
দূরত্ব বিলাসী মনের কবে যে কোথায় তার কি যে হলো ভুল!
হঠাৎ হোঁচটে দুমড়ে মুচড়ে গেলো একটা গোটা মানুষ
নির্বিকার এই আমাকে নির্বাসিত করতে হলো
লোকালয় থেকে দূর বহুদূর।
মূর্চ্ছিত, অসাড়তা, অমানিশা ছুঁয়ে আছে চারপাশ
তবু আত্মবিস্মৃতি নেই, নেই মুক্তি দুঃসহ স্মৃতিরোমন্থনে।
মন ও মস্তিষ্ককে বৃহদাকার সুরক্ষা দিতে দিতে
চোখ মুজে এলো যখন,,
সংসার সমাজ ঘোষণা দিলো মৃত আমি।
রিতু জাহান,রংপুর
আজঃ আটই শ্রাবন ১৪২৯ বঙ্গাব্দ
সোমবার
পঁচিশ জুলাই
কৃষ্ণপক্ষ।
১২টি মন্তব্য
মনির হোসেন মমি
চিরস্থায়ী গন্তব্য সবার জন্য বাধ্যতামুলক।
মন ও মস্তিষ্ককে বৃহদাকার সুরক্ষা দিতে দিতে
চোখ মুজে এলে যখন,,
সংসার সমাজ ঘোষণা দিলো মৃত আমি।
সুন্দর অনুভুতি।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ ভাই,,
ভালো থাকবেন সব সময়।
সৌবর্ণ বাঁধন
বাহ। চমৎকার লিখেছে। আসলে আমাদের মনের মৃত্যুর বিনিময়ে সমাজ সংসার আমাদের জীবিত ঘোষণা দেয়।
রিতু জাহান
একদম ঠিক,
সংসার একদমই না শুনতে অপারোগ,
শুভকামনা রইলো, ভালো থাকবেন সব সময়।
বোরহানুল ইসলাম লিটন
জীবনের এক পরিক্রমা
ছোট্ট কবিতায় অনেক কিছুই রেখেছেন জমা!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ ভাই,, ভালো থাকুন সর্বদা।
আলমগীর সরকার লিটন
মন ও মস্তিষ্ককে বৃহদাকার সুরক্ষা দিতে দিতে
চোখ মুজে এলো যখন,,
সংসার সমাজ ঘোষণা দিলো মৃত আমি।
সত্যই সংসার ধর্ম এরকমী হয় তবু ধৈর্যের মুখে থাকতে হয়
কবি আপু ! ভাল থাকবেন———
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ ভাই,, ভালো থাকুন সর্বদা।
নিতাই বাবু
চমৎকার উপস্থাপন।
রিতু জাহান
কৃতজ্ঞতা,, ভীষণভাবে অনুপ্রানিত হলাম।
ভালো থাকবেন দাদা।
প্রদীপ চক্রবর্তী
সংসার সমাজ মানুষকে কতকিছু বলে আখ্যায়িত করে থাকে। তবুও মানুষকে চলতে হয় বাঁধাবিপত্তি পেরিয়ে।
যারা এ বাঁধাবিপত্তি পেরিয়েছে তারাই আজ জয়ী।
ভালো প্রকাশ!
হালিমা আক্তার
সমাজের সকল বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে হয়। মৃত্যু চিরসত্য,এর থেকে পরিত্রাণের উপায় নেই। শুভ কামনা।