নীল খামের চিঠি -১

আমার আছে নীল ১৭ জুলাই ২০১৪, বৃহস্পতিবার, ০১:০২:১৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ২২ মন্তব্য

১৪ জুলাই ২০১৩ ইং 
কেউ একটু আসেওনা এখানে
না আসুক, আমি আসবো।
হয়ত একদিন আসবে পথ ভুলে,আসবেই ।

১৫ জুলাই ২০১৩ ইং 
আজ কি আসবে এখানে?
কিছুটা অস্থিরতায় পেয়ে বসেছে নদী 
কতটা ভালোবাসি জানো তুমি । 

১৬ জুলাই ২০১৩ ইং 
আজও আসলোনা সে
নদী, এই স্থানটিকে আমাদের একান্ত স্থান মনে হয়
যেখানে শুধু দুজন  তুমি আর আমি ।

 


 

৬৬৩জন ৬৬৩জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ