আর কী চাও? কী দেবার আছে আমার?
শোষক লতার মতো শোষণ করেছো হৃদয় পাহাড়
বঞ্চিত নদীর মতো আমায় করেছো রুক্ষ মরুচর
আঘাতের মূহ্যমানতায় আমি হয়েছি বৈশাখী ঝড়
দুঃখের পিরামিড রচনা করেছি বক্ষ পিঞ্জর করে শোধন
নির্বাক চোখ কথা বলে না হারিয়েছি কাব্য রোদন
আকাশের বিশালতার কাছে আমার দুঃখ মানবে না হার
যে বিরান ভূমি রচনা করেছো থামবে না তার হাহাকার
কোষের মাঝে তুমি দিলে রুধির আগুন লাগা ফাগুন
ধারাপাতের বিপরীতে আজ তা অঙ্গার;হয়েছে দ্বিগুণ
০১ ফেব্রুয়ারি-২০১৪
চালাবন,উত্তরা,ঢাকা।
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বহুদিন পর দেখলাম আপনাকে ।
রকিব লিখন
অনেক কাজের চাপে ছিলাম।। এখন আবার আসবো ।। কবিতা কেমন গেলেছে তা জানানো হয়নি।। জানালে খুশি হবো।। -{@
খসড়া
গীতিকার অনেক দিন পর পেলাম আপনাকে। ভাল লাগলো।
রকিব লিখন
ধন্যবাদ ভাই আমাকে মনে রাখার জন্য।। ভাল লাগলো কবিতায় মন্তব্য করার জন্য।। -{@ :T
কৃন্তনিকা
ভাল লাগলো… (y)
রকিব লিখন
ধন্যবাদ।। -{@ -{@ -{@
জিসান শা ইকরাম
আসলেই , নিঃশেষ করে দিয়েছে সে , আর কি চায় ?
অনেক ভালো লাগলো ।
বহু দিন পরে দেখলাম আপনাকে ।
শুভ কামনা ।
রকিব লিখন
আমার অঙ্গার হওয়া জীবন আবার জীবত করতে চাই।।
ধন্যবাদ জিসান ভাই।। -{@ (3 :T
রিমি রুম্মান
শুরুটা মন ছুঁয়ে গেল… ভাল থাকুন।
রকিব লিখন
সবটা কেমন হয়েছে আপু সেটা জানান নি।। তারপরও অনেক ধন্যবাদ।। -{@ (y) \|/
শুন্য শুন্যালয়
আপনি সবসময়ই ভালো লেখেন, কোথায় ছিলেন এতদিন ?
রকিব লিখন
এতদিন কোথায় ছিলাম??
কোথায় ছিলাম আমি………..
হয়ত শুন্য শুন্যালয়ে……
ধন্যবাদ।। (3 -{@ \|/ :T