নিরন্তর ব্যবচ্ছেদ

নীলাঞ্জনা নীলা ৫ আগস্ট ২০১৩, সোমবার, ০৯:০২:০৯অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য


দিন-রাতের বেহিসেবী অক্ষর বুণন ,
আর নিঃস্বার্থ নিঃশ্বাস বড়ো অর্থহীন লাগছে এখন
নিশ্চিন্তের শয্যায় রাত্রি জেগে স্বপ্ন দেখা চোখ
আমাকে দেখেনা ।
হিসেব করে পাওয়াটুকু অসামাজিকতার ব্যবচ্ছেদ করে
আর ছেঁকে যা উচ্ছিষ্ট পেয়ে যায় বেহিসেবী দেনাদার ,
তাতেই সাজিয়ে নেয় স্বস্তি ।
বোকার মতো রোজ রোজ হররোজ একইভাবে…
অহর্নিশ একইভাবে…
হয়তো নিরন্তর একইভাবে…

হ্যামিল্টন , কানাডা
২ আগষ্ট , ২০১৩ ইং ।

৫৭৮জন ৫৭৮জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ