পিতা কন্যা

ফরহাদ ফিদা হুসেইন ৮ জুন ২০১৪, রবিবার, ১০:৪৭:১৬অপরাহ্ন বিবিধ ৫ মন্তব্য

 

নয়টা পাঁচটা অফিস শেষে অজিত বাবু হন বার
নিয়ে একখানা গোলাপ, দুটি চকোলেটে আজও হইবেন পাড় ।

ঘরে ঢুকিয়া চাহিয়া দেখিলেন কন্যা একা বসে
দেখিয়া পিতাকে কাঁধে চড়িয়া আজিকে নাহি হাসে ।
ধরিয়া পিতার হাত সাত বছরের কন্যা টানিয়া লইয়া গেল ঘরে
মলিন মুখে বলিল খুকি, “বাবা সত্য জবাব দেবে ?
ভালোবাসো কাকে বেশি ? মোকে না মা’কে ?”

ক্যাডবেরিটা রোজ পাই আমি
গোলাপ ফুলটা মা
রোজ রোজ এমন দেখিলে কি কারো মন
খারাপ হইবে না ?
ফুলগুলি মা নিত্য জমায়
বুক শেলফের পাশে
ক্যাডবেরি কি খাইলে একবার
আর ফিরিয়া আসে ?
তোমার প্রিয় রঙ জেনেছি
এবারো পূজার কাল
আমি যতই ভিন্ন কিন্তু
মায়ের শাড়ীটি লাল ।
এমন কিছু কি দেবেনা বাবা
যা থাকিবে মোর চিরকাল ?

অজিতবাবু
ভেবে হেন কাল, জলে ভাসে গাল
দৃষ্টি কোরে ঘোলা
মনে পড়িল মায়েরই চেহারা,
আহারে কি ভোলাভালা !

কহিলেন তিনি,
“মা তুমি করিলে মোরে ঋনি।
গত জন্মে যে প্রাণ দিয়াছো, সে প্রাণ লইয়া এসে
ঘুরছি আমি পৃথিবীর পরে, তোমারই বাবার বেশে ।
যে প্রাণ দিয়াছি তোমারে আমি, সুখী হও লয়ে তা
পরের জন্মেও প্লিজ হয়ো তুমি, এই অধমের মা।।”

৭৬২জন ৭৬২জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ