urlasd বাংলাদেশ সফররত পাকিস্থান ক্রিকেট দলকে তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় পরাজিত করে হোয়াইট ওয়াস করলো বাংলাদেশ ক্রিকেট টীম।
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি খেলোয়ারকে।

1429459399_news_imgউপমহাদেশের কোন দলের বিরুদ্ধে এই প্রথম সিরিজ জয় এবং হোয়াইট ওয়াস।
ব্যাটিং,বোলিং এবং ফিলডিং এর প্রতিটি বিভাগেই পাকিস্থানের তুলনায় শ্রেষ্ঠতম নৈপুন্য প্রদর্শন করে বাংলাদেশ প্রতিটি খেলায় জয়লাভ করেছে।

ওয়ানডেতে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়া টেষ্ট প্লেইং দল
ওয়েস্ট ইন্ডিজ – ২০০৯ – ৩ ম্যাচ – ৩-০তে জয়ী
নিউজিল্যান্ড – ২০১০/১১ – ৫ ম্যাচ – ৪-০তে জয়ী
নিউজিল্যান্ড – ২০১৩/১৪ – ৩ ম্যাচ – ৩-০তে জয়ী
জিম্বাবুয়ে –    ২০১৪/১৫ –  ৫ ম্যাচ –  ৫-০তে জয়ী
পাকিস্থান – ২০১৫ –  ৩ ম্যাচ – ৩-০তে জয়ী।

শুভ কামনা টাইগার্স      (3

৮৬৭জন ৮৬৬জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ