
দুনিয়াতে আছে বহুরকম পাজী,
জনসম্মুখে থাকে ভাল সাজি।
অকাজের বেলায় সেইরকম কাজি,
কোন একসময় মনকে করে রাজি।
টাকার গরমে জীবন রাখে বাজি,
হজ্জ্ব করে নামে লাগায় হাজী।
পোশাক দেখিয়ে বলে করে এসেছি হজ্জ্ব!
মিথ্যা বলে বুঝায় যে তা বলা খুব সহজ!
একবার ভাবেনা যে মিথ্যা না বলা ফরয!
৪টি মন্তব্য
মনির হোসেন মমি
দুশ্চরিত্রা মানুষ। নিজেকে দিনের আলোতে ভাল সসাজাতে কতরকম ফন্দি যে সাজে। খুব ভাল লাগল।
সুপর্ণা ফাল্গুনী
এসব মানুষের মুখোশের আড়ালে চলে হাজারো অনিষ্টের খেলা, এদের চেনা খুব কঠিন। ভালো লাগলো কবি। একরাশ শুভেচ্ছা রইল। শুভ সন্ধ্যা
তৌহিদ
এখন নাম কামানোর জন্যেও অনেকে হজ্জ্ব করেন। ভালো থাকুন আপনিও।
আরজু মুক্তা
সব লোক দেখানি। আসল কাজে নাই