*বিষ্ণু প্রিয়া,
রাত তো অনেক হল
কোথায় তুমি?
এত ব্যস্ততা কী সে তোমার? হুম
**ব্যস্ততা?
কই,না তো
আমার তো কোন ব্যস্ততা নেই
নিঃসঙ্গ আমি এই রাতটার মতো……..
এতটাই নিঃসঙ্গ যে পিন পতন নীরবতায় আমার ভিতরের সত্ত্বাকে নাড়িয়ে দেয়।
*ঘরে চলো তো
**ঘরে যাব?
ও তাইতো!
তুমি বরং এক কাজ করো আমার অন্তঃসার শূন্য এই দেহটাকে তোমার সঙ্গে নিয়ে যাও।
*কী পাগলের প্রলাপ বকছ তুমি?
**পাগলের প্রলাপ তো নয়!
সত্যি বলছি,
বহুদিন পূর্বে আমার মৃত্যু হয়েছে
আমার শরিলি অবয়বের নয়,
আমার মনের,আমার সত্ত্বার……..
এখানে যে নিকষ কালো অন্ধকার রাত্রি দেখছ
তার সাথে আমার আজন্ম কালের সন্ধি হয়েছে।
তার ভয়ংকর সুন্দর আমায় কাছে টানে
আমি তার গায়ে আমার সমস্থ ভার এলিয়ে দিয়ে শরীরে শরীর ছুঁয়ে রোজ কথা বলি।
আমার ভাল লাগা,মন্দ লাগা এমনকি আমার অতীত,বর্তমান, ভবিষৎ
আমার আনন্দ গুলো তাকে ছুয়ে যায়,
আমার কষ্টে তার বুক চিরে জলপ্রপাত নামে।
সে আমায় ভালবাসে,
আর আমি পরম তৃপ্তিতে মুখ লুকাই তার বিশালতার মাঝে।
*বিষ্ণু প্রিয়া,
এই বিষ্ণু প্রিয়া!
রাত অনেক হয়েছে,
ঘরে চলো।
তুমি কী এখন অষ্টাদশী?
যে ছেলে মানুষি করে যাচ্ছ।
**ও,তাই তো
ভুলেই গিয়েছিলাম।
আমি আর অষ্টাদশী নই
যে তোমার মাঝে উথাল-পাতাল প্রেমের জোয়ার বইবে।
তুমি বরং আমার নিথর দেহটাকে টেনে হিচরে তোমার সে বদ্ধ কামড়ায় নিয়ে যাও।
যেখানে আমার ইচ্ছে আর খুশির রোজ অপঘাতে মৃত্যু হয়।
২৯টি মন্তব্য
আকবর হোসেন রবিন
মন খারাপ করে দেওয়ার মতো কবিতা।
শুভকামনা আপনার জন্য।
সাখিয়ারা আক্তার তন্নী
আপনার জন্য শুভ কামনা।
হালিম নজরুল
অন্যরকম অভিব্যক্তি,আমার ভাললেগেছে।তাড়াহুড়োর কারনে দুই একটি বানান ভুল রয়ে গেছে সম্ভবত।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ
নিতাই বাবু
ভালো লাগা এক কবিতা পড়তে পেরে ভালো লাগছে।
সাখিয়ারা আক্তার তন্নী
অসংখ্য ধন্যবাদ,
শুভেচ্ছা নিবেন।
জিসান শা ইকরাম
নিজের সাথে নিজে কথা বলা !
ব্যাপারটা খুবই ভালো লাগে আমার। আমিও বলি এমন।
সবার মাঝেই একটি দৈত স্বত্ত্বা কাজ করে।
অনেক ভাল লেগেছে লেখা।
সাখিয়ারা আক্তার তন্নী
শুভ কামনা আপনার জন্য,
ইঞ্জা
মন খারাপ হলেও লেখাটি খুব ভালো লাগলো আপু, অসাধারণ ভাবে লিখে চলেছেন দেখে আনন্দিত হলাম, ধন্যবাদ ও শুভেচ্ছা।
সাখিয়ারা আক্তার তন্নী
আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।
মনির হোসেন মমি
বাহ্ চমৎকার ফিনিশিং। কবিতা পাঠে কবিতাটি আরো চমকপ্রদ লাগবে। খুব ভাল কবিতা লিখেন আপনি।শুভ কামনা।
সাখিয়ারা আক্তার তন্নী
শুভেচ্ছা রইলো আপনার জন্য,
ছাইরাছ হেলাল
অষ্টাদশি হলেও তো বিড়ম্বনার শেষ নেই, দেখতে পাচ্ছি।
সাখিয়ারা আক্তার তন্নী
তাই,মনে হয় আপনার?
ছাইরাছ হেলাল
কঠিন প্রশ্ন!
তৌহিদ
নিজের সাথে নিজের কথা বলা এবং তার উত্তর নিজেই দেবার মাঝে এক অন্যরকম অনুভূতি কাজ করে। সেটি দেখতে পেলাম আপনার লেখায়। এমন সরল অনুভূতির প্রকাশ করাও কিন্তু অনেক কঠিন যা আপনি পেরেছেন।
ধন্যবাদ আপনার প্রাপ্য।
সাখিয়ারা আক্তার তন্নী
আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।
সুরাইয়া পারভিন
এমনি করেই রোজ রোজ মরছে কতো শত নারী
বাস্তবতার চমৎকার প্রকাশ
সাখিয়ারা আক্তার তন্নী
শুভেচ্ছা নিবেন,
অনন্য অর্ণব
শুধু কি নারীই মরে?
আমার তো মনে হয়, এখানে একটি স্বাধীন স্বত্বার মৃত্যুর কথাই জাজ্জ্বল্যমান। ধন্যবাদ প্রিয়।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
শুভেচ্ছা নিবেন
চাটিগাঁ থেকে বাহার
মানসিক ডিপ্রেশন!
মনের অবস্থা এমন হলে দেরি না করে মনের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
কবিতা সুন্দর হয়েছে।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
শাহরিন
সময়ের সাথে মানুষের চাহিদাও কমতে থাকে প্রিয় জনের কাছে। কিন্তু নিজের অস্তিত্ব টিকিয়ে না রাখতে পারলেই ঘটে অঘটন।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
শুভেচ্ছা রইলো।
মোহাম্মদ দিদার
উপস্থাপন বেশ ছিলো।
সুন্দর সাবলীল অভিব্যক্তি।।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ
অনন্য অর্ণব
আর এভাবেই একটা লাশের সাথে আমরা প্রতিনিয়ত ঘরকন্যা করে যাই। এ যেন অবাঞ্ছিত প্রণয় উপাখ্যান।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
এ যে নিয়ম।
তাই সমাজ রীতি মানতে হয়।