পরম প্রাপ্তি

বিমান ৩০ আগস্ট ২০১৩, শুক্রবার, ০৬:৫৫:০১অপরাহ্ন বিবিধ ১২ মন্তব্য

চাঁদের বুকে জল ফেলেছে – বরষা ভরা ধরা-
হৃদয় ভরা পুলকে তাই – তৃপ্ত দেহে ;
শান্ত মনে – ঘুমে আত্মহারা।
মেঘ সাগরে ভাসছে ভেলা – জুড়িয়ে দিয়ে
জীবন জ্বালা।
রাতের আকাশ জোছনা ভরা
নদীর ধারে জোনাকিরা
জ্বলছে যেন তারা।
      -{@

৫৩৯জন ৫৩৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ