তোমার মনের আকাশ ছুঁয়েছি যতবার
উদাসী নীলের মাঝে তুষার শুভ্র মেঘের খেয়ায়
ভেসে গেছি,,
ভালোবাসি বলাটা হয়নি একটিবার।
গোলাপ রাঙা হিম-হিম নিস্প্রান অধরের ছোঁয়ায়
প্রানবন্ত হওয়ার অপেক্ষায় থাকা
এক পেয়ালা উষ্ণ চা
অভিমানে শীতল হয়ে পড়ে,,তিক্ত স্বাদে পানসে হয়ে
অবহেলার প্রতিশোধ নিতে দ্বিধা করেনা এতোটুকু,,,,,,
ওষ্ঠো-অধরের অণুরাগে-অভিমানে
উষ্ণ ভালোবাসা প্রশ্ন চিহ্ন হয়ে পড়ে রয়।
প্রতিদিন কত কাজে অ-কাজে,নিয়মে অ-নিয়মে
দানা-দানা ভালো লাগা গুলো
পরিনত হলো জমাট বাধা পরিণয়ে,,
বুঝে নেবার আগেই বোঁঝা হয়ে চেপে রইলো
এক বিশাল আকাশের মতো।
শুধু মুখ ফুটে বলা হলো না “ভালোবাসি”।
ভাবনার অতলে ডুবে আনমনে অগোচরে
কান পেতেছি বন্ধ মনের দরজায়,,
না-বলা কথা গুলো শব্দ পাওয়ার প্রতিক্ষায়
অষ্টপ্রহরের সাথে যোগ করেছে আরো কিছু নির্ঘুম রাত।
” ভালোবাসি “লেখা চিঠিটা পড়ে আছে
খড়ো কাগজের ভাঁজে,,
খবরের কাগজে ছোট করে ছাপা হওয়া
অ-খবরের মতো করে।
হয়তো একদিন,
মুখে মুখে ,মুখোরিত হয়ে
গল্প দিয়ে গল্প বলা ,,কোনো গল্পের আসরে বসে
ঠিক-ঠিক জেনে যাবে
কেউ একজন ভালোবেসেছিলো ,,শুধুই তোমাকে।
২৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
দারুন ভালবাসা তো,
একদিন সমস্ত প্রতিকুলতা উপেক্ষা করে ভালবাসার ফুল ফুটবেই।
অনেক সুন্দর প্রকাশ।
সাবিনা ইয়াসমিন
হয়তো হ্যা,,নয়তো না,,,,আশায় থাকি,,,আশাতেই বাঁচি।
ধন্যবাদ।ভালো থাকবেন।
মাহমুদ আল মেহেদী
অনেক সুন্দর প্রকাশ। মুগ্ধতা সবসময়।
সাবিনা ইয়াসমিন
শুভ কামনা। -{@
ছাইরাছ হেলাল
ফুল ফুটুক বা না-ফুটুক বসন্ত আসবেই!! এই বসন্তেই আসুক সে, আসুক-না অন্য কোন দুর-বসন্তে,
ধরা তাকে পড়তেই হবে, যতই পিছু নিক জল-মাখা রাত-বিরাতে!!
সাবিনা ইয়াসমিন
বসন্ত আসে/যায়,,,
তার আসা আর হয় না,,
জলে মাখা হয়ে হয়তো ভিজে যায়
তার পোশাকাদি, ভিজে যায় তার মন,,
পৌষের শৈত্যে জমাটবদ্ধ করে রাখে
সেই শিশির ভেজা পথের রেখা,,,
উষ্ণ বাসন্তী প্রেমের খোঁজ অজায় পড়ে থাকে।
সাবিনা ইয়াসমিন
অজানায়
বন্যা লিপি
অবশেষে কি আমি কৃতকার্য হইতে পারিলাম?? লিখতে পারছি যখন, তখন মনে হচ্ছে পেরেছি,,,,, ধন্য কর্মফল। ধন্যবাদ আপনাকে সাবিনা ইয়াসমিন।আপনার লেখার ভক্ত হয়ে উঠছি ক্রমশঃ, নিরন্তর শুভ কামনা আপনার প্রতি।
সাবিনা ইয়াসমিন
আপনি কৃতকার্য হয়েছেন দেখে খুব ভালো লাগছে।অভিনন্দন ও শুভ কামনা রইলো।
তাড়াতাড়ি করে লেখা-লেখি শুরু করুন।❤❤❤
বন্যা লিপি
অবশেষে কৃতকার্য!!! সাবিনা ইয়াসমিন,আপনার লেখার ভক্ত হলাম। শুভ কামনা নিরন্তর।
সাবিনা ইয়াসমিন
😍😍😍😍😍
বন্যা লিপি
অনবদ্য লেখা।
সাবিনা ইয়াসমিন
❤💜💛💙💚❤
মায়াবতী
না বলা ভালবাসা টুকু তো প্রকাশ হয়ে ই গেলো অগোচরে হেলায় অবহেলায় অপরিণত হয়ে, ভালবাসা কি তাহলে এমন ই সপ্রতিভ ! চমৎকার সাবিনা বোন, খুব সুন্দর ভাবে না বলা ভালবাসা লিখে ফেলেছো সোনামনি! -{@
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা নিরন্তর ❤💙💚💛💜
তৌহিদ ইসলাম
ভালোবাসা কি তাহলে এমনই হয়। অনেক ভালোলাগা আপু।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা অনেক পদের হয়।এটি একটি পদ।
ভালোলাগায় আরো ভালো লাগলো।অনেক ভালো থাকুন।শুভ কামনা। -{@
তৌহিদ
ভালো থাকবেন -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জয় হউক ভালবাসার -{@
সাবিনা ইয়াসমিন
হুম্ম,, ভালোবাসার জয় হউক,,আর প্রেমিক /প্রেমিকারা কবিতা লেখে-পড়ে মরে যাক 😂😂
রিতু জাহান
যতোবার বলেছি ভালবাসি ততোবার নিজেকে নীলে ঢেকেছি।
কি যেনো বলি বলি করে আর তাকে বলাই হলো না।
সামনে আসলে বড় অচেনা হয়ে জিজ্ঞেস করি,’ কেমন আছেন?
অথচ সে এক আমার ‘ তুমি’।
মাঝে মাঝে আড়চোখে দেখে নেই, তাকিয়ে আছে অপলোক। লজ্জায় আড়ষ্ট হই আমি।
শক্ত কচ্ছপের খোলসে ঢেকে ফেলি নিজেকে। লুকিয়ে ফেলি আমার সমস্ত ভালবাসা। এই আমার সমস্ত সে ভালবাসা বড় যন্ত্রনায় কাতরায়, গুমরে ওঠে।
সেই কবে তার একটুকরো কাগজ, যা পড়া হয়নি কখনো। বহু বছর পর সময়ের পরিক্রমায় পথের মোড়ে এসে ছোট্ট করে বলে যায়, ” এতো অনাদর ছিলো তোমার সে সব শব্দে!” আমার চোখে তখন বড় ব্যাথা ফুটে ওঠে।
আচ্ছা, কি এমন হতো যদি সে খেরো কাগজের টুকরো খুলে শব্দমালা পড়ে নিলে? সময় কি পাল্টে যেতো, বা, এই আমি আমার কি অন্য সাজে দেখে নিতাম?
তোমার লেখার সাথে কি সব আবোল তাবোল জুড়ে দিলাম। ইগনোর করো।
দারুন লিখেছো। চমৎকার একটা কবিতা পড়লাম। দারুন লেখার হাত তোমার।
সাবিনা ইয়াসমিন
আসলে আমার লেখাটি এখন পূর্নতা পেলো।তোমার এই আবোল-তাবোল ভাবনা গুলো পড়ে আমার মাথাটা পুরোই বিকল হয়ে গেলো,,,আমি কেন এমন করে লিখতে পারিনা ^:^
অনেকদিন পরে এসেও মনটা ভালো করে দিয়েছো।❤💙💚💛💜
নীলাঞ্জনা নীলা
যেনো অথৈ সমুদ্রে সাঁতার কেটে কূল হারিয়ে ফেলা,
এমনই এক তুমি
মৌণ মনের এই মলাটকে খুলে ধরেছি কতোবার,
সহজ কথা বলা এতো কেন কঠিন হয়ে যায়!
বনসাই কখনো দীর্ঘকায় বৃক্ষ হতে পারেনা, জেনেও
অসহায় থাকে
আমার ভালোবাসাও বুঝি অমন ই!
ঠিকানা নেই,
তাই খামের ভেতর চুপচাপ পড়ে আছে চিঠিটা,
কবুতর তোমার শরীরের ঘ্রাণ জানেনা
কতোটি বছর পেরিয়ে গেছে!
দু’ অক্ষরের শব্দটা গেড়ে বসে আছে সেরেব্রামে,
একদিন ঠিক জেনে যাবে “আশা” কখনোই ছাড়িনি। —- এতো ভালো লেখেন কিভাবে আপনি, বলুন তো! মন্তব্য করতে গিয়ে কতো যে ভাবতে হয়েছে!
ভালোবাসা জিইয়ে থাক আপনার মন এবং মননে।
সাবিনা ইয়াসমিন
না-বলা ভালোবাসায় যেটুকু অপুর্নতা ছিলো কানায়,কানায় পুর্নতা পেলো আপনাদের অপরিসীম ভালোবাসায়।সোনেলার স্বর্নালী উঠোন ভরে থাকুন ভালোবাসার সুর,কবিতা আর গানের মূর্ছনায়।অনেক ভালো থাকুন নীলা আপু ❤❤❤❤
ইঞ্জা
বেশ রোমান্টিক লেখা, বিমোহিত হলাম আপু।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ ,,,ভালো থাকুন,,শুভ কামনা রইলো। -{@
ইঞ্জা
শুভেচ্ছা প্রিয় আপু। 👑
সাবিনা ইয়াসমিন
আপনার মত করে রোমান্টিক লেখা কবে লিখতে পারবো ভাইজান 😥