নিঃসঙ্গ বাড়ি

মিসু ২৪ আগস্ট ২০১৪, রবিবার, ০৪:৫২:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য
মোবাইলে তোলা নিঃসঙ্গ সেই বাড়িটি
যেখানে সে একা
অন্য কেউ নেই তাঁকে সঙ্গ দেয়ার

মানুষ নিঃসঙ্গতায় ভোগে,
একাকিত্বের শূন্যতা কুড়ে কুড়ে খায় কোন কোন মানুষকে,
কিন্তু কখনো কখনো
কোন বাড়ীও যে চরম নিঃসঙ্গ হতে পারে তা জানা ছিলনা।

আমার বাসার ছাদে উঠলেই সেই নিঃসঙ্গ বাড়ীর দেখা মেলে।
হাত বাড়ালেই ছোঁয়া যায় বন্ধ জানালাগুলো।
মনে হয় বাড়িটা জোড় করে তার নিঃসঙ্গতা ঢাকতে চাইছে,
তার চোখ জুড়ে ভয়াবহ শূন্যতা।
মৃত্যুর নিস্তব্দতা ছড়িয়ে আছে স্যাঁতস্যাঁতে দেয়াল জুড়ে।
গতিময় জীবন এখানে এসে যেন হঠাত করেই থেমে গেছে।
কেউ থাকেনা এখন এখানে।

এক কালে যাদের চিত্কার হৈচৈ এ মেতে থাকত বাড়িটা,
আজ তাদের কাছে প্রয়োজন ফুরিয়েছে তার।
এখন শুধুই একটা সম্পত্তি সে।

 

 

৬৯১জন ৬৮৯জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ