অঃকঃ আপনি মনে হয় কোথাও থেকে কপি করে এখানে পেস্ট করেছেন। তাই অক্ষর গুলো বোল্ড এসেছে। এমন হতে পারে ।
যা করবেন – লেখা পেস্ট করার আগে এইচটিএমএল এ ক্লিক করে নিয়ে এরপর পেস্ট করবেন। এটি বর্তমানে দৃশ্যমান করা আছে ডিফল্ট হিসেবে। বুঝতে না পারলে জানাবেন।
শুভ কামনা ।
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এমন বর্ষায় জোছনা পেলে মন্দ হয় না ।
সুন্দর হয়েছে ।
বিমান
যা বলেছেন বরশা ভরা জোছনা
আপনার কবি মনের কামনা
পূরণ হউক আমার ও বাসনা। -{@
মর্তুজা হাসান সৈকত
এমন চঞ্চল কবিতা পড়ে মনটাও চঞ্চল হয়ে উঠলো ।
বিমান
আপনার মন চঞ্চল হয়েছে জেনে বুঝলাম লেখা সার্থক
জিসান শা ইকরাম
বাহ ! সুন্দর —-
অঃকঃ আপনি মনে হয় কোথাও থেকে কপি করে এখানে পেস্ট করেছেন। তাই অক্ষর গুলো বোল্ড এসেছে। এমন হতে পারে ।
যা করবেন – লেখা পেস্ট করার আগে এইচটিএমএল এ ক্লিক করে নিয়ে এরপর পেস্ট করবেন। এটি বর্তমানে দৃশ্যমান করা আছে ডিফল্ট হিসেবে। বুঝতে না পারলে জানাবেন।
শুভ কামনা ।
বিমান
আপনি ঠিক বলেছেন আমি আগে লিখি পরে এডিট করি,
প্রকাশ যোগ্য হলে কপি পোস্ট করি।
কিন্তু HTML ব্যাপারটা জানিনা দয়া করে জানাবেন।
খসড়া
অনুকাব্য -{@
বিমান
ধন্যবাদ
লীলাবতী
মিনি কাব্য সুন্দর হয়েছে ।
বিমান
ধন্যবাদ -{@
ফাহিমা কানিজ লাভা
ছোট কবিতা- শেষ হইয়াও হইলো না শেষ। 🙂
বিমান
কিন্তু কেমন লেগেছে বললেন না ত। -{@