নিরাধার শরৎ

প্রদীপ চক্রবর্তী ৭ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ০৭:০২:৫২অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

এক বিষণ্ন গোধূলিমাখা শরৎ সন্ধ্যায়,
আকাশের ধবল মেঘের ভেলায়।

এসো কবি ভালোবাসা বিনিময় করি,
মুঠো ভর্তি মরশুমি ভরাখামে লিখি চিঠি।
ভেজা ঘাস আর মোহাচ্ছন্ন শিশিরে,
শহরের বুকে আদ্রতা নামে।

পানকৌড়ের দিগন্তে,ডাহুকের নীড়ে,
বৃষ্টি নামে তোমার আরশি নগরে।

সূর্যস্নানে ভিজো কবি অনায়াসে,
কবিতা লিখে যেও কাকভেজা কার্নিশে।
শরৎ রাত্রি আর দিবাকরে যামিনী,
আলোকিত পূর্ণিমা রাত্রিতে সে তো ষোড়শী।

রাত্রি কোলাহলে মায়াবী প্রেমের মরশুম,
আলো আঁধারের ছুটাছুটি ঘিরে গ্রীনরুম।

শিশির ভেজা কাননে জোনাকিপোকার নিস্তব্ধ ধ্বনী,
অভিসার শেষে আসে প্রিয় মোর সজনী।
মধুময় মধুর রাত্রি পোহালে তবে ফুটে কত কলি,
প্রেমিক সেজে প্রজাপতি নিয়ে যায় কত রসমঞ্জরি।

প্রস্ফুটিত কলিতে কত কীটের বসবাস,
স্বপ্নিল হৃদয়ে তাহাতে ঘিরে তাহার শেষনিঃশ্বাস।

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ