নামে-বেনামে

ভোরের শিশির ২৭ অক্টোবর ২০১৫, মঙ্গলবার, ০১:৩০:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৫৮ মন্তব্য

দিন আসে, রাত যায়।

দেয়ালে সাঁটানো কিংবা সমাজে ঝোলান হাসি মুখ

একই রকম রয়ে যায়।

 

ভরা পূর্ণিমা কারো মনে প্রেমের আকুতি,

কিংবা কারো স্বপ্নের প্রেয়সী

আবার, কারো কাছে ফুটো থাকা ভিক্ষের আদুলি।

 

বট কিংবা পাকুড় দেখিয়ে যাও।

বল- এ হল সময়ের প্রতীক, মহাকালের পরমানুভূতি

অথচ, এই বট পাকুড়ের ছায়াতেই মিশে আছে নিভে যাওয়া হাসির ফাঁসির দড়ি।

 

চুলে পাক ধরে, চামড়া ঝুলে পড়ে।

তবু আস্তিনে লেপ্টে থাকা ঘামের মতই হাসিটাও অমলিন জেগে থাকে

এই ‘ভাল আছি’ হাসির সাথে ভাল থাকার অনুভূতিটুকুও মুছে গিয়েছে।

৪৪৯জন ৪৪৮জন
0 Shares

৫৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ