জ্ঞান অর্জনের কোন শেষ নেই।জানা বিষয়গুলোও ফের জেনে রাখা ভাল।মনভোলা মানুষ আমরা মুহুর্তে অনেক কিছুই ভুলে যাই।ইন্টারনেট দুনিয়ার তথ্য ঘেটে পেলাম জাতীয় পরিচয় পত্রের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় যা আপনার কাজে লাগলেও লাগতে পারে।এখন কাজে লাগুক আর নাই লাগুক রেজিঃ সম্পর্ণ করে রাখলে প্রয়োজনে যে কোন সময় লগিং করে আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের প্রয়োজনীয় তথ্যাদি পরিবর্তন করতে পারবেন।তাহলে চলুন-জেনে নেই কী-ভাবে কী হয়।
তথ্যপ্রযুক্তির দুনিয়ায় বাংলাদেশও পিছিয়ে নেই।অনলাইন ভিত্তিক নিত্য নতুন বিষয় যোগ হচ্ছে দেশের সরকারী বিভিন্ন সংস্থাগুলোর অনলাইন সাইটগুলোতে।তেমনি নির্বাচন কমিশন সাইটেও বহু আগে হতেই শুরু হয়েছে অনলাইন সেবা।
সেবাগুলো
যদি প্রাপ্ত জাতীয় পরিচয় পত্রের ছবি পরিবর্তন বা কোন তথ্য আপডেট করতে চান তবে প্রথমে আপনাকে যেতে হবে NID বিভাগ এর ওয়েভসাইটে গিয়ে রেজিঃ করতে হবে।
সাইট ঠিকানাঃ নির্বাচন কমিশন রেজিষ্ট্রেশন
এই সাইটিতে প্রবেশের সময় ফায়ারফক্স ব্রাউজার হলে কিছু সমস্যা দেখা দিতে পারে।যদি This Connection is Untrusted লেখা আসে তখন অবশ্যই I Understand the Risks এ ওকে চাপতে হবে।অতপর Add Exception ক্লিক করে Confirm Security Exception এ ক্লিক করলে সাইটটি ওপেন হবে।
সাইটটি ওপেন হলে রেজিষ্ট্রি বাটনে ক্লিক করুন।দেখবেন কিছু তথ্য চাইবে তা পূরণ করে ওকে দিন। এরপর আপনার মোবাইলে এক্টিভেশন কোড আসবে।লগিং করতে আপনার মোবাইলে প্রাপ্ত কোড এবং আইডি কার্ডের তথ্য দিয়ে লগিং করে নিজের মন মতো লগিং ইউজার নাম ও পাশওয়ার্ড চেঞ্জ করুন ।
রেজিষ্ট্রেশন ও তথ্য পরিবর্তনে যা অনুসরণীয়ঃ
৴প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সফল ভাবে হয়ে গেলে আইডি কার্ডের তথ্য ও আপনার মোবাইলে প্রাপ্ত কোড দিয়ে সাইটে প্রবেশ করুন।
৴যদি তথ্য পরিবর্তন করতে চান তবে তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাত করে তা প্রিন্ট করুন।
৴প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে স্ক্যান করবেন তারপর স্ক্যান কপি সাইটে জমা দিবেন।
লগিং করার পর আপনার প্রোফাইল আসবে।সেখানে তথ্য পরিবর্তনের বিভিন্ন অপসন থাকবে।এখন আপনার ইচ্ছে মত প্রয়োজনীয় সেবা গ্রহন করতে পারেন।
৴এনআইডি নম্বর বসান(যদি এনআইডি নম্বর ১৩ সংখ্যা হয় তাহলে প্রথমে জন্মসাল বসাতে হবে।যেমন আপনার জন্ম যদি ১৯৯৯ হয় আর এনআইডি নম্বর যদি ১৩৬৫৯৩২১০৮৩২৭ তাহলে প্রথমে ১৯৯৯ লিখে বাকী সংখ্যাগুলো বসিয়ে দিন।
৴এখন জন্ম তারিখ,মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা,বর্তমান ও স্থায়ী ঠিকানা-বিভাগ,জেলা,উপজেলা,থানা ইত্যাদি সিলেক্ট করুন।এ ক্ষেত্রে এ সব তথ্য পূরণে অবশ্যই ভোটার হবার সময় যা যা দিয়েছিলেন ঠিই তা তাই দিতে হবে।এরপর লগিং পাসওয়ার্ড বসাতে হবে।পাসওয়ার্ড অবশ্যই আট সংখ্যার হতে হবে।সব তথ্যাদি সঠিক ভাবে পূরণ করে রেজিষ্টার বাটনে ক্লিক করলে মোবাইলে ভেরিফাই কোড আসবে(কোডটি আসতে প্রায় দুই মিনিট সময় লাগতে পারে।যদি দুই মিনিটের মধ্যে কোডটি না আসে তাহলে পুনরায় কোড পাঠান এসএমএস এ আবার ক্লিক করুন এবং কোডটি বসানোর জন্য স্কিনে একটি বক্স আসবে।পাশে জলছাপের একটি ভেরিফাই সংখ্যা আসবে যা ঘরে হুবহু টাইপ করে বসিয়ে ক্লিক করার পর পেয়ে যাবেন আপনার কাঙ্খিত দিক নির্দেশনা।
লগিং করার পর নির্বাচন কমিশনারের সকল তথ্যাদি আপনার সামনে আসবে তখন আপনি আপনার প্রয়োজনীয় তথ্য সেবা নিতে পারেন।জাতীয় পরিচয় পত্রের হালনাগাত সহ ছবি পরিবর্তন করা এখন আপনার হাতে।
ইউটিউব দেখতে পারেন//
আমি রেজিষ্ট্রেশন করেছি আপনিও করুন।
সূত্র: টেকটিউনস/
৩০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবার জন্য ধন্যবাদ আপনাকে। আমার নাম এর বানান ভুল আছে, সার্টিফিকেট এর সাথে মিলে নাই। ব্যাংকে টাকা জমা দিয়েও আর বদলানো হয়নি। শুভ কামনা রইলো
জিসান শা ইকরাম
আজ ব্লগে আপনার সাত বছর পূর্ণ হলো।
সোনেলায় আপনার সাত বছর পূর্তিতে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ ব্লগিং।
মনির হোসেন মমি
অসংসখ্য ধন্যবাদ।
সকলের সহবস্থানের আন্তরিকতাই মুখ্য আৃিমি আপনাদের পেয়ে গর্বিত।
মোঃ মজিবর রহমান
জানা ছিল পরিপুর্ন জানলাম। ধন্যবাদ মনির ভাউ।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইয়া।ভাল থাকবেন।সুস্থ থাকবেন।
খাদিজাতুল কুবরা
খুব গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক কিছু জানতে পারলাম।
এন আইডিতে সমস্যা আমার ও আছে। দৌড়াদৌড়ির ভয়ে করতে পারি না। এখন দেখছি অনলাইনেই করা যাবে।
অনেক শুভকামনা রইল
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।ভাল থাকবেন।সুস্থ থাকবেন।
রেজওয়ানা কবির
খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু,।ভাল থাকবেন।সুস্থ থাকবেন।
ছাইরাছ হেলাল
খুবই প্রয়োজনীয় বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ।
সাত বছর খুব দীর্ঘ সময় আমরা একত্রে একসাথে আছি।
ভাল থাকুন সব সময়।
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয় ভাইজান।দোয়া করবেন আমরা আমৃত্যু সোনেলাকে এমনি বিশ্ব সাহিত্য দরবারে তুলে ধরে রাখতে পারি।
সুরাইয়া পারভীন
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সোনেলায় আপনার সাত বছর হয়ে গেছে। অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া। সোনেলায় আপনার পথ চলা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হোক।
মনির হোসেন মমি
বোনেরা আছে বলেই ভাইয়েরা এগিয়ে যাওয়ার সাহস পায়।আগামীতে এমন রেকর্ড আপনারও হবে। ধন্যবাদ ।
আরজু মুক্তা
সাত বছর! সাত সমুদ্র ভালোবাসা থাকলো।
আর গুরুত্বপূর্ণ এই পোস্টের জন্য শুভকামনা।
অনেক কিছু জানলাম
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।সুস্থ থাকবেন।ভাল থাকবেন।
শামীম চৌধুরী
খুবই গুরুত্বপূর্ন ও শিক্ষনীয় পোষ্ট।
শুভ কামনা রইলো ভাইজান।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইজান।
সুপায়ন বড়ুয়া
আপনার সোনেলায় সাত বছর পূর্ণের জন্য অভিনন্দন।
সুন্দর প্রয়োজনীয় লেখার জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন। শুভ কামনা।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ প্রিয়।
সাবিনা ইয়াসমিন
অনেক উপকারী একটা পোস্ট দিলেন। অশেষ ধন্যবাদ মমি ভাই। সোনেলায় আপনার সাত বছর পুর্তি হলো! শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে। ভালো থাকুন, সোনেলায় আপনার পথচলা অব্যাহত হোক।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
মনির হোসেন মমি
দোয়া করবেন শুধু।ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
গুরুত্বপূর্ণ বিষয় ভাল লাগল ———
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয় কবি।
ইঞ্জা
চমৎকার পোস্ট দিলেন ভাই, এই লেখার মাধ্যমে মানুষ অনেক কিছুই জানবে।
সাত বছর পূরণ হওয়ায় আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা ভাই।
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয় ভাইজান।
ইঞ্জা
ভালোবাসা অফুরান
তৌহিদ
অনেক উপকারী একটি পোস্ট দিলেন ভাই। এখন অতিসহজেই আমরা এনআইডি সম্পর্কিত তথ্যবলী সংশোধন করতে পারবো।
শুভকামনা রইলো ভাই।
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয়।
তৌহিদ
সোনেলা ব্লগে সাত বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন ভাইয়া। আপনি আমাদের সকলের অনুপ্রেরণা।
মনির হোসেন মমি
ধন্যবাদ এবং কৃজ্ঞতা ভাইয়া।