দ্বৈততা

সাখিয়ারা আক্তার তন্নী ২১ অক্টোবর ২০১৯, সোমবার, ০৮:২৭:৫৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

*বিষ্ণু প্রিয়া,
রাত তো অনেক হল
কোথায় তুমি?
এত ব্যস্ততা কী সে তোমার? হুম

**ব্যস্ততা?
কই,না তো
আমার তো কোন ব্যস্ততা নেই
নিঃসঙ্গ আমি এই রাতটার মতো……..
এতটাই নিঃসঙ্গ যে পিন পতন নীরবতায় আমার ভিতরের সত্ত্বাকে নাড়িয়ে দেয়।

*ঘরে চলো তো

**ঘরে যাব?
ও তাইতো!
তুমি বরং এক কাজ করো আমার অন্তঃসার শূন্য এই দেহটাকে তোমার সঙ্গে নিয়ে যাও।

*কী পাগলের প্রলাপ বকছ তুমি?

**পাগলের প্রলাপ তো নয়!
সত্যি বলছি,
বহুদিন পূর্বে আমার মৃত্যু হয়েছে
আমার শরিলি অবয়বের নয়,
আমার মনের,আমার সত্ত্বার……..
এখানে যে নিকষ কালো অন্ধকার রাত্রি দেখছ
তার সাথে আমার আজন্ম কালের সন্ধি হয়েছে।
তার ভয়ংকর সুন্দর আমায় কাছে টানে

আমি তার গায়ে আমার সমস্থ ভার এলিয়ে দিয়ে শরীরে শরীর ছুঁয়ে রোজ কথা বলি।
আমার ভাল লাগা,মন্দ লাগা এমনকি আমার অতীত,বর্তমান, ভবিষৎ
আমার আনন্দ গুলো তাকে ছুয়ে যায়,
আমার কষ্টে তার বুক চিরে জলপ্রপাত নামে।

সে আমায় ভালবাসে,
আর আমি পরম তৃপ্তিতে মুখ লুকাই তার বিশালতার মাঝে।

*বিষ্ণু প্রিয়া,
এই বিষ্ণু প্রিয়া!
রাত অনেক হয়েছে,
ঘরে চলো।
তুমি কী এখন অষ্টাদশী?
যে ছেলে মানুষি করে যাচ্ছ।

**ও,তাই তো
ভুলেই গিয়েছিলাম।
আমি আর অষ্টাদশী নই
যে তোমার মাঝে উথাল-পাতাল প্রেমের জোয়ার বইবে।
তুমি বরং আমার নিথর দেহটাকে টেনে হিচরে তোমার সে বদ্ধ কামড়ায় নিয়ে যাও।
যেখানে আমার ইচ্ছে আর খুশির রোজ অপঘাতে মৃত্যু হয়।

১২১৮জন ১০১১জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ