এক বিষণ্ন গোধূলিমাখা শরৎ সন্ধ্যায়,
আকাশের ধবল মেঘের ভেলায়।
এসো কবি ভালোবাসা বিনিময় করি,
মুঠো ভর্তি মরশুমি ভরাখামে লিখি চিঠি।
ভেজা ঘাস আর মোহাচ্ছন্ন শিশিরে,
শহরের বুকে আদ্রতা নামে।
পানকৌড়ের দিগন্তে,ডাহুকের নীড়ে,
বৃষ্টি নামে তোমার আরশি নগরে।
সূর্যস্নানে ভিজো কবি অনায়াসে,
কবিতা লিখে যেও কাকভেজা কার্নিশে।
শরৎ রাত্রি আর দিবাকরে যামিনী,
আলোকিত পূর্ণিমা রাত্রিতে সে তো ষোড়শী।
রাত্রি কোলাহলে মায়াবী প্রেমের মরশুম,
আলো আঁধারের ছুটাছুটি ঘিরে গ্রীনরুম।
শিশির ভেজা কাননে জোনাকিপোকার নিস্তব্ধ ধ্বনী,
অভিসার শেষে আসে প্রিয় মোর সজনী।
মধুময় মধুর রাত্রি পোহালে তবে ফুটে কত কলি,
প্রেমিক সেজে প্রজাপতি নিয়ে যায় কত রসমঞ্জরি।
প্রস্ফুটিত কলিতে কত কীটের বসবাস,
স্বপ্নিল হৃদয়ে তাহাতে ঘিরে তাহার শেষনিঃশ্বাস।
১৪টি মন্তব্য
তৌহিদ
এত ব্যঞ্জনা কার জন্য শুনি?? প্রেম করেছেনতো মরেছেন দাদা😃😃
কবিতা ভালো লেগেছে। একটু নিয়মিত হোন ব্লগে দাদা। সময় করে সবার লেখায় আপনার মন্তব্য দেখতে চাই কিন্তু ☺☺
শুভকামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
এতো ব্যঞ্জনা নিরাধার শরৎ কে নিয়ে।
প্রেম যে ভয়ংকর বোমা। তা জেনেশুনে কেউ কি পা বাড়ায় দাদা?
একটু ব্যস্ততার জন্য নিয়মিত ব্লগের সকলের লেখা পড়তে পারছিনা। তাই আন্তরিকভাবে দুঃখিত।
কয়েকদিনের মধ্যে নিয়মিত ব্লগে থাকার চেষ্টা করে যাব। ভালো ভালো ব্লগারদের ভালো মানের লেখনী তা কখনো আমি হাতছাড়া করব না।
.
অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা দাদা।
আরজু মুক্তা
শরৎ ঋতুটা প্রোমের মতো না গরম না ঠাণ্ডা!
ভালো লাগলো!
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা দিদি।
অনেক অনেক শুভকামনা।
মনির হোসেন মমি
পানকৌড়ের দিগন্তে,ডাহুকের নীড়ে,
বৃষ্টি নামে তোমার আরশি নগরে।
চমৎকার বাক্য ব্যাবহার।
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা।
অনেক অনেক শুভকামনা রইলো দাদা।
মনির হোসেন মমি
সোনেলার মান উন্নয়ণ। সোনেলা সম্পৃক্ততার ছোট খাট স্মৃতি লিখতে পারেন সোনেলার এ জন্ম মাসে।ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
এমন আহবান কে ফেরাবে!
যে কভু কবিতা লেখেনি, তারও কবি হবার স্বাধ জাগবে।
অপূর্ব লিখেছো প্রদীপ। কবিতার তৃষ্ণায় মন ছটফট করছিলো। এ কবিতায় প্রান জুড়িয়ে গেলো।
প্রিয়তে গেঁথে রাখলাম। আরও লিখো। শুভ কামনা সারাক্ষন ঘিরে থাকুক তোমাকে। 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি দিদি।
অজস্র ধন্যবাদ ও শারদ শুভেচ্ছা।
অনেক অনেক শুভকামনা রইলো দিদি।
বন্যা লিপি
শরৎ আমার সবচে প্রিয় ঋৃতু।তাকে নিয়ে যা লিখলে! ওহহো…. অনধিকারে তুমি করে বলে চলছি, দাদা ভাই যা খেতে ইচ্ছে করে খাও, কিন্তুক মাইন্ড খাইছো কি বদহজমিতে মইরা যাবা। তাই মাইন্ড খাইওনা।
মন জুড়িয়ে গেলো এ লেখায়।
নিরন্তর শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি দিদি।
আমারও প্রিয় ঋতু শরৎ।
অজস্র ধন্যবাদ ও শারদ শুভেচ্ছা।
অনেক অনেক শুভকামনা রইলো দিদি।
ভালো থাকুক প্রকৃতি,ভালো কাটুক প্রকৃতি প্রেমীদের।
মাছুম হাবিবী
আহা দাদা প্রতিটা কবিতায় হারিয়ে যাই কেন
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা।
অনেক অনেক শুভকামনা রইলো দাদা।
সুরাইয়া পারভিন
এক বিষণ্ন গোধূলিমাখা শরৎ সন্ধ্যায়,
আকাশের ধবল মেঘের ভেলায়।
এসো কবি ভালোবাসা বিনিময় করি,
মুঠো ভর্তি মরশুমি ভরাখামে লিখি চিঠি।
চমৎকার উপস্থাপন
শরৎ আমার ভীষণ প্রিয় আর ভালোবাসার ঋতু।