না-বলা ভালোবাসা।

সাবিনা ইয়াসমিন ১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ১১:০৭:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

তোমার মনের আকাশ ছুঁয়েছি যতবার
উদাসী নীলের মাঝে তুষার শুভ্র মেঘের খেয়ায়
ভেসে গেছি,,
ভালোবাসি বলাটা হয়নি একটিবার।

গোলাপ রাঙা হিম-হিম নিস্প্রান অধরের ছোঁয়ায়
প্রানবন্ত হওয়ার অপেক্ষায় থাকা
এক পেয়ালা উষ্ণ চা
অভিমানে শীতল হয়ে পড়ে,,তিক্ত স্বাদে পানসে হয়ে
অবহেলার প্রতিশোধ নিতে দ্বিধা করেনা এতোটুকু,,,,,,
ওষ্ঠো-অধরের অণুরাগে-অভিমানে
উষ্ণ ভালোবাসা প্রশ্ন চিহ্ন হয়ে পড়ে রয়।

প্রতিদিন কত কাজে অ-কাজে,নিয়মে অ-নিয়মে
দানা-দানা ভালো লাগা গুলো
পরিনত হলো জমাট বাধা পরিণয়ে,,
বুঝে নেবার আগেই বোঁঝা হয়ে চেপে রইলো
এক বিশাল আকাশের মতো।
শুধু মুখ ফুটে বলা হলো না “ভালোবাসি”।

ভাবনার অতলে ডুবে আনমনে অগোচরে
কান পেতেছি বন্ধ মনের দরজায়,,
না-বলা কথা গুলো শব্দ পাওয়ার প্রতিক্ষায়
অষ্টপ্রহরের সাথে যোগ করেছে আরো কিছু নির্ঘুম রাত।

” ভালোবাসি “লেখা চিঠিটা পড়ে আছে
খড়ো কাগজের ভাঁজে,,
খবরের কাগজে ছোট করে ছাপা হওয়া
অ-খবরের মতো করে।

হয়তো একদিন,
মুখে মুখে ,মুখোরিত হয়ে
গল্প দিয়ে গল্প বলা ,,কোনো গল্পের আসরে বসে
ঠিক-ঠিক জেনে যাবে
কেউ একজন ভালোবেসেছিলো ,,শুধুই তোমাকে।

১জন ১জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ