১৪ জুলাই ২০১৩ ইং
কেউ একটু আসেওনা এখানে
না আসুক, আমি আসবো।
হয়ত একদিন আসবে পথ ভুলে,আসবেই ।
১৫ জুলাই ২০১৩ ইং
আজ কি আসবে এখানে?
কিছুটা অস্থিরতায় পেয়ে বসেছে নদী
কতটা ভালোবাসি জানো তুমি ।
১৬ জুলাই ২০১৩ ইং
আজও আসলোনা সে
নদী, এই স্থানটিকে আমাদের একান্ত স্থান মনে হয়
যেখানে শুধু দুজন তুমি আর আমি ।
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
অতীত বর্তমান ও ভবিষ্যতের অদ্ভুত সম্মিলন ।
আমার আছে নীল
এতকিছু লিখে ফেলেছি? ভাবিনি তো লেখার সময়ে।ধন্যবাদ।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম।
চিঠি ভালো লেগেছে।
শুভ কামনা।
আমার আছে নীল
ধন্যবাদ
মশাই
প্রথম লেখায় ভাল লাগা রেখে গেলাম নিয়মিত লিখবেন আশা করি।
সোনেলায় স্বাগতম আপনাকে।
আমার আছে নীল
আমি লেখক নই । জীবনের প্রথম লেখা এই । চেষ্ট করবো আরো লিখতে । ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
মাত্র এটুকু লেখাতেই এতো আবেগ আর এতো কস্টের প্রকাশ !!!
খুব ভালো লেগেছে, লিখবেন এখানে নিয়মিত? শুভকামনা আর স্বাগতম জানাই আপনাকে -{@
আমার আছে নীল
আমার সবচেয়ে আপনজনের কাছে লেখা,আবেগ তো একটু থাকবেই। চেষ্টা করবো লিখতে। ধন্যবাদ।
মিথুন
এতো অভিমান ?
এটা আপনার প্রথম লেখা? সুন্দর, আবেগ টের পাওয়া যায়।
সে এসে বসে আছে কিনা দেখেন কিন্তু।
আমার আছে নীল
হ্যা, প্রথম লেখা। অভিমান না থাকলে ভালোবাসা থাকে? আমি তো সেথায় যাই প্রতিদিন। ধন্যবাদ।
বনলতা সেন
প্রথম লেখাই যদি এই রকম হয় তাহলে এই প্রথমের মতই নিয়মিত লিখুন ।
আমার আছে নীল
নাটোরের বনলতা সেন নন আপনি। তারপরেও বনলতা সেনে মগ্ন থাকি কবিতায়। খেয়ালি মানুষ আমি। কতদিন লিখতে পারি জানি না। তবে কিছুদিন তো লিখবোই। ধন্যবাদ।
ওয়ালিনা চৌধুরী অভি
কার এত বড় সাহস, এমন ডাক উপেক্ষা করার ? নাম বলুন, টেনে আপনার কাছে নিয়ে আসি। (y)
আমার আছে নীল
প্রকাশ্যে নাম বলা যাবেনা আপু, কানে কানে বলবো।
নির্বাসিত নীল
পুরো লেখাটায় যথেষ্ট আবেগ আছে।
তবে আমার কাছে লেখাটা কেন জানি চিঠির মত মনে হয়নি।
ডায়রী লেখার মত মনে হয়েছে।
“১৪ ১৫ ১৬” তারিখগুলো কারন হতে পারে…… 🙂
আমার আছে নীল
মনে করুন বিভিন্ন তারিখে দেয়া মেসেজ এগুলো। মেসেজ মেইল এসব তো বর্তমানের চিঠিই ভাই।
খসড়া
হায়রে নিল খাম। কোন দিন পেলাম না।
আমার আছে নীল
আমি পেয়েছি ভাই 🙂
যাযাবর
(y) (y)
আমার আছে নীল
ধন্যবাদ যাযাবর ভাই।
অলিভার
প্রহর গুনে কারো জন্যে অপেক্ষার কথামালা…।
আরও বলবে কি…?? নাকি কেউ অপেক্ষার অবসান ঘটাবে। জানার অপেক্ষায় থাকলাম 🙂
আমার আছে নীল
আরো বলবে, বলা শেষ হয়নি। হবেও না কোনদিন।