসময় চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অফুরন্ত শুভকামনা ও শুভেচ্ছা রইল। শুভ রাত্রি
রোকসানা খন্দকার রুকু
প্রতিবাদ বা চাওয়া থাকতে নেই। থাকলেই বিপদ সামনে।
শুভ কামনা দিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি
নিতাই বাবু
সুন্দর একটা কবিতা উপহার দিলেন। শুভকামনা থাকলো কবি দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। আপনাদের আশীর্বাদ সবসময় অনুপ্রেরণা যোগায়। অফুরন্ত শুভকামনা রইলো। শুভ রাত্রি
তৌহিদুল ইসলাম
কিছু অভিমান বলতে নেই। নিজের অভ্যন্তরে লালন করে একে শক্তিতে পরিনত করতে হয় দিদিভাই।
প্রতিবাদের ভাষা হিসেবে নীরবতার চেয়ে মোক্ষম কোন অস্ত্র হতে পারেনা।
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর করে সাজিয়ে মন্তব্য করার জন্য কৃতজ্ঞ হই সর্বদা। পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য ও শুভকামনা সতত। শুভ রাত্রি
আরজু মুক্তা
নীরবতায় সব বলা হোক। তবে, অভিমানে ভালোবাসা বাড়ে।
শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ মিষ্টি মন্তব্য পেয়ে খুশি লাগছে। অভিমানে ভালোবাসা বাড়ে দারুন বললেন। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি
নিতাই বাবু
মস্তিনগরায়ণের বুক চিঁড়ে সর্পিলাকারে বয়ে চলা নদীর আরশিতে বায়োস্কোপ চলছে অবিরত।
আজকাল এমনই চলছে কবি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
রিতু জাহান
ওয়াও,,,, দারুন কবিতা।
ভগ্ন-প্রতিজ্ঞা ঝরে পড়া নক্ষত্রের ন্যায় সারি বেঁধে জমা হয় সৈকতের বালুর খাঁজে-
দারুন দারুন,,,,,
মন্ত্রমুগ্ধ শব্দের কারুকাজ।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ আপু। আন্তরিক শুভকামনা রইলো। সাবধানে থাকুন নিরাপদে থাকুন