এই মধ্যরাতে, প্রিয়,
তুমিও কি গো জেগে আমার মতো?
একটু ভেবে নিও-
এ দূরত্ব আর বাড়তে দেবে কত?
এই মধ্যরাতে, প্রিয়,
সুনশান বয়স্ক কবরও কাঁদে আমার মতো?
একটু শুঁকে নিও-
এই কলিজা পোড়া আর্তনাদ চলবে কতো?
এই মধ্যরাতে, প্রিয়,
জানালাগুলো মুচকি হাসে আমার মতো?
একটু চেয়ে থেকো-
চাঁদ তারা জোনাকিপোকা জ্বলে নিয়ম মতো?
এই মধ্যরাতে, প্রিয়,
ডায়েরি পাতা ছটফট করে আমার মতো?
একটু কালি দিও-
লাল শাড়িতে সাজো আয়নার মতো?
এই মধ্যরাতে, প্রিয়,
হৃৎপিণ্ডে মাথা রেখে কথা হয় আমার মতো?
একটু অভিনয় কর-
ছলচাতুরী তাল-বাহানা করছো প্রয়োজন মতো?
এই মধ্যরাতে, প্রিয়,
ঘুমের ঘোরে হুঁশ বেহুঁশ অজ্ঞান আমার মতো?
একটু ভেবে নিও-
তোমার রূপ-যৌবন দাউদাউ জ্বলে যুবতীর মতো?
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লিখেছেন। ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
সুরাইয়া পারভীন
ওয়াও! কি দারুণ লিখেছেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন
সুপায়ন বড়ুয়া
“এই মধ্যরাতে, প্রিয়,
তুমিও কি গো জেগে আমার মতো?
একটু ভেবে নিও-
এ দূরত্ব আর বাড়তে দেবে কত?”
ওয়াও ! ভারী মনে ধরলো যে।
শুভ কামনা।
ফয়জুল মহী
অসাধারণ। । ভালো থাকুন সুস্থ থাকুন।
নীরা সাদীয়া
আহা, বেশ। মধ্যরাতে প্রিয়কে ভেবে দিশেহারা…
রেহানা বীথি
খুব সুন্দর লিখেছেন।
এস.জেড বাবু
একটু কালি দিও-
লাল শাড়িতে সাজো আয়নার মতো?
হালিম নজরুল
এই মধ্যরাতে, প্রিয়,
সুনশান বয়স্ক কবরও কাঁদে আমার মতো
————-বাহ।