ধর্ষকরা সব শোন ।

সঞ্জয় কুমার ১৯ এপ্রিল ২০১৫, রবিবার, ১০:০৫:০৩অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

y

ধর্ষক রা এক পলকে নারী দেহের সব ভাঁজ খুজে পাবে ।
বুকের স্ফীতি পরিমাপ করতে পারবে ।

কিন্তু নারীর মনের খোঁজ তাঁরা কোনদিন ও পাবে না ।

তাঁর গভীর চোখে জলাশয়ের গভীরতা খুঁজে পাবেনা ।

মেঘ কালো কেশের খোঁপা থেকে বেলী ফুলের গন্ধ পাবেনা ।

বাঁকা ঠোটে পূর্ণিমার চাঁদের দেখা পাবেনা ।

তাঁর হাসির জোৎসনা তে ভিজতে পারবে না ।

হাতে হাত রেখে চোখের ভাষায় কথা বলতে পারবে না ।

বুকে মাথা রেখে প্রিয়তমার হৃদয়ের স্পন্দন শুনতে পাবে না । ।

বিঃদ্রঃ
শুধুমাত্র বিবাহ বহির্ভূত ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক কে রেপ বলে না । সমাজের অনুমতি তে বৈধ ভাবে , প্রেমহীন দাম্পত্যও ব্যাভিচার ।

৪৮৮জন ৪৮৮জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ