ধারা

নীলাঞ্জনা নীলা ১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ০৯:০৬:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৬ মন্তব্য

 

চিলেকোঠার দেয়ালে লেখা অজস্র নাম
জলের গভীরে বয়ে যাওয়া একটি পরিত্যক্ত বিস্মৃতি
ব্রিজের ওপারে মলাটের বই
হাতের উপর পরিচিতির সিলমোহর
অভিজাত একটি যুগকে পেছনে ফেলে,
ওয়ান ম্যান আইল্যান্ডের গা ছুঁয়ে বয়ে যায় এক হাজার দ্বীপবহনকারী সেন্ট লরেন্স নদী।

থাউজেন্ড আইল্যান্ড ক্রুজে
ইউএসএ।
২০ আগষ্ট, ২০১৮ ইং।

★বেশ লম্বা ট্যুর দিলাম এবার গ্রীষ্মে। আশা করি ভ্রমণকাহিনী লেখার। সময়, পরিবেশ সবকিছু মিলিয়ে এখনও মস্তিষ্ক স্থির হয়নি। ক্রুজে বসে এই লাইনগুলো লিখেছিলাম। সম্পাদনা ছাড়াই দিয়ে দিলাম আমার সোনেলার জন্যে।❤

৫৯৮জন ৫৯৪জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ