সরকার একের পর এক মানুষের উপর ব্যয় বাড়িয়ে চলেছে, কিন্তু ঢাকা বা দেশের ঘেঁটে খাওয়া মানুসগুলো কি করবে, কিভাবে জীবনযাপন করবে ? মানুষ কিভাবে সংসার চালাবে?

বিদ্যুতের দাম বাড়াবে, গ্যাসের দাম বাড়াবে আয়ের পথবন্ধ , মানে বাড়ছে না আয়। গ্যাসের দামের সাথে বাড়বে গাড়িভাড়া , বাড়িভাড়া, রিকশাভাড়া সব, আমরা কোথায় যাবো?

এবার জেই হরতাল ডাকুন না কেন রাস্তায় নামতেই হবে , বাধ্য।কোন উপায় থাকবেনা।

সরকারের ভিতর থেকে এগুল বাড়ানর কুমতলব কে দিচ্ছে তা সরকারের জানা উচিত।

এই মুহুরতে সরকারের বিদ্যুৎ ও গ্যাসের মুল্য না বাড়ানই উত্তম।

সাধারন মানুষকে পথে বসিয়ে মধ্যম আয়ের দেশ করা যায়না। মানুষের জীবন যাত্রা ব্যাহত করে কিভাবে দেশের উন্নয়ন সম্ভব?

”জান যদি না থাকে, রুপ দিয়া কি হইব?”  বিখ্যাত সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর  লাল সালুর উক্তি ।

সরকারের চাকুরী জিবিদের বেতন বাড়িয়ে খমতায় থাকা যাবে না। যারা আওয়ামিলীগের আদর্শ মানে না তাঁদের যতই টাকা, গাড়ীবাড়ি দেন তারা আপনার দল করবেনা। সাধারন জনগনের ভালো মন্দ দেখুন, তারা আপনাদের সাথে বেইমানি করবেনা।

আগামী জানুয়ারী থেকেই বাড়বে এই বিদ্যুৎ ও গ্যাসের দাম।

কোথায় ৪৫০/= টাকা আর কোথায় ১০০০/= টাকা। আদও কি সাধারন মানুষ এই বোঝা বইতে পারবে কি পারবেনা তা কি সরকারের জানা উচিত নয়?  বিদ্যুতের দাম বাড়াবে ৩০% ভাগ কি আজব দেশ আজব সরকার।প্রত্যেক পন্যের দামের সহিত ভ্যাট, টেক্স বাড়ছেই। কিভাবে সম্ভত জীবন বাঁচানো।

সাধারন মানুষকে রাস্তায় ফেলে কিভাবে ক্ষমতায় থাকবেন? এটা বোধগম্য না। সাধারন জনতার ভালোমন্দ বুঝুন তাঁদের অবস্থা কি হবে তা উপলধ্বি করুন। তাঁরপর ভাবুন মাননীয় দেশপ্রধান।

৪১৫জন ৪১৫জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ