নটঘটে প্রেম আত্মা

মুহম্মদ মাসুদ ৫ এপ্রিল ২০২০, রবিবার, ১০:৫৬:২৭পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

এই মধ্যরাতে, প্রিয়,
তুমিও কি গো জেগে আমার মতো?
একটু ভেবে নিও-
এ দূরত্ব আর বাড়তে দেবে কত?

এই মধ্যরাতে, প্রিয়,
সুনশান বয়স্ক কবরও কাঁদে আমার মতো?
একটু শুঁকে নিও-
এই কলিজা পোড়া আর্তনাদ চলবে কতো?

এই মধ্যরাতে, প্রিয়,
জানালাগুলো মুচকি হাসে আমার মতো?
একটু চেয়ে থেকো-
চাঁদ তারা জোনাকিপোকা জ্বলে নিয়ম মতো?

এই মধ্যরাতে, প্রিয়,
ডায়েরি পাতা ছটফট করে আমার মতো?
একটু কালি দিও-
লাল শাড়িতে সাজো আয়নার মতো?

এই মধ্যরাতে, প্রিয়,
হৃৎপিণ্ডে মাথা রেখে কথা হয় আমার মতো?
একটু অভিনয় কর-
ছলচাতুরী তাল-বাহানা করছো প্রয়োজন মতো?

এই মধ্যরাতে, প্রিয়,
ঘুমের ঘোরে হুঁশ বেহুঁশ অজ্ঞান আমার মতো?
একটু ভেবে নিও-
তোমার রূপ-যৌবন দাউদাউ জ্বলে যুবতীর মতো?

৫১৪জন ৪২৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ