একটা প্রকান্ড বোঝার
মতন তার মাথায়
চেপে ধরল একাকীত্ব ।
সেই ভারে তার
ঘাড় নুয়ে এলো ,
সেই যন্ত্রনায় তার চোখে জল এলো ।
প্রথম দিকে বিষ্ময়কে গ্রাস করেছে নৈরাশ্য 🙂 …
ক্ষনিকের মাঝে তার উপলব্ধি হল , সে বন্দী ।
নির্জনতার কঠিন কারাগারে তাকে চারদিকে ঘিরে রয়েছে ,,
মানুষ একাকী থাকতে পারে না , শূণ্যতার ভয়ে !!
বিশাল এই আকাশটির নিচে একটি মানুষ হাটুতে মুখ গুঁজে কাঁদছে ।
কান্না তো কারো প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যে ।
কিন্তু তাকে তো কেউ দেখছে না 🙂 ।
কিংবা তাকে শুধু
আকাশ দেখছে ,
বাতাস দেখছে ,
অরণ্য দেখছে ,
মিষ্টি কমলা দেখছে ,
বৃষ্টি দেখছে ,
সমুদ্র দেখছে ।।।
দুর থেকে আরো
দুরান্তরে ভেসে আসছে
সমুদ্রের মৃদ্যু শব্দ ।
মাঝে মাঝে মুখ তুলে শৃণ্য দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে 🙂 ।
তার মুখে অসম্ভব
যন্ত্রনার প্রতিচ্ছবি ।
প্রতিচ্ছবি দ্বীর্ঘ থেকে দ্বীর্ঘতর হচ্ছে ।
যন্ত্রনাগুলো বেড়ে বেড়ে
অসীম আকাশে নিয়তি চাইছে ।
কিসের প্রত্যাশায় ??
বড় অজানা ।।।।
২১টি মন্তব্য
ব্লগার সজীব
ভালো লিখেছেন কৃষ্ণমানব। যোগ্যতম উৎসর্গ –
বন্য
যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, শুন্যতাকে ভয় পাওয়ার চেয়ে তাকে জয় করে নেওয়ায়াটাই ভালো, দূর আকাশে ভাসিয়ে শুন্যতা, নগ্নতায় জন্মাক বিজ্ঞতা।
কৃষ্ণমানব
বন্য ভাইয়া 🙂
মেঘ দেখে কেউ করিও না ভয় 😀
আড়ালে তার সূর্য হাসে :p
বন্য
আজকাল কেন জানি ভাইয়া বিখ্যাত উক্তিতে মনে খটকা জাগায় , কিছু কিছু উক্তি যেন আমাদের দাস করে রাখতে চায়। বেধে রাখতে চায় তাই আজকাল আর কোনো মহামানবের উক্তি টানে না। হা হা হা তবে নিজেও যে কিছু করতে পারবো সেই ভরসাও নেই।
কৃষ্ণমানব
টাইপেক মিসটেক জনিত কারণে মিষ্টি কমলা রোদ না হয়ে শুধু মিষ্টি কমলা হল :'( 🙁
বন্য
তাইতো কই এমন তো হওয়ার কথা না আবার ভাবলাম লেখক মানুষ অনেক সময় কমলার রঙের মাঝেও হয়তো কিছু দেখেছে!
শুন্য শুন্যালয়
কিসের প্রত্যাশায়, সে যে সত্যিই অজানা। একাকিত্ব কি আদৌ ঘোঁচে?
দুটা লাইন খুব টাচ করলো, কান্না তো কারো প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যে ।
কিন্তু তাকে তো কেউ দেখছে না। যদিও নিজের জন্য কাঁদে কেউ কেউ হয়তো নিজের দৃস্টি আকর্ষণের জন্য।
খুব সুন্দর। পরীক্ষা কেমন হলো? নাকি এখনো চলছে?
কৃষ্ণমানব
আমার পরীক্ষার কথা কিভাবে জানলেণ ??
না আগামী মাসে পরীক্ষা ।
এখন জীবনের পরীক্ষা নিয়ে অতিশয় ব্যাস্ত ।
শূন্য শূন্যালয়
ওয়ালিনা চৌধুরী অভি
সব কিছু আপনার জন্য ই অপেক্ষা করছে।
স্বপ্ন নীলা
অসাধারণ লিখেছেন —- মুগ্ধতা রেখে গেলাম
কৃষ্ণমানব
কোন সব কিছু অপেক্ষা করছে ?
তা নিয়ে কিন্তু আমি বেশ সন্দিহান :v . , .
ওয়ালিনা চৌধুরী অভি 🙂
কৃষ্ণমানব
ধন্যবাদ .. সময় নিয়ে ক্ষুদ্র কারো উপসর্গ পড়িবার জন্যে 🙂
স্বপ্ন নীলা :v
লীলাবতী
অনেক কিছুই আসলে আমাদের অজানা থাকে।ভালো লিখেছেন ভাইয়া।
খেয়ালী মেয়ে
কান্না তো কারো প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যে ।
কিন্তু তাকে তো কেউ দেখছে না
কিংবা তাকে শুধু
আকাশ দেখছে ,
বাতাস দেখছে ,
অরণ্য দেখছে ,
মিষ্টি কমলা রোদ দেখছে ,
বৃষ্টি দেখছে ,
সমুদ্র দেখছে
কিন্তু আমি অনুভব করতে পারছি 🙂
ছাইরাছ হেলাল
প্রত্যাশা আমাদের থাকেই ,অজানা কারণে।এত কিছু দেখার পড়েও।
কৃষ্ণমানব
আমার অনুভূতিগুলোতে যে গুণে ধরেছে ।
বেচে থাকা যে দুঃসাধ্য …
খেয়ালী মেয়ে
কৃষ্ণমানব
সময়ের ভিড়ে সব হারিয়ে যায় . .
তবু ও বেচে থাকা ।
এটাই যে বড় পাওয়া .. .
ছাইরাস হেলাল
হৃদয়ের স্পন্দন
আসলেই কি অজানা নাকি জেনেও না জানার প্রতারণা
কৃষ্ণমানব
মানুষ তখনি নিজের সাথে প্রতারণা করে . .
যখন তার অস্তিত্ব হুমকির সম্মুখীন হয় 🙂
পরবর্তীতে ‘ বর্ণচোরা ‘ রুপ ধারণ করে ।
হৃদয়ের স্পন্দন
শিশির কনা
ভালো লিখেছেন কৃষ্ণ মানব -{@
মেহেরী তাজ
ভালো লেগেছে ভাইয়া।