নির্বাসন

রিতু জাহান ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার, ১০:১৬:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

দূরত্ব বিলাসী মনের কবে যে কোথায় তার কি যে হলো ভুল!
হঠাৎ হোঁচটে দুমড়ে মুচড়ে গেলো একটা গোটা মানুষ
নির্বিকার এই আমাকে নির্বাসিত করতে হলো
লোকালয় থেকে দূর বহুদূর।
মূর্চ্ছিত, অসাড়তা, অমানিশা ছুঁয়ে আছে চারপাশ
তবু আত্মবিস্মৃতি নেই, নেই মুক্তি দুঃসহ স্মৃতিরোমন্থনে।

মন ও মস্তিষ্ককে বৃহদাকার সুরক্ষা দিতে দিতে
চোখ মুজে এলো যখন,,
সংসার সমাজ ঘোষণা দিলো মৃত আমি।

 

রিতু জাহান,রংপুর
আজঃ আটই শ্রাবন ১৪২৯ বঙ্গাব্দ
সোমবার
পঁচিশ জুলাই
কৃষ্ণপক্ষ।

৫০৯জন ৪০৭জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ