
(আমার)শব্দেরা আঁকাবাঁকা নদীর মত,
ছুটে যায় দৃষ্টি সীমা পেরিয়ে দূর-জল-সীমায়,
পাল্টে যাওয়া ছবির মত, গ্রীষ্ম ও বর্ষা ঋতুর মত।
প্রতিটি শব্দ, নিরাভরণ সুখে কাছে এসে জানতে চায়,
কোথায় কী-কী লুকিয়ে রেখেছি, লুকিয়ে ফেলেছি;
সাড়া দেব দেব করে বলা হয় না,
পরিশুদ্ধ মহাশূন্যে স্পষ্ট-স্পষ্টতার মাঝে কত-কী পড়ে আছে,
চূড়ান্তের মত সতেজ মসৃণ স্ফটিক স্বচ্ছতায়;
মাটিচাপা বিবর্ণতা সেখানে পৌঁছায়-না,
সন্দেহ, ঈর্ষা আর অনাত্মীয়তা অর্থহীন সেখানে,
বিস্মৃতির ভড়ং-ও;
শহুরে ফেনিল শোরগোল তাপহীন।
ছবি নেট থেকে।
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
কঠিন সময় পার করছি। কি হচ্ছে/ কি ভাবছি/ কি করছি জানা নেই। শব্দেরা ছুটে যাক , কলম থামলে চলবেনা। লেখালেখি চলুক অবিরত। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
হুম, আমার ল্যাহালেহি চালু আছে, আপনাদের একটু বিরতি দিয়েছি,
ক্লান্ত করে ফেলেছি আপনাদের লিখে-ফিখে।
ভাল থাকুন।
অতি দ্রুত লেখা দিন।
ধন্যবাদ।
হালিমা আক্তার
শব্দেরা বই ছিল প্রবাহিত নদীর মতো। নতুন নতুন লেখায় চিত্রিত হোক সোনেলার পাতা। শুভকামনা।
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ, নিয়মিত পড়ার জন্য।
কী যে চিত্রিত করতে পারছি আল্লাহ ই জানেন।
আরজু মুক্তা
লেখাগুলো পরিপাটি থাক শীতলপাটির মতো। গ্রামের শান্ত নদীর মতো অথবা পিদিম জ্বলা সন্ধ্যার মতো।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
ইট্টু বেশী বেশী মনে হচ্ছে যে!!
তাও ভাল, ভালোতো।
নিরন্তর শুভেচ্ছা।
তৌহিদুল ইসলাম
কে কি ভাবে ভাবুক, নিজেকে নিজের মত করে প্রকাশ করাই জ্ঞানীর কাজ। শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
জ্ঞানীদের বেইল নেই, তবে ব-কলমে লেখালেখি চালু থাকবে।
ভাল থাকবেন আপনি।